ইচ্ছের দাস
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,734 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখক: বিনিতা বীণা।

ইচ্ছের মাঝে যখন ইচ্ছে গুলো হাত বাড়ায় সন্তর্পনে
আমিও মিশে একাকার হয়ে যাই তার হাতে হাত রেখে।
আমি আমার ইচ্ছের দাস
আমার উচ্চাভিলাষী মন,
আমি তার মত চলি
আমার একাকিত্ব আমার – নিত্যদিনের সংগি।
আমার প্রানের সাথে যে প্রানের বিস্তার, তা একেবারেই স্বাধিন। আমি তোমায় আমার মত করে
ভালবাসি বলে, বেঁধে রাখিনি তুমি মুক্ত, তুমি স্বাধিন তোমার মতই। তবে তোমার উপর শুধু
আমারী একমাত্র অধিকার,
তাই বলে জুলুম আমার মোটেও পছন্দ নয়। তুমি নাও, তোমার অধিকার বুঝে আমার যে অধিকার তা রেখেছো তোয়ার ইচ্ছের লকারে।
তাই আমি আমার ইচ্ছেই অধিকার ছেড়েছি-
তুমি উম্মুক্ত আমার থেকে। আমি পূর্ণতা পেয়েছি বিশাল শূন্যতায় আর তুমি মহা পূর্ণতায় পূর্ণ। আমার কোন বিরোধ নেই
তোমার পাওয়ায়,
আমার ইচ্ছে শান্তি –
আমার অপ্রাপ্তি গুলোই বুঝি আমার একান্তই প্রাপ্তি। ইচ্ছের মাঝে যখন ইচ্ছে গুলোর, তোমায় ছুঁতে ইচ্ছে করে
ঠিক তখন ইচ্ছের কাছেই পরাধীন। আমি আমার ইচ্ছের দাস
তাই ইচ্ছে গুলো আমায় মেরে চূর্ন- বিচূর্ন করে দেয়। আমার একাকিত্ব আমায়
আদর করে অনাদরের মাঝে।
তবুও বলবো আমি তোমায় ভালবাসি শুধু আমার মত করেই
তুমি মুক্ত স্বাধিন আমার ইচ্ছে থেকে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. Halima tus sadia

    কবিতায় প্রিয়জনের মুক্ত হওয়ার ইঙ্গিত প্রকাশ করেছে।
    অপ্রাপ্তিগুলোি নিজের কাছে প্রাপ্তি।
    ভালো লিখেছেন।
    বানানে কয়েকটা ভুল
    চূর্ন-চূর্ণ
    নংগি–সঙ্গী
    প্রানের–প্রাণের
    স্বাধিন–স্বাধীন
    শুভ কামনা রইলো

    Reply
  2. সুস্মিতা শশী

    একাকিত্ব – একাকীত্ব লিখলে বেশি ভালো লাগে
    স্বাধিন – স্বাধীন
    তোয়ার ইচ্ছের লকারে – তোমার হবে
    চূর্ন-চূর্ণ
    নংগি–সঙ্গী
    প্রানের–প্রাণের
    শুভ কামনা

    Reply
  3. Nafis Intehab Nazmul

    কবিতা নিয়ে কি বলব? বানানের প্রতি যত্ন রাখতে হবে. অনেক ভুল বানানে। যতিচিহ্নের ব্যবহার ও সঠিক নয়। মূলত কবিতা বা গল্প লেখার পর একবার রিভাইস দেওয়া প্রয়োজন।
    কারন, এখানে প্রতিযোগিতা চলছে। এতো বানান ভূল হলে মার্ক পাবেন না।

    Reply
  4. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতায় বেশ কিছু ভুল রয়েছে যা কবিতার মান নষ্ট করেছে। এক লাইনের পর আরেক লাইন সাজানো ঠিক নেই। কিছুটা গল্পের মতো হয়ে গেছে তাই। তাছাড়াও বানানে বেশ কিছু ভুল রয়েছে। নিচে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম :
    ইচ্ছে গুলো – ইচ্ছেগুলো ( গুলো শব্দের সাথে যুক্ত হয়ে বসে)
    অপ্রাপ্তি গুলোই – অপ্রাপ্তিগুলোই
    মত – মতো ( মত বলতে মতামত বোঝায়। আর মতো মানে স্বরূপ বোঝায়।)
    সংগি – সঙ্গী
    প্রানের – প্রাণের
    স্বাধিন – স্বাধীন
    আমারী – আমারই
    তোয়ার – তোমার
    উম্মুক্ত – উন্মুক্ত
    কোন – কোনো
    চূর্ন-বিচূর্ন – চূর্ণ-বিচূর্ণ

    আগামীর জন্য শুভ কামনা।

    Reply
  5. Md Rahim Miah

    ইচ্ছে গুলো -ইচ্ছেগুলো
    ‘একাকীত্ব ‘এইভাবে হবে
    সংগি- সঙ্গী
    প্রানের-প্রাণের
    ভালবাসি -ভালোবাসি (বর্তমানে ভালোবাসি বেশি ব্যবহার হয়)
    স্বাধিন-স্বাধীন
    আমারী-আমারই
    তোয়ার-তোমার
    লকারে-লুকিয়ে
    কোন -কোনো
    চূন বিচূন-চূণ বিচূর্ণ

    কবিতাটা ভালো ছিল, তবে লাইন সাজিয়ে লিখলে ভালো হত।আর বানানে ভুলের মাত্রা বেশি, সেইদিকে খেয়াল রাখবেন। শুভ কামনা রইল।

    Reply

Leave a Reply to Md Rahim Miah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *