লেখা : মেহেরুন ইসলাম
আঁধারের ঘনঘটা সুখের ধরায়,
বিষাদের কালোছায়া এ মনোহরায়।
হৃদয়ের আঙিনায় ধু-ধু বালুচর,
বেদনার আর্তনাদে সুখ হলো পর।
অনলের দাবদাহে পুড়ে যায় মন,
স্মৃতির সাগরে ভাসি আমি প্রতিক্ষণ।
আকাশের তারাগুলো মিটিমিটি জ্বলে,
তোমায় বিহনে মাগো,জীবন কী চলে?
প্রভাতের আলোরেখা লুকোচুরি করে,
আঁধারের কালিমায় চক্ষু দুটি ভরে।
শ্রাবণের বারিধারা মুছে ফেলে দিই,
ক্ষণিকের ছায়া তুমি কাছে টেনে নিই।
হৃদয়ের সত্ত্বাজুড়ে তোমাকেই খুঁজি,
সুখের ত্রিদশালয় তোমাকেই বুঝি।
সত্ত্বা বানানটা মনে হয় সত্তা হবে। আমার কনফিউশন আছে তাই বললাম। অনেক সুন্দর কবিতা। লেখকের জন্য শুভ কামনা।
নিঃসন্দেহে অসাধারণ লিখেছেন। মাকে ছাড়া এ পৃথিবীতে বড় অসহায় মনে হয়। জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মায়ের স্নেহ মমতা। যে জন্মের পরেও এ স্নেহ থেকে বঞ্চিত হয় তার থেকে অভাগা আর কেউ নেই। আর যার মাতা আকাশের তারা হয়ে সন্তানের থেকে বিদায় নেয়, এ কষ্টের কোনো ভাষা হয় না।
অনেক সুন্দর লিখেছেন আপনি। লেখাটি পড়তেই মন বেদনাসিক্ত হয়ে গেল।
দুটো- দু’টো।
অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি।
দারুণ লিখেছেন।
মনোমুগ্ধকর লেখা।
বেদনার আর্তনাদে সুখ হলো পর।
হ্নদয়ের সত্ত্বা জুড়ে তোমাকেই খুঁজি।
লাইনটি ভালো ছিলো।
শুভ কামনা রইলো।
তোমার বিহনে মাগো, জীবন কী চলে? -তোমার বিহনে মাগো জীবন কী চলে? (মাঝখানে কমা হবে না)
বাহ্ অসাধারণ লিখেছেন, কবিতার মাঝে অন্ত্যমিল ঠিক রেখেছেন দেখছি আর ছন্দও মিল আছে অনেকটা। মাকে নিয়ে খুব অসাধারণ কবিতা লিখেছেন, পড়ে অনেক অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা রইল।