জান্নাতের পথে
প্রকাশিত: অগাস্ট ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,749 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা : মুহাম্মাদুল্লাহ

আসসালাতু খয়রুম মিনান্নাওম বলে
মোয়াজ্জিন দিচ্ছে ডাক,
এখনি ঘুমালে তুমি আঘোর ঘুমে
নামায গোল্লায় যাক।
কি করে তুমি ভুলে গেলে
তুমি মুসলমানের ছেলে,
আজান শেষ হল সবে অথচ
বসে তুমি টিভির হলে।
সালাম তো শান্তির বার্তা
এ যে ভাল মানুষের গুন,
তবে কেন তুমি বলনা
আসসালামু আলাইকুম।
কেন তুমি সকালে মক্তব ছেড়ে
যাও কিন্ডারগার্ডেন স্কুলে ,
কোরআন যে শিক্ষা করা ফরজ
কেন এ কথা ভুলে গেলে।
রোজার মধ্যে খাচ্ছ বিড়ি
করছ পানি পান,
ওরে! মুসলিমের বাচ্চা তুই
কর রোজাদারদের সম্মান।
যাকাতকে তো ভুলেই গেছ
ঘুষ খেয়ে পেট করছ মোটা,
এই দ্বীনের জন্য কত জনের
জান গেছে গোটা গোটা।
হজ্বে গিয়ে তুমি সেলফি তুলো
সাথে নিয়ে কাবাঘর,
এমন হাজ্বির মুখ দেখতে
চায় না কেউ আর।
ক্লিন সেভ করে,প্যান্ট ঝুলিয়ে
ধরেছ তুমি নারী রূপ,
যার মধ্যে ইসলামের আলো নাই
সে হল মূর্খের কূপ।
ও নারী বুকে তোমার নাই ওড়না
কেন চলছ খোলামেলা,
নিজেকে প্রশ্ন করে দেখ
কোথায় ভাসাচ্ছ জীবন ভেলা।
যতই ধর তুমি পুরুষের ফ্যাশন
হতে পারবে কি পুরুষ?
তবে কেন এত তোমার অহংকার
কখন হবে তোমার হুশ?
সুদ ঘুষে জীবন ভরপুর
করছ সুখের আরাম,
তবে কি এখনও অবুঝ তুমি
বোঝনা হালাল হারাম!
জানি, ভাল লাগে না এসব কথা
যাও দূরে সরে,
হয়তো বুঝবে না এখন
বুঝবে মৃত্যুর পরে।
মানুষের ভুল ভাঙ্গে দুই জায়গায়
সফরে আর কবরে,
একটুও কি চিন্তা আসে না
কখন উপার্জন করব রে!
জীবন সফরে ভুল ভাঙ্গলে
দোজাহানে ভালই ভাল,
কবরে যদি ভুল ভাঙ্গে
পরকালে থাকবেনা ভাল।
বৃদ্ধকালে তো সবাই অসহায়
হয়ে ধরে নামায জিকির,
যৌবনকালের ইবাদাত বড় কবুল
তবে কেন কর না ফিকির?
সৎ পথে আদেশ কর
অসৎ পথে দাও বাধা,
আর হয়ে থেকে গাফেল
বেইমান বোকা গাধা।
ভুলে যাও সব হিংসা বিদ্বেষ
হও মুসলিম ভাই ভাই,
বল, মহান আল্লাহ পাশে আছে
তাইতো কোন ভয় নাই।
ছেড়ে দাও সব বানানো রীতি
চল ইসলামের মতে,
রাসূলের দেখানো পথে হাটো
জান্নাতের পথে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    খুব সুন্দর আর শিক্ষণীয় একটি কবিতা। শব্দচয়ন সুন্দর, ছন্দমিল সুন্দর। সবকিছুই ভালো লেগেছে। আমরা আসলেই এখন বুঝি না, বুঝব মৃত্যুর পর। আল্লাহ আমাদের ভাগ্যে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। আমাদের এজন্য সেভাবেই দ্বীনের পথে চলতে হবে। আপনার এই শিক্ষণীয় কবিতা থেকে অনেকেই শিক্ষা গ্রহণ করবে। শুভ কামনা রইল। বানানেও কোন ভুল নেই।

    Reply
  2. Rabbi Hasan

    খুব সুন্দর শিক্ষনীয় একটা পোস্ট। ভালো লেগেছে, শুভ কামনা।

    Reply
  3. Mahbub Alom

    শিক্ষা ও উপদেশমূলক কবিতা।
    কবিতায় বাস্তব জীবনে আমাদের করা পাপ,ভুল কাজের সাথে সাথে উপদেশমূলক বাণী আছে।
    তবে হায় আমরা মুসলমান সন্তানরা আজ ইসলাম থেকে দূরে সরে।কাটাতে হবে এই দূরত্বতা।যার জন্য দরকার এরকম আরো অসংখ্য কবিতা।

    ধন্যবাদ

    Reply
  4. Nahid Islam Rony

    মাশাআল্লাহ, জরুরি কয়েকটা দিক তুলে ধরেছেন।
    তবে কয়েকটি ভুল চোখে পড়ল। যেমনঃ
    ” এখনি ঘুমালে তুমি আঘোর ঘুমে” এই বাক্যটা সম্ভবত এরকম হত “এখনো ঘুমিয়ে(আছো) তুমি অঘোর ঘুমে।”
    কিন্ডারগার্ডেন=কিন্ডারগার্টেন
    শিক্ষা করা=শিক্ষা গ্রহণ করা (শেখা)
    ” যৌবনকালের ইবাদাত বড় কবুল” এই বাক্যটায় একটু সমস্যা আছে।
    সামনে আরো ভাল করবেন ইনশাআল্লাহ।

    Reply
  5. Rahim Miah

    এইরকম কবিতা পড়ে বেশ ভালোই লেগেছে। শিক্ষা আর শিক্ষা। তবে কিছু ভুল ছিল লাইনে তা দেখলাম একজন ঠিক করে দিয়েছে। তবে কিছু লাইনে কমা না হয়ে প্রশ্নবোধক চিহ্ন হবে হয়তো। যাইহোক শুভ কামনা

    Reply
  6. Sajjad alam

    কিছু ভুল,
    .
    কি করে তুমি ভুলে গেলে___ কী
    .
    বলনা___ বলো না
    কত জনের___ কতজনের
    তাইতো___ তাই তো
    হাটো___ হাঁটো
    থাকবেনা___ থাকবে না
    .
    নামকরণটা যথাযথ।
    কনসেপ্ট অসাধারণ ছিলো।
    লেখনীও চমৎকার।
    .
    সবাই যদি আপনার কবিতা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে প্রয়োগ করতো তাহলে হয়তো আজ মুসলমানের বাচ্চাদের মাধ্যমে অমানবিক, ইসলামবিরোধী কাজ হতো না।
    .
    সবমিলে খুব ভালো লেগেছে।
    শুভ কামনা রইলো।

    Reply

Leave a Reply to Mahbub Alom Cancel reply

Your email address will not be published. Required fields are marked *