বসন্তের অপেক্ষা ও একটি দীর্ঘশ্বাস
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,153 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

কবি – নীরা মাজহার
.
ঐ শোনো,
অশুভ পাখিটি ডাকছে, কুউউউউ….
বিহঙ্গ এসে বলল, সে নাকি কালো বার্তা নিয়ে এসেছে!
সেটা আবার কী?
আমি হাজারো অপ্রাপ্তির মাঝে সামান্য
প্রাপ্তিকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, আর
তাই আমার তাকে হারানোর অজানা ভয়।
.
এই অস্তিত্বহীন ভয়ই তো আমাকে শিকল দিয়ে
বেঁধে রেখেছে,মনকে তুষার বরফ দিয়ে ঢেকে দিয়েছে
আর; তির তির করে জন্ম দিচ্ছে-
অবিশ্বাস,সংকোচ, হীনমন্যতা ভিত্তিহীন ;
ভিত্তিহীন কুসংগের কুচিন্তার কূটচাল
আমি বুঝিনি।
.
কিন্তু এসবই যে আবার ভেঙ্গে চুরমার
করে দিচ্ছে সেই সামান্য প্রাপ্তিকে,
সযতনে বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে তোলা সম্পর্কগুলোকে;
কুৎসিত কালিমায় ঢেকে দিচ্ছে যার হাত ধরেই প্রাপ্ত সেই প্রাপ্তি।
.
হঠাৎ যেন কালবৈশাখীর ঝড়-
উত্তাল ক্ষণকাল,
নিমিষেই সব শেষ, যেন ‘৭০- এর সাইক্লোন!
শেষে দেখি, আমার হৃদয়ের আকাশে জ্বলা তারা নিভে গেছে,
আমার মনের বাগানে ওড়া প্রজাপতির ডানা ভেঙ্গে গেছে,
বউ-কথা- কও পাখিটিও নিশ্চুপ হয়ে গেছে।
শুধু জ্বলছে ধিকিধিকি আগুন ; তীব্র ঘৃণা ভাগ্যের প্রতি!
কেন আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না?
কেন আমি রিক্তহস্তিনী হয়ে সবাইকে সুখী মনে করি?
.
বহুদিন হল-
এখন আমার চোখের জল শুকিয়ে গেছে।
হৃদয়ে জ্বলা ঘৃণার তপ্ত আগুনও নিভে গেছে।
হায়! আমি অন্ধ ছিলাম।
এখন বুঝি-
কেন নিজেকে ছেড়ে,
নিজের প্রথম আস্থা আর ভালবাসা ছেড়ে
অন্যকে ভালবাসতে গিয়েছিলাম?
তাইতো একূল- সেকূল; দু’কূলই হারিয়ে
গভীর তটিনীতে হাবুডুবু খেতে হলো।
আর কি ফিরে পাবো তারে?
আমি বসে আছি তার বসন্তের অপেক্ষায়…।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. khushina khatun

    বিষন্ন কবি হৃদয়ে সমব্যথী,একটি দীর্ঘশ্বাস ফেলতেই হয়।

    Reply
  2. Naeemul Islam Gulzar

    “তাইতো একূল- সেকূল; দু’কূলই হারিয়ে
    গভীর তটিনীতে হাবুডুবু খেতে হলো।
    আর কি ফিরে পাবো তারে?
    আমি বসে আছি তার বসন্তের অপেক্ষায়…।”-অসাধারণ পঙক্তি
    শুভকামনা

    Reply
  3. Sha MD Sadik

    কার কথাতে কাদো
    একটি বার বলবে আমায় তুমি কাকে ভালোবাসো
    এখনো কি তোমার হৃদয়ে আমায় পোশো
    একটি বার বলো তুমি আমায় ভালোবাসো

    হৃদয়ের সেই আাংগিনায় তুমি আজও রয়েছো দাড়িয়ে
    তোমার কথা ভাবলে পরে আজো যাই  হারিয়ে
    এখনো রোজ রাতে তুমি স্বপ্নে আসো
    এখনো কি তুমি আমায় ভালোবাসি
    একবার বলো তুমি কর কথাতো হাসো
    কর কথাতে কাদো

    স্বপ্নে তুমি কাকে নিযে ভাসো
    এখবো কি রোজ রাতে আমি তোমার স্বপ্নে আাসি
    এখনো কি তুমি জানো আমি তোমায় ভালোবাসি
    এখনো কি মনে করো সেই জেসনা ভরা রাত
    ভুলেকি তুমি গিয়েছো সেই আভিমান আর রাগ
    যানতে কখনো চাওনি আমি কাকে ভালোবাসি
    তবুও আমি তোমায় ভালোবাসি।।। 

    কার কথাতে হাসো তুমি
    কার কথাতে কাদো
    একটি বার বলবে আমায় তুমি কাকে ভালোবাসো
    এখনো কি তোমার হৃদয়ে আমায় পোশো
    একটি বার বলো তুমি আমায় ভালোবাসো

    কার কথাতে হাসো তুমি
    কার কথাতে কাদো
    একটি বার বলবে আমায় তুমি কাকে ভালোবাসো
    এখনো কি তোমার হৃদয়ে আমায় পোশো
    একটি বার বলো তুমি আমায় ভালোবাসো

    হৃদয়ের সেই আাংগিনায় তুমি আজও রয়েছো দাড়িয়ে
    তোমার কথা ভাবলে পরে আজো যাই  হারিয়ে
    এখনো রোজ রাতে তুমি স্বপ্নে আসো
    এখনো কি তুমি আমায় ভালোবাসি
    একবার বলো তুমি কর কথাতো হাসো
    কর কথাতে কাদো

    স্বপ্নে তুমি কাকে নিযে ভাসো
    এখবো কি রোজ রাতে আমি তোমার স্বপ্নে আাসি
    এখনো কি তুমি জানো আমি তোমায় ভালোবাসি
    এখনো কি মনে করো সেই জেসনা ভরা রাত
    ভুলেকি তুমি গিয়েছো সেই আভিমান আর রাগ
    যানতে কখনো চাওনি আমি কাকে ভালোবাসি
    তবুও আমি তোমায় ভালোবাসি।।। 

    কার কথাতে হাসো তুমি
    কার কথাতে কাদো
    একটি বার বলবে আমায় তুমি কাকে ভালোবাসো
    এখনো কি তোমার হৃদয়ে আমায় পোশো
    একটি বার বলো

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *