হারিয়ে খুঁজি তারে
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,351 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

হারিয়ে খুঁজি তারে
ফাহমিদা কামাল পান্না

সেদিন গভীর রাতে যখন ঝড় উঠেছিল
দমকা হাওয়ায় উড়ে যাচ্ছিল সবকিছু
সেই হাওয়ার তোড়েই তুমি এসেছিলে
দুর্যোগপ্রবণ রাতের অজানা অতিথি হয়ে।
অজ্ঞান নিথর দেহটা পড়েছিল উঠোনে
বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে
আলোকিত হচ্ছিল তোমার মুখটা
জানালার ফাঁক দিয়ে তা দেখেই
ছুটে গিয়েছিলাম তোমার কাছে।
তুমি পড়েছিলে মাটিতে বুক পেতে
যেন মায়ের বুকে ঘুমাচ্ছে কোন শিশু
মুগ্ধ হয়ে দেখছিলাম গভীর ঘুমে আচ্ছন্ন শান্ত, নির্লিপ্ত, দ্বিধাহীন অবয়বটা।
ঝড় থেমে গেল, ভোরের আলো ফুটল
তখনও ঠায় বসেছিলাম তোমার কাছে
কিন্তু তুমি তো ছিলে না!! কোথায় গেলে!!
রাতের শেষ কালোর আড়ালে লুকিয়ে!!!!
আজও খুঁজি তারে ঝড়ের রাতগুলোতে
বিদ্যুতের আলোয় খুঁজি চেনা সেই মুখটা এখনও হাওয়ায় ভেসে আসে তার ঘ্রাণ
হারিয়ে খুঁজি তারে রাতের শেষ অন্ধকারে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. রেজাউল করিম

    সুন্দর ছিলো। এতোগুলো আশ্চর্যবোধক চিহ্ন না দিলেও পরতেন।

    Reply
  2. Rifat

    ভালো ছিল কবিতাটা।
    না পাওয়ার বেদনায় কবিতাটি পরিপূর্ণ।
    শুভ কামনা।

    Reply
  3. Naeemul Islam Gulzar

    হারিয়ে গেল!
    সত্যি খুব সুন্দর মনকাড়া কবিতা।আমি মুগ্ধ।শুভকামনা

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *