বন্ধুত্বের প্রতিজ্ঞা
প্রকাশিত: ফেব্রুয়ারী ৮, ২০১৮
bondhutter protigga
লেখকঃ vickycherry05

 2,665 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

গল্প লেখকঃ
Anushka Saha
(ফেব্রুয়ারী’১৮)
…………

বেশকিছুদিন ধরে চোখ বন্ধ করলেই কেমন যেন অস্থির লাগে। মনে হয়, নিজের দোষেই বোধহয় অনেক দামী কিছু হারিয়ে গেছে। সারাক্ষণ কেমন যেন চাপা একটা কষ্ট অনুভূত হয় রুদ্রের।

মাসখানের আগের কথা। রাত ১১টার দিকে প্রায় অর্ধশতাধিক যাত্রীসহ ঢাকাগামী একটা বাস সাংঘাতিক দূর্ঘটনার মুখোমুখি হয়। কাছেরই একটা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে। নামেই সরকারি। না আছে ভালো চিকিৎসা ব্যবস্থা না আছে পর্যাপ্ত চিকিৎসক। ইতিমধ্যেই বিনা চিকিৎসাই মারা গেছে ২জন। ব্যবস্থাপক আর পরিচালকবৃন্দ কেবল উন্নয়নের নামে টাকা খেয়ে গেছে। উন্নয়নের ‘উ’টাও হয়নি।

সকল যাত্রীদের মধ্যে যে ৩জন মুমূর্ষু অবস্থায় ছিলো তাদের ২জন মারা গেছে, বাকিজন হলো রুদ্র। যায় যায় অবস্থায় কোনোমতে ঢাকা আনা হয়। পাজরের কবচ ভেদ করে পাজরেরই হাড় হৃদপিন্ডে ঢুকে গেছে। পুনঃস্থাপনেও যথেষ্ঠ ঝুঁকি। হাসপাতালের মজুদে কোনো হৃদপিন্ড ছিলো না। হাল ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই কারন, অন্য কোথা থেকে আনিয়ে নেওয়ার মতো সময় হাতে নেই।

দীর্ঘ ১সপ্তাহ পর রুদ্র একটু সুস্থ হলে তাকে কেবিনে দেওয়া হলো। বেশ হাসি হাসি মুখে একটা নার্স এসে ঢুকলো। প্রাণোচ্ছল নার্স ঢুকেই বকবক শুরু করলো,” আপনি অনেক ভাগ্যবান। একদম মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। সবাই ধরেই নিয়েছিলো আপনি আর বাঁচবেন না। হৃদপিন্ড পাওয়া যাচ্ছিলো না তো। হঠাৎ একজন এসে বললো তাদের কে একজন মারা যাওয়ার আগে তার হৃদপিন্ড আপনাকে ডোনেট করে গেছে। কি অদ্ভুত! উনি কি করে জানলেন বলুন তো!”

রুদ্র আচ্ছনের মতো কথাগুলো শুনছিলো। বেশ কৌতুহল নিয়েই বলল,” আচ্ছা, কে ডোনেট করেছে তার নামটা জানেন বা কাগজগুলো একটু দেখতে পারি?”

বোকার মতো বসে আছে রুদ্র কাগজগুলো হাতে নিয়ে। কষ্ট হচ্ছে খুব তবে শারীরিক না। মনটা আনচান করছে। মুচড়ে উঠছে ভেতরটা। কানে খালি বাজছে,”নিজের কলিজাও যদি দিতে হয় দেবো, তবুও তোর কোনে ক্ষতি হতে দেবো না। এই তোকে ছুঁয়ে কথা দিলাম”।

রুদ্র আর অন্বেষা। গলায় গলায় ভাব না হলেও ২বছরের বন্ধুত্বকে বেশ মানতো ওরা। কলেজ শেষ হলো, বিশ্ববিদ্যালয়ে পা রাখলো। তখনো অন্বেষা রুদ্র ছাড়া আর কারো সাথেই তেমন মিশতো না। নতুন বন্ধু হলো আর রুদ্রের জীবনে অন্বেষার জায়গাটাও বদলে গেলো।

বন্ধুকে ফিরে পাওয়ার মিনতি একসময় রুদ্রের কাছে অতিরিক্ত পাগলামি মনে হতে থাকে। একদিন বলেছিলো অন্বেষাকে,”তোর মানসিকতাও ছোট, মনও নোংরা। কখনো আমার সামনে আসবি না”। সত্যি ও আর সামনে যায়ইনি। সেদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মেয়েটা।

শেষ কথাটা আজো কানে বাজে,” জীবন থেকে সড়িয়ে দিলেও মন থেকে সড়াতে পারবি না। কথা দিয়েছি পাশে থাকার। মরার পরও থাকবো দেখিস”।

ঐ নোংরা মনটাই জীবনীশক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছে রুদ্রকে। যখন কাছে ছিলো দাম দেয় নি। দামী জিনিসটা হেলায় হারালো। বন্ধু কে।

অন্বেষার মৃত্যুর ৩মাস পূরণ হলো। তবে আজো কেউ জানে না মৃত্যুর এতোদিন পরও অন্বেষা কিভাবে আর কেন নিজের হৃদপিন্ড রুদ্রকে দিয়ে গেছে। যাকে দুর ছাই করেছিলো তাহলে কি সে ই বন্ধুত্বের প্রতিজ্ঞা পূরণ করে গেলো? কে জানে!
® দুষ্টু™

সম্পর্কিত পোস্ট

মা

মা

ইশু মণি বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে তাসবিহ্ ঘরের দরজা জানালা সব বন্ধ করে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে।টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ায় অনবরত শব্দ হচ্ছে, বাসার সাথে লাগানো পেয়ারা গাছটার বিশাল বড় ডালপালা গুলো চালের উপর চলে এসেছে বারবার সেগুলো বারি খাচ্ছে যার কারণে শব্দ...

শখের পাখি

শখের পাখি

লেখিকা-উম্মে কুলসুম সুবর্ণা এই তো সেদিন মেলা থেকে বাসার ছোট্ট ছেলেটা আমাকে কিনে এনেছিলো। তখন তো ছানা পাখি ছিলাম এখন বুড়ো হয়েছি। বাসায় মোট ছয়জন থাকে। আগে ভাবতাম দুই রুমের ক্ষুদ্র ফ্ল্যাট এ এত গুলো মানুষ কিভাবে থাকতে পারে। পরে বুঝলাম এই সব কিছু ছেলের বউয়ের চমৎকার। অনেক...

নীল কমলিনী

নীল কমলিনী

অনুগল্প: নীল কমলিনী লেখা: অনুষ্কা সাহা ঋতু . চন্দনের শেষ ফোঁটাটা দিয়েই মা ঝরঝর করে কেঁদে ফেললেন। ছোট বেলায় এমন কত সাজিয়েছেন আমাকে। তখন মুচকি মুচকি হাসতেন, আর আজ কাঁদছেন। মা টাও ভারি অদ্ভুত। আচ্ছা, তবে কি দুটো সাজের অর্থ ভিন্ন! কি জানি? . হঠাৎ শঙ্খ আর উলুধ্বনি ভেসে...

২ Comments

  1. Rimon

    লেখনীতে প্রাঞ্জলতা আছে। চমৎকার ছিলো উপস্থাপনা।শুভ কামনা নিরন্তর প্রিয় লেখিকা।।

    Reply
  2. নীলক অহ্

    বন্ধুত্বের প্রতিজ্ঞা ছড়িকে যাক প্রতিটি বন্ধুত্বে। প্রযুক্তি আর বিজ্ঞানের যুগে বন্ধুত্বের পরিধি ব্যাপক এবং ব্যাপক হলেও প্রকৃত বন্ধুও কম নয়। আশা্ করি বন্ধু বেঁচে থাকবে বন্ধুর জীবনে।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *