একুশ মানে
প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,831 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

-সাইফুল ইসলাম জীবন
একুশ মানে, আমার ভাইয়ের
রক্তে রাঙানো দিন!
একুশ মানে মায়ের কান্না,
সন্তান হারানোর স্মৃতি।
একুশ মানে বেদনায় গাঁথা
শোক ভারা দিনটি।
একুশ মানে রাজপথ রঞ্জিত!
রক্তাক্ত বর্ণমালা পাই মুক্তি।
একুশ মানে ফিরে পাওয়া
আমার মায়ের প্রাণ!
বাংলা ভাষা আমার
ভাইয়ের রক্তেই দান।
একুশ মানে আমার ভাইয়ের
বিদ্রোহী কন্ঠে স্লোগান।
একুশ মানে গর্জে উঠা
একুশ মানে বিনম্র শ্রদ্ধা,
সোনার সন্তানদের প্রতি।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১৪ Comments

  1. বুনোহাঁস

    শেষের দিকে এসে খানিক পথহারা পথিকের মতো ঠায় দাঁড়িয়ে ছিল।
    পৃথিবী বাংলা একটি ভাষা, যার জন্য রক্তা দিয়েছে বাঙালীরা। একুশ মানে অহংকার, একুশ মানে শ্রদ্ধা। এমন মনোভাব সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই কামনা করি। লেখনশৈলীতে মুগ্ধ হলো হিয়া।
    শব্দটি কণ্ঠে হবে।
    অনেক অনেক শুভ কামনা রইলো।

    Reply
    • সাইফুল

      ধন্যবাদ আপনাকে ♥

      Reply
  2. Hossan eqbal

    কবিতার ছন্দে হারিয়ে গেলাম বায়ান্ন ভাষা আন্দোলনে, শোকের একুশে,ভালো লাগলো কবিতাটি সাবলীল ভাষায়। শুভকামনা

    Reply
    • সাইফুল

      ধন্যবাদ আপনাকে♥

      Reply
  3. Halima tus sadia

    সত্যিই অনেক সুন্দর একটি কবিতা পড়লাম।
    একুশকে নিয়ে।
    সুন্দরও সাবলীল ভাষা।ছন্দেরও সুন্দর মিল রয়েছে।
    একুশ মানে মায়ের কান্না,সন্তান হারানোর স্মৃতি।
    একুশ মানে বেদনায় গাঁথা সেই শোকের দিনটি।
    হ্নদয় ছুঁয়ে গেল কবিতাটা।
    বানানেও ভুল চোখে পড়েনি।
    শুভ কামনা রইলো।

    Reply
    • সাইফুল

      ধন্যবাদ আপনাকে ♥

      Reply
  4. আফরোজা আক্তার ইতি

    অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদভাবে উপস্থাপন করেছেন কবিতাটি। সহজ সাবলীল ভাষার হলেও একুশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এই একুশের আন্দোলনের জন্যই আজ আমরা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষায় কথা বলতে পারছি। কবিতাটি বেশ চমৎকার হয়েছে।
    বানানে তেমন কোন ভুল নেই। বিরামচিহ্নের প্রতি আরো সচেতন হবেন।
    রক্তাক্ত বর্ণমালা পাই মুক্তি- রক্তাক্ত বর্ণমালা পায়* মুক্তি।
    কন্ঠে- কণ্ঠে।

    Reply
    • সাইফুল

      ধন্যবাদ আপনকে ♥

      Reply
  5. মুতাহেরা ইসলাম

    একুশ আমাদের গর্ব, আমাদের অহংকার, যতদিন থাকবে বাংলা ভাষা ততদিন সোনার সন্তানদের নাম মুছা যাবেনা বাংলার বুক থেকে, সাবলীল ভাষায় কবিতা, শুভকামনা।

    Reply
    • সাইফুল

      ধন্যবাদ আপনাকে ♥

      Reply
  6. অদৃশ্য তারা

    বাংলা ভাষা পৃথিবীর একমাত্র গৌরব ও ত্যাগ মহিমায় অর্জিত ভাষা। পৃথিবীতে দ্বিতীয় অন্য কোন ভাষা নেই, যে ভাষা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। একুশ মানে বাংলার গৌরব অহংকার। যতদিন বাংলা থাকবে ততদিন শ্রেষ্ঠ সন্তানদের নাম লিখা থাকবে বাংলার বুকে! শুভকামনা রইল।

    Reply
  7. Rifat

    একুশ মানেই হলো এক আত্মত্যাগের ঘটনা। ভাষার জন্য নিজের প্রাণ বিসর্জন।
    খুব সুন্দরভাবে কবিতাটি ফুটিয়ে তোলা হয়েছে।

    Reply
  8. shahrulislamsayem@gmail.com

    খুবই ভালো লেগেছে, তবে শেষটা এত তাড়াতাড়ি না করে আর একটু বড় হলে কবিতাটা আরও ভালো হতে পারত

    Reply
  9. Naeemul Islam Gulzar

    আমাদের ভাষা আমাদের আবেগ।যা আমরা বায়ান্নতে দেখিয়েছিলাম।শুভকামনা

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *