চাহিয়াছি তোমারে
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,057 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

জেবিন সুলতানা

চাহিয়াছি তোমারে হে প্রভু!
গ্রীষ্মের প্রখর রৌদ্দুরে।
বলিবো কথা তোমারও সজ্ঞে দুপুরের রোদে,
আমার নির্মিত ছায়াঘরে।
চাহিয়াছি তোমারে হে প্রভু!
বর্ষার তুমুল বৃষ্টিতে।
দেখিবো তোমারে আঁখি ভরে বর্ষায়,
বৃষ্টি ভেজা নিশীথে।
চাহিয়াছি তোমারে হে প্রভু!
শরদের সাদা আসমানে।
শ্রবন করিবো তোমার কথা শরদের তারার রাতে,
দিয়ে মন ও প্রান।
চাহিয়াছি তোমারে হে প্রভু!
হেমন্তের সোনালি ধানে।
অনুভবে করিবো তোমারে হেমন্তের হলুদ রূপে,
অদ্ভুদ মমত্বের টানে।
চাহিয়াছি তোমারে হে প্রভু!
শীতের সাদা কুয়াশায়।
খুঁজিবো তোমারে শীতের উত্তরের হাওয়াই,
নীল চাদরে গা ঢেকে।
চাহিয়াছি তোমারে হে প্রভু!
বসন্তের সবুজ সমারোহে।
সবুজে ঘেরা বসন্তে ছুটিবো তোমারে খুঁজিতে,
আনন্দে আত্মহারা হয়ে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. রেজাউল করিম

    প্রভুর প্রতি যে ভালোবাসা, প্রেম তা সত্যিই মায়ামুগ্ধকর।
    শ্রাবন–>শ্রাবণ
    প্রান–>প্রাণ

    Reply
  2. বুনোহাঁস

    বাহ্! চমৎকার আর কিছু বললাম না।
    অনেক অনেক শুভ কামনা রইলো।

    Reply
  3. Naeemul Islam Gulzar

    কি ছন্দ।প্রান ছুয়ে যায়।সত্যিই আমি মুগ্ধ।শুভ কামনা

    Reply
  4. Rifat

    হৃদয় ছুঁয়ে গেল কবিতাখানি।
    সৃষ্টিকর্তা ভালোবেসে চমৎকার একটি কবিতা লিখেছেন।
    শুভ কামনা।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *