গল্প লেখকঃ
Taniya Akhter
(এপ্রিলঃ ২০১৮)
…………
এক জ্ঞানী ব্যক্তির কাছে একজন ছেলে আসল।
ছাত্র: সকলে বলে আপনি নাকি খুব জ্ঞানী। তাই একটি প্রশ্ন নিয়ে আসলাম।
জ্ঞানী : আল্লাহ্র রহমতে সবাই আমাকে জ্ঞানী বলে। তা তোমার প্রশ্নটা কি?
ছাত্র : আসলে কাল আমার বার্ষিক পরীক্ষার ফলাফল দিবে। আমি খুব চিন্তিত। বরাবরি আমার রোল তিন হয়। কখনো এর আগে বা পরে হয় না। আমি চাই এবার আমার রোল এক হোক। আজ আমি আমার এক বন্ধুকে ফোন দিলাম। ও নাকি রোল এক হোক এটা চায়। তাই আল্লাহর কাছে দোয়া করছে ও যাতে এক রোল হয়।
এরকম অনেক বন্ধুকেই জিজ্ঞাসা করলাম ওরা সবাইই এক হতে চায়। এখানে আমার প্রশ্ন হল ক্লাসের সবাই যদি এক হতে চায়
আর সবাই আল্লাহ কাছে দোয়া করে, তাহলে আল্লাহ কার দোয়া কবুল করবেন। কারন এক রোল তো একজনই হতে পারবে।
জ্ঞানী: খুব সুন্দর প্রশ্ন করেছ। এর উত্তরও খুব সুন্দর। মনে কর তোমরা চার ভাই। কিন্তু তোমার মা বাজার থেকে একটাই আইস্ক্রিম এনেছে। তোমার ভাইদের মধ্যে তিন ভাই সারাদিন শুয়ে বসে থাকে। পড়ালেখা তো করেই না। আর তুমি সারাদিন অনেক পরিশ্রম কর। সময়মত পড়ালেখা কর এবং মা-বাবার কথা শোন। তাহলে তোমার মা সেই আইস্ক্রীম টি কাকে দেবেন?
ছাত্র: অবশ্যই আমাকে দিবে।
জ্ঞানী: কেন বলতো?
ছাত্র : কারন সবার চেয়ে আমি বেশি পরিশ্রমী। এবং আমি মা-বাবার কথা শুনি তাই আইস্ক্রিমটা তো আমারই প্রাপ্য।
জ্ঞানী: ঠিক তাই। তোমার প্রশ্নের উত্তর টাও এক। তোমাদের ক্লাসের সবাই আল্লাহর কাছে একই জিনিস চাইতে পারে। কিন্তু সবার অধ্যবসায় কিন্তু এক না। তাই যার অধ্যবসায় বেশি সেই হবে রোল এক।
একটি বিষয় খেয়াল রাখবে আল্লাহ সাধারণত সুনির্দিষ্ট নিয়মে দুনিয়া চালান। উপরের কথাগুলো একটা নিয়ম। তবে আল্লাহ কোন নিয়মের অধিন নন। সকল নিয়ম তাঁর অধিন। তিনি চাইলে সাধারণ নিয়মের বাইরে গিয়েও যা খুশি করতে পারেন কারণ তিনি আল্লাহ, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী।
ছাত্র: ধন্যবাদ গুরু, আপনি মহাজ্ঞানী। এখন থেকে আমি অনেক চেষ্টা করব। মা-বাবার কথা শুনব। আল্লাহর উপর ভরসা করব।
জ্ঞানী : অবশ্যই, তোমার চেষ্টা যদি হয় সেরা তাহলে তুমিই হবে রোল-১।
০ Comments