ইসলামের পতাকা
প্রকাশিত: অগাস্ট ১৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,052 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা:নূরানা হক
.

হে সোনার বাংলা! অপেক্ষার দিন গুনছি,
কখন উড়বে ইসলামের পতাকা!
তোমার বুকে।
শহীদ হয়েছি আরও হব,
রক্ত দিয়েছি আরও দেব
কিন্তু চাই তোমার বুকে,
আল কুরআনের শাসন।
হে সোনার বাংলা!
জীবন যৌবন সব দিলাম,
তোমার বুকে একটি আশায়।
হে সোনার বাংলা!
আছর হয়ে গেছে
বিনা আজানে নামাজ,
শুরু হওয়ার পূর্বে
চাই তোমার বুকে একটিবার,
ইসলামের সোনালী পতাকা।
যদিও আজও সে পতাকা দেখি নি,
ইনশা আল্লাহ আশা রইল
আমাদের প্রজন্মরা যেন,
তোমার বুকে উড়াতে পারে!
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ এর পতাকা।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৯ Comments

  1. Zinifa Efat

    আলহামদুলিল্লাহ্‌ , ইসলামের পতাকা তলে, বাহ্ দারুন লাগলো, হব- হবে দিলে আরো সুন্দর হতো। শুভকামনা

    Reply
  2. Anamika Rimjhim

    ইসলামের পতাকা মানে? ব্যাপারটা বুঝিনি ….
    এদেশ তো সবার ….একসাথে থাকা মাতৃভূমি!

    Reply
  3. Rabbi Hasan

    কবিতায় ছন্দের বড্ড অভাব। ছোট কবিতাগুলো ছন্দের তালে তালে পড়তে খুব ভালো লাগে।

    Reply
  4. Halima tus sadia

    আমরা পশ্চিমা সংস্কৃতির প্রতি আসক্ত হয়ে পড়েছি।আল্লাহকে ভুলে যাচ্ছি।
    এ বাংলাতে কোরআনের শাসন করা বড়ই কষ্টের।
    দিন দিন সমাজে মারামারি,লুটপাট,ধর্ষণ বেড়েই চলছে।
    কাউকে কেউ মারতে দিদ্বাবোধ করছে না।
    সোনার বাংলায় আরও রক্ত দিলেও ইসলামের পতাকা উড়তে বড় দেরি।
    মানুষ নামাজ পড়ে না।মিথ্যা কথা বলে।সবকিছু মিলিয়ে এ সোনার বাংলা বড়ই খারাপ অবস্থা।পরবর্তি প্রজন্মের কথা বলতে পারছি না।বর্তমানের অবস্থাইতো খারাপ।
    ইসলামিক কবিতা।ভালো লাগলো।
    হব–হবে
    শুভ কামনা।

    Reply
  5. আফরোজা আক্তার ইতি

    খুব সুন্দর একটি ইসলামিক কবিতা। সবাই দ্বীনের পথে চলুক। বুকে ধারণ করুক কোরআন এর জ্ঞান এটাই চাওয়া। বানানে তেমন কোন ভুল নেই। তবে কবিতাটা কিছুটা সাম্প্রদায়িক হয়ে গেছে। কারণ এই দেশ সবার, সবাই এ দেশকে রক্ত ঢেলে শহীদ করেছে। ইসলাম অবশ্যই থাকবে, তবে অন্য ধর্মের লোকেরা কোথায় যাবে?

    Reply
  6. Nahid Islam Rony

    ইনশাআল্লাহ ভাই। খুব ভাল লিখেছেন। কোনো বানান ভুল পাই নি। কিন্তু ছন্দের ব্যবহার করলে ভাল হত।

    Reply
  7. Rahim Miah

    দেখি নি-দেখিনি (দুইটা একসাথে হবে হয়তো)
    তবে এই দেশ সবার, রক্ত সব ধর্মের মানুষই দিয়েছে স্বাধীনতার জন্য। তবে কবিতাটা ভালো ছিল

    Reply
  8. Sajjad alam

    দুটো ভুল চোখে পড়েছে,
    দেখি নি___ দেখিনি
    ইনশা আল্লাহ___ ইনশাআল্লাহ
    .
    নামকরণটা যথার্থ।
    কনসেপ্টটাও বেশ ছিলো কিন্তু রস কম মনে হলো।
    .
    সরল ভাষার মাঝে কিছু অাকর্ষণীয় শব্দ ব্যবহার করতে পারলে ভালো লাগতো।
    .
    দোয়া করি আল্লাহ যেন এই দেশের বুকে ইসলামের শাসন কায়েম করেন। নির্ভয়ে সব অাইন-কানুন মানতে যখন বাঁধা থাকবে না।
    .
    সবমিলে মোটামুটি।
    শুভ কামনা।

    Reply
  9. Mahbub Alom

    ইনশাল্লাহ,,একদিন নিশ্চয় এই সোনার বাংলার বুকে ইসলামের পতাকা উড়বে।
    অনেক ভালো লেগেছে।যা বলে বোঝানো যাবে না।
    আছর হয়ে গেছে
    বিনা আজানে নামাজ,
    শুরু হওয়ার পূর্বে
    চাই তোমার বুকে একটিবার,
    ইসলামের সোনালী পতাকা।

    চরণগুলো হৃদয় ছুঁয়ে গেলো।এক আশার বাণীর অপেক্ষায় কবি।
    শুভকামনা রইলো।

    Reply

Leave a Reply to Mahbub Alom Cancel reply

Your email address will not be published. Required fields are marked *