লেখা:নূরানা হক
.
হে সোনার বাংলা! অপেক্ষার দিন গুনছি,
কখন উড়বে ইসলামের পতাকা!
তোমার বুকে।
শহীদ হয়েছি আরও হব,
রক্ত দিয়েছি আরও দেব
কিন্তু চাই তোমার বুকে,
আল কুরআনের শাসন।
হে সোনার বাংলা!
জীবন যৌবন সব দিলাম,
তোমার বুকে একটি আশায়।
হে সোনার বাংলা!
আছর হয়ে গেছে
বিনা আজানে নামাজ,
শুরু হওয়ার পূর্বে
চাই তোমার বুকে একটিবার,
ইসলামের সোনালী পতাকা।
যদিও আজও সে পতাকা দেখি নি,
ইনশা আল্লাহ আশা রইল
আমাদের প্রজন্মরা যেন,
তোমার বুকে উড়াতে পারে!
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ এর পতাকা।
আলহামদুলিল্লাহ্ , ইসলামের পতাকা তলে, বাহ্ দারুন লাগলো, হব- হবে দিলে আরো সুন্দর হতো। শুভকামনা
ইসলামের পতাকা মানে? ব্যাপারটা বুঝিনি ….
এদেশ তো সবার ….একসাথে থাকা মাতৃভূমি!
কবিতায় ছন্দের বড্ড অভাব। ছোট কবিতাগুলো ছন্দের তালে তালে পড়তে খুব ভালো লাগে।
আমরা পশ্চিমা সংস্কৃতির প্রতি আসক্ত হয়ে পড়েছি।আল্লাহকে ভুলে যাচ্ছি।
এ বাংলাতে কোরআনের শাসন করা বড়ই কষ্টের।
দিন দিন সমাজে মারামারি,লুটপাট,ধর্ষণ বেড়েই চলছে।
কাউকে কেউ মারতে দিদ্বাবোধ করছে না।
সোনার বাংলায় আরও রক্ত দিলেও ইসলামের পতাকা উড়তে বড় দেরি।
মানুষ নামাজ পড়ে না।মিথ্যা কথা বলে।সবকিছু মিলিয়ে এ সোনার বাংলা বড়ই খারাপ অবস্থা।পরবর্তি প্রজন্মের কথা বলতে পারছি না।বর্তমানের অবস্থাইতো খারাপ।
ইসলামিক কবিতা।ভালো লাগলো।
হব–হবে
শুভ কামনা।
খুব সুন্দর একটি ইসলামিক কবিতা। সবাই দ্বীনের পথে চলুক। বুকে ধারণ করুক কোরআন এর জ্ঞান এটাই চাওয়া। বানানে তেমন কোন ভুল নেই। তবে কবিতাটা কিছুটা সাম্প্রদায়িক হয়ে গেছে। কারণ এই দেশ সবার, সবাই এ দেশকে রক্ত ঢেলে শহীদ করেছে। ইসলাম অবশ্যই থাকবে, তবে অন্য ধর্মের লোকেরা কোথায় যাবে?
ইনশাআল্লাহ ভাই। খুব ভাল লিখেছেন। কোনো বানান ভুল পাই নি। কিন্তু ছন্দের ব্যবহার করলে ভাল হত।
দেখি নি-দেখিনি (দুইটা একসাথে হবে হয়তো)
তবে এই দেশ সবার, রক্ত সব ধর্মের মানুষই দিয়েছে স্বাধীনতার জন্য। তবে কবিতাটা ভালো ছিল
দুটো ভুল চোখে পড়েছে,
দেখি নি___ দেখিনি
ইনশা আল্লাহ___ ইনশাআল্লাহ
.
নামকরণটা যথার্থ।
কনসেপ্টটাও বেশ ছিলো কিন্তু রস কম মনে হলো।
.
সরল ভাষার মাঝে কিছু অাকর্ষণীয় শব্দ ব্যবহার করতে পারলে ভালো লাগতো।
.
দোয়া করি আল্লাহ যেন এই দেশের বুকে ইসলামের শাসন কায়েম করেন। নির্ভয়ে সব অাইন-কানুন মানতে যখন বাঁধা থাকবে না।
.
সবমিলে মোটামুটি।
শুভ কামনা।
ইনশাল্লাহ,,একদিন নিশ্চয় এই সোনার বাংলার বুকে ইসলামের পতাকা উড়বে।
অনেক ভালো লেগেছে।যা বলে বোঝানো যাবে না।
আছর হয়ে গেছে
বিনা আজানে নামাজ,
শুরু হওয়ার পূর্বে
চাই তোমার বুকে একটিবার,
ইসলামের সোনালী পতাকা।
চরণগুলো হৃদয় ছুঁয়ে গেলো।এক আশার বাণীর অপেক্ষায় কবি।
শুভকামনা রইলো।