দু’ফোটা জল
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,078 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

তোমার কথা ভাবতে গিয়ে কত বার যে
দু’ফোঁটা জল গড়িয়ে পড়ে , হিসেব রাখিনি
আবার ফিরে পেতে ইচ্ছা করে
প্রথম দেখার সেই তৃষ্ণার্ত দিনগুলি।
বৃষ্টিস্নাত সকালে তোমার চোখে চোখ রাখি
অলস কোনো দুপুরে তোমার বুকে মাথা রাখি
চাঁদের স্নিগ্ধ আলোয় মায়া ভরা মুখটা দেখি প্রতিদিনের কল্পনায় এসব ভেবে কখন যে, দু’ফোঁটা জল গড়িয়ে পড়ে হিসেব রাখিনি।
ইচ্ছা করে গল্পে গল্পে কাটিয়ে দিতে
কোনো নির্ঘুম রাত, ধলপ্রহর, স্বপ্নময় প্রভাত।
পাশাপাশি বসে তুমি-আমি, দেখব সূর্যোদয়
একটু ছোঁয়াছুঁয়ি অনেকটা পাগলামী নিয়ে
হারিয়ে যেতে ভালো লাগে স্মৃতির মেলায়
বেলা-অবেলায় এসব ভেবে, কখন যে দু’ফোঁটা জল গড়িয়ে পড়ে হিসেব রাখিনি।
তুমিই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল
আর কিছু চাইনি, কোনোদিন চাইবো না
খুব গোপনে! তোমাকে চাই জীবনে মরণে
তুমি হবে কি আমার?
আমার যত সুখ সব তোমায় দেবো বিনিময়ে তোমার দুঃখগুলো আমি নেবো।
এসবই ভাবছিলাম এই ক্ষণে।
যদি সঙ্গে থাকতে তবে দেখতে পেতে, এইমাত্র গড়িয়ে পড়লো দু’ফোঁটা জল!!!!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. আরাফাত তন্ময়

    দু’ফোঁটা জল আসলেই গড়িয়ে পড়লো! নিদারুণ উপস্থাপন, মায়াবী লেখনশৈলীতে মুগ্ধ হলাম।
    শুভ কামনা রইলো।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    মন ছুঁয়ে যাওয়ার মত স্মৃতিমধুর একটি কবতা পড়লাম। উপলব্ধি এবং অনুভূতি অত্যন্ত সুন্দর। প্রিয়তমের সান্নিধ্য কে না পেতে চায়, কিন্তু কিছু দূরত্ব শুধু দেয় স্মৃতি আর দু’ফোঁটা জল।
    কিছু চরণে কমা ব্যবহার করলে আরো ভালো লাগত।
    শুভ কামনা।

    Reply
  3. Halima tus sadia

    প্রতিটা মানুষের জীবনেই প্রেম ভালোবাসা আসে।ভালোবাসার মানুষটিকে কতো যত্ন করে ভালোবাসে।নির্ভেজাল,নিখাদ ভালোবাসা।আর সেই ভালোবাসার মানুষ কোনো এক সময় সব ভুলে যায়।তখন তার সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়ে যায়।তখনই দু’ফোঁটা জল গড়িয়ে পড়ে।কতো কষ্ট জমা থাকলে নির্বাক হয়ে যায় মানুষ।
    কবিতাটি ভালো লাগলো।শব্দচয়ন ভালো ছিলো।প্রতিটি চরণে ছন্দের মিল রয়েছে
    শুভ কামনা রইলো।

    Reply
  4. মাহফুজা সালওয়া

    সত্যি সময় সর্বদা এক থাকেনা।
    নদীর জলের মতো বহমান অববাহিকায় ছুটে চলে সময়।
    বদলে দেয় সমাজ,পরিস্থিতি, আপনার সবচেয়ে প্রিয় মানুষটা কেও।
    নিভৃতি বসে কখনো স্মৃতিচারণে হয়তো নিজের অজান্তেই গড়িয়ে পড়ে দু’ফোটা জল।
    বেশ আবেগ মেশানো কবিতাটা।
    পড়ে ভালো লাগলো।
    কবির জন্য শুভকামনা।

    Reply

Leave a Reply to Halima tus sadia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *