বিয়ের বাজারে একদিন
প্রকাশিত: জানুয়ারী ১৪, ২০১৮
লেখকঃ vickycherry05

 1,744 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

ঘটক বনাম পাত্রঃ
ঘটকঃ ছোট ফ্যামিলি নাকি বড় ফ্যামিলি!
পাত্রঃ ছোট ফ্যামিলি।
ঘটকঃ পাত্রীর একটা অতীত ছিল, চলবে!
পাত্রঃ কি যে বলেন না, এমন পাত্রী কেউ বিয়ে করে,,,!
ঘটকঃ চুল কেমন হওয়া চাই!
পাত্রঃ রেশমী ঘন কালো।
ঘটকঃ খাটো, মিডিয়াম নাকি লম্বা!
পাত্রঃ লম্বা হলে ভাল হয়।
ঘটকঃ কালো, শ্যামলা নাকি ফর্সা?
পাত্রঃ ফর্সাতো সবাই চায়।
ঘটকঃ পড়ালেখা?
পাত্রঃ অনার্স কমপ্লিটতো লাগবেই।
ঘটকঃ বয়স?
পাত্রঃ কম হলে ভাল।
ঘটকঃ মিশুক নাকি আত্বকেন্দ্রিক?
পাত্রঃ মিশুক তবে সবার সাথে মিশতে পারবে না!
ঘটকঃ সাধারণ নাকি আধুনিকতায় স্মার্ট চলাফেরা!
পাত্রঃ প্রশ্নই আসে না, স্মার্ট হতে হবে।
ঘটকঃ ধার্মিকতায়?
পাত্রঃ অবশ্যই নামাজী হতে হবে।
ঘটকঃ স্টুডেন্ট নাকি চাকুরীজীবি?
পাত্রঃ চাকুরীজীবি।
ঘটকঃ গঠন- গাঠন?
পাত্রঃ চেহেরায় আলাদা একটা আকর্ষণ থাকতে হবে।
ঘটকঃ বাচনভঙ্গী?
পাত্রঃ তার কথায় যেন আমার মন গলে।
ঘটকঃ বাবাজী, এবার তোমার ব্যাপারে একটু বলবা,,,? দেখছিতো
তোমার মাথায় টাক, হাইটটাওতো দরজার মাথায় গুতো খাবা, বয়সটাওতো চল্লিশ ধরবার লাগছে। । শুনছি ছ্যাকা খাইয়া বাঁকা হইয়া আমার পান্জাবীর লগে গিট্টু দিছো বিয়ে করনের লাইগা। তয় তোমার লাইগা এমন
হুর-পরী কই পাবো? আমি মাফ চাই বাজান। মনে কয় পরজনমেও আমি
তোমার জন্য পাত্রী পাবো না।
হা হা হা,,, বুজুন ঠ্যালা। আমাদের মন-মানসিকতা।
পাত্রীর সব থাকতে হবে। অনার্স-কমপ্লিট অথচ বয়স কম। মিশুক অথচ সবার সাথে মিশতে পারবে না। স্মার্ট-আধুনিক অথচ নামাজী পর্দাশীল।
ধার্মিকতায় পাকা অথচ চাকুরীজীবি। নিজের একটা অতীত আছে অথচ পাত্রীর অতীত থাকলে চলবে না।।।
হায়রে মানুষজাত!!! নিজের বেলায় ষোলআনা অন্যের বেলায় পাঁচ সিকেও না। আমার সব চাই পাশের জনের ভাঙগাকুলোর ছাই।

সম্পর্কিত পোস্ট

শয়তানকে পরাজিত করুন –

শয়তানকে পরাজিত করুন –

কোন এক দাওয়াতে এক ভাবী গল্প করছিলেন যে, এক মহিলা যখন তার Husband রাগ হয় তখন তিনি আয়াতুল কুরসি পড়েন আর তার স্বামী বিড়াল হয়ে যান । তখন আর এক ভাবী বললেন," ভাবী - আয়াতুল কুরসি পড়লে উনার স্বামী বিড়াল হন না বরং ঐ মহিলার সাথের শয়তানটা পালিয়ে যায়” । ভাবীদের এই...

একজন মানুষের গল্প

একজন মানুষের গল্প

দুই টাকার আইসক্রিম, বই সামনে নিয়ে চিৎকার করে পড়া, কলম দিয়ে এক অক্ষর বারবার লিখে হাত ব্যাথা সহ্য করতে করতেই ছোটবেলা কাটিয়ে দেওয়া। একটু বড় হওয়ার পর ছন্নছাড়া হয়ে যাওয়া। ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া কোনো এক বট তলা। যেখানে বসে আড্ডা দিত কয়েকজন স্কুল পালানো...

অস্ফুট কান্না

অস্ফুট কান্না

লেখা: মোহসিনা বেগম , প্রচণ্ড শীত পড়েছে আজ। চারদিক কুয়াশা যেন চাদর বিছিয়ে রেখেছে। সকাল এগারোটা বেজে গেছে এখনও সূর্যের দেখা নেই। ছুটিতে কয়েকটা দিন গ্রামে থেকে আনন্দ করব কিন্তু প্রচণ্ড শীতে জমে যাচ্ছি। লেপের নীচ থেকে বের হতেই ইচ্ছে করছে না। ওদিকে মা কতক্ষণ ধরে ডেকেই...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *