হে মহান পিতা
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৮
লেখকঃ augustmault0163

 934 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখিকাঃজিনিফা ইফাত

তুমি তো সকলের আত্মবিশ্বাসে রয়েছো,
তুমি তো সকলের নিঃশ্বাসে রয়েছো,
তুমি তো সকলের অনুপ্রেরণায় রয়েছো,
তুমি তো সকলের নায়ক বন্ধু,
তুমি তো হাজার বছরের কৃতি সন্তান।
তুমি তো সকলের আত্ম গরিমায় রয়েছো,
তুমি তো সকলের মাঝে আগ্নি ঝরা ফুটন্ত গোলাপ হয়ে আছো,
তুমি তো সকলের কাছে সংগ্রামী চেতনা হয়ে আছো,
তুমি তো সকলের কাছে বীরত্বের প্রতীক হয়ে আছো।
তুমি তো পূর্ব বাংলার মানুষের শক্তি হয়ে দাঁড়িয়ে ছিলে সেদিন,
তুমি তো আজ তাই জীবন উৎসর্গ করেছো,
তুমি তো সেদিন সাত কোটি মানুষের জীবনের নিশ্চয়তা দিয়েছো,
তুমি তো তাদের কাছে শ্রেষ্ঠ হয়ে রয়েছো আজো।
তুমি তো বঙ্গবন্ধু নয়ও জাতির পিতা,
তুমি তো সকলের শ্রদ্ধাজনক বন্ধু,
তুমি তো সকলের মহান এক জ্বলন্ত সাক্ষী হয়ে আছো,
তুমি তো সকলের কাছে আজ ইতিহাস হয়ে রয়েছো।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    খুব সুন্দর একটি কবিতা। পড়ে মুগ্ধ হলাম। আমাদের জাতির পিতা সম্পর্কে যতই বলি না কেন, ততোই কম হবে। তারই নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। আর তাঁকেই এই স্বাধীন দেশের মাটিতে প্রাণ দিতে হল নির্মমভাবে। তবুও তিনি আজীবন আমাদের বুকে রয়ে যাবেন। কারণ তিনি আমাদের জাতির পিতা।
    বানানে কিছু ভুল আছে।
    আত্ম গরিমা-আত্মগরিমা।
    আগ্নি ঝরা- অগ্নি ঝরা।

    Reply
    • Zinifa Efat

      মনি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ????

      Reply
  2. আরাফাত তন্ময়

    রয়েছো, আছো, গিয়েছো, এমন শব্দে ো কার হয় না। বঙ্গবন্ধুকে নিয়ে সুন্দর একটি কবিতা। তবে শব্দচয়নে আরও একটু সতেষ্ট হবার অনুরোধ ।
    শুভ কামনা রইলো।

    Reply
  3. Halima tus sadia

    অসাধারণ একটি কবিতা।
    প্রতিটি চরণ খুব সুন্দরভাবে লিখেছেন।
    বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা।পড়ে ভালো লাগল।
    বঙ্গবন্ধুর জন্যই আজ স্বাধীন দেশে বাস করতে পারছি।
    তিনি জাতির পিতা।দেশের জন্য প্রাণ দিয়েছেন।তার অবদান বলে শেষ করা যাবে না।
    বানানে তেমন ভুল নেই।

    আগ্নি ঝরা-অগ্নিঝরা
    শুভ কামনা রইলো।

    Reply
  4. মাহফুজা সালওয়া

    সুন্দর থিম ছিলো।
    কিন্তু, লেখনশৈলী + উপস্থাপনভঙ্গী কোনোটাই ভালো লাগেনি।
    বানানো অল্পকিছু ভূল ছিলো।
    শোধরে নেবেন।
    শুভকামনা ।

    Reply

Leave a Reply to মাহফুজা সালওয়া Cancel reply

Your email address will not be published. Required fields are marked *