হারানো পথ
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,633 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

রিফাত রায়হান

একদিন সন্ধ্যায় হারিয়ে মন,পথের খোঁজে এসেছিলাম,
চাওয়া ছিলো না মোর ছিল রঙিন স্বপ্ন।
সাদা কালো হয়ে ফ্যাকাশে জীবন হাওয়ায় মিশে সব শূন্য।
জড়িয়ে কোলাহল হারিয়ে মনের শপথ ছুঁয়েছে তুফান,
পলায়নে রত সব অচেনা অবুঝ আঁধার কালো সুখে,
শিহরিত মন উদাসিনতার পাঁজর ছুঁয়ে শুনায় শানিত গান।
আমার একলা আকাশ একাকী একেলা রাঙাই,
ভূবন তোমাতে বিভোর হয়ে কত স্বপ্ন নিমিষে ভাঙাই।
ছন্নছাড়া হয়ে বড় উদাসী একলা অধরা অশান্ত মেঘ,
পরাণ এ ব্যাকুল আমার মহিয়সী মনে চাহনির কত ভরাবেগ।
অসময়ে জ্যোৎস্না খোঁজে মন আমার মোমের প্রহর,
ভেঙে সব পৌঁছে যেতে আঁধার ফেলে ভোরের শহর,
ফুটন্ত ফুল গোলাপ হয়ে নিষ্পাপ এ মন ভোরের পাখি।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. আরাফাত তন্ময়

    সুন্দর লিখেছেন। নান্দনিকতার ছোঁয়া পেলাম।
    একলা, একেলা দুটো শব্দই একটি বাক্যে ব্যবহার করেছেন। যেকোনো একটি ব্যবহার করলে আবৃতি করতে সুবিধে হয়।
    শুভ কামনা রইলো।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    বেশ ভালো লাগল কবিতাটি পড়ে। শব্দশৈলীর গাঁথুনি খুবই সুন্দর। উপমার ব্যবহারগুলো মনোমুগ্ধকর। বানানেও তেমন কোন ভুল নেই।
    উদাসিনতায়- উদাসীনতায়।
    একেলা- একলা।
    ভূবন- ভুবন।

    Reply
  3. Halima tus sadia

    ভালো লিখেছেন।পড়ে ভালো লাগলো।
    শব্দগুচ্ছ খুবই সুন্দর হইছে।
    বানানেও তেমন ভুল নেই।
    উদাসিনতায়–উদাসীনতায়
    একেলা–একলা
    শুভ কামনা রইলো।

    Reply
    • Rayhan

      tnx

      Reply

Leave a Reply to আরাফাত তন্ময় Cancel reply

Your email address will not be published. Required fields are marked *