বিষাদিত মন
প্রকাশিত: জানুয়ারী ৮, ২০১৯
লেখকঃ augustmault0163

 1,665 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা : মেহেরুন ইসলাম

আঁধারের ঘনঘটা সুখের ধরায়,
বিষাদের কালোছায়া এ মনোহরায়।
হৃদয়ের আঙিনায় ধু-ধু বালুচর,
বেদনার আর্তনাদে সুখ হলো পর।
অনলের দাবদাহে পুড়ে যায় মন,
স্মৃতির সাগরে ভাসি আমি প্রতিক্ষণ।
আকাশের তারাগুলো মিটিমিটি জ্বলে,
তোমায় বিহনে মাগো,জীবন কী চলে?
প্রভাতের আলোরেখা লুকোচুরি করে,
আঁধারের কালিমায় চক্ষু দুটি ভরে।
শ্রাবণের বারিধারা মুছে ফেলে দিই,
ক্ষণিকের ছায়া তুমি কাছে টেনে নিই।
হৃদয়ের সত্ত্বাজুড়ে তোমাকেই খুঁজি,
সুখের ত্রিদশালয় তোমাকেই বুঝি।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. সুস্মিতা শশী

    সত্ত্বা বানানটা মনে হয় সত্তা হবে। আমার কনফিউশন আছে তাই বললাম। অনেক সুন্দর কবিতা। লেখকের জন্য শুভ কামনা।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    নিঃসন্দেহে অসাধারণ লিখেছেন। মাকে ছাড়া এ পৃথিবীতে বড় অসহায় মনে হয়। জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মায়ের স্নেহ মমতা। যে জন্মের পরেও এ স্নেহ থেকে বঞ্চিত হয় তার থেকে অভাগা আর কেউ নেই। আর যার মাতা আকাশের তারা হয়ে সন্তানের থেকে বিদায় নেয়, এ কষ্টের কোনো ভাষা হয় না।
    অনেক সুন্দর লিখেছেন আপনি। লেখাটি পড়তেই মন বেদনাসিক্ত হয়ে গেল।
    দুটো- দু’টো।
    অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি।

    Reply
  3. Halima tus sadia

    দারুণ লিখেছেন।
    মনোমুগ্ধকর লেখা।

    বেদনার আর্তনাদে সুখ হলো পর।
    হ্নদয়ের সত্ত্বা জুড়ে তোমাকেই খুঁজি।

    লাইনটি ভালো ছিলো।

    শুভ কামনা রইলো।

    Reply
  4. Md Rahim Miah

    তোমার বিহনে মাগো, জীবন কী চলে? -তোমার বিহনে মাগো জীবন কী চলে? (মাঝখানে কমা হবে না)
    বাহ্ অসাধারণ লিখেছেন, কবিতার মাঝে অন্ত্যমিল ঠিক রেখেছেন দেখছি আর ছন্দও মিল আছে অনেকটা। মাকে নিয়ে খুব অসাধারণ কবিতা লিখেছেন, পড়ে অনেক অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা রইল।

    Reply

Leave a Reply to Halima tus sadia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *