ছেলে
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,585 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

মোঃ ফেরদৌস আহাদি

হাজার চেষ্টা, হাজার আশায় আসিলাম মায়ের গর্ভে,

দশ মাস, দশ দিন রইলাম আমি, তাহার অন্ধকার গৃহে।

হঠাৎ একদিন মায়ের কান্না, আমার প্রকাশের দিনে,

গোধুলিতে আসিলাম আমি আলোময় এ পৃতিবীতে।

আসিলাম আমি এ জগতে চোখে জল বিহীন কান্না নিয়ে,

মায়ের কান্না থামিল এবার, হইল শুরু আমার কান্না।

রক্ত মাখা শরীর আমার, কান্না ভরা চোখ, পৃথিবীতে আমি আসায় সবার হাসিভরা মুখ। দেখেনি আমি কেমন? মায়ে দুটি চোখে,

চেতন হারায় রইলো সে যে আমার মায়া ছেড়ে। আমার চিৎকারে পাড়া জাগিল,

চিৎকার পোঁছাতে হইলনা দেরি আমার বাবার কানে।

আমি কি? সে না জেনে হাত তুলিলো উপরে,

ধাই মা আমায় করিল নিশ্চিত আমি যে এক ছেলে।

আযান এবার দিতে লাগলো বাবা, হাত রেখে কানে, নিজের মুখে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. সাইয়িদ রফিকুল হক

    বিষয়টি ভালো। কিন্তু এটা কবিতার পংক্তির মতো সাজানো হয়নি। প্রবন্ধের মতো মনে হচ্ছে। কবিতার মতো করে সাজালে এর ছন্দ হয়তো কিছুটা বুঝা যেত।

    Reply
  2. Halima tus sadia

    ভালো লিখেছেন।
    কতো কষ্ট সহ্য করতে হয় মায়ের।সন্তান জন্ম দিতে।
    সেই মাকেই ভুলে যাই।
    গোধুলি–গোধূলি
    পৃতিবীতে–পৃথিবীতে
    চেতন-চেতনা
    শুভ কামনা রইলো।

    Reply
  3. সুস্মিতা শশী

    কবিতাটি ভাল ছিল কিন্তু লাইনগুলো সাজানো হয়নি। মনে হচ্ছে প্রবন্ধ।

    Reply
  4. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। লাইন সাজানো ঠিক না থাকার ফলে এটা যে কবিতা সেটা মনেই হচ্ছে না। গল্প আকারে লেখা হয়েছে যা বেমানান। তাই বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে আগামীতে সব দিকে খেয়াল রেখে লিখবেন।
    আগামীর জন্য শুভ কামনা।

    Reply
  5. Md Rahim Miah

    গোধুলিতে-গোধূলিতে
    পৃতিবীতে-পৃথিবীতে
    চেতন-চেতনা
    হইলনা-হল না
    এটা কি কবিতা হয়েছে নাকি গল্প? কবিতার লাইনের মত সাজিয়ে লেখার কোনো মিল নেই, গল্পের মত লেখা হয়ে গেছে বলা যায়।কবিতা কীভাবে লিখে দেখে নিবেন শুভ কামনা

    Reply
  6. Tanjina Tania

    আপনি লিখেছেন ভালো। তবে এটা প্রবন্ধ’র মতো হয়ে গেছে।পরবর্তীতে ভালোভাবে গুছিয়ে লিখবেন, এটাই প্রত্যাশা।

    Reply

Leave a Reply to সুস্মিতা শশী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *