বিদ্রোহী
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,388 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

কবির নাম: নিশ্চুপ

আমি কোন কবি হয়তো নই
আমি ভবঘুরে কিশোর এক,
ভাবনাহীন ভবঘুরে পথের পথিক
আমি বিদ্রোহ বীর ।
সর্বদা চঞ্চল আপাদমস্তক
দেশ সমাজ উন্নয়নে উদারহৃদয় ।
সমাজ নিয়ে আমি অভিযোগ করি না ।
সমাজের কাঠামোর আবদ্ধ চক্রে বিদ্রোহী ।
বিদ্রোহ মিশে আছে আমার রক্তে
বিদ্রোহ করব সমাজের সেই কাঠামোর বিরুদ্ধে ,
যে কাঠামোর কারণে আপন ভাই অন্য ভাইয়ের
সুখ দেখতে পারে না ।
সার্থসিদ্ধির জন্য বন্ধু বন্ধুকে শত্রু বানায় ,
আমি আজ বিদ্রোহ করব দুর্নীতির বিরুদ্ধে
বিদ্যা না জানা কৃষকের পক্ষে ,
নির্যাতিত জেলে,ঘাম ঝরানো শ্রমিকের পক্ষে ।
যে শিক্ষা মানুষকে করে তুলে পশুতুল্য
প্রয়োজন নেই সেই শিক্ষার ।
শিক্ষার উদ্দেশ্য নীতি,সৎ কীর্তি শেখানো
কিন্তু সমাজ কাঠামোর আবদ্ধ চক্রে সবাই শিখে দুর্নীতি
প্রয়োজন নেই এই অশিক্ষার ।
তাই আমি আজ,
সমাজ কাঠামোর বিরুদ্ধে
বিদ্রোহে নামব কবি হয়ে
বীর বেশে,ভবঘুরে ছদ্মবেশে
আমার স্বদেশে !

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৮ Comments

  1. বুনোহাঁস

    বিদ্রোহ বিদ্রোহ ভাব। ভালো লেগেছে, এগিয়ে যান।।
    শুভ কামনা রইলো।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    বিদ্রোহের ঝংকার ফুটে উঠেছে কবিতায়। আসলেই আমাদের দেশে কিছু সমাজ ব্যবস্থার জন্য প্রতারিত হচ্ছে অনেক মানুষ। দরিদ্র শ্রেণীর লোকেরা পাচ্ছে না তাদের প্রাপ্য অধিকার। শোষিত হচ্ছে অনেক মানুষ। শিক্ষিত মানুষগুলো চাকরি পাচ্ছে না, পাচ্ছে কিছু ক্ষমতাবান বা টাকার জোরে চলা মানুষ। এর প্রতিবাদ করতে হবে আমাদেরই। অনেক সুন্দর লিখেছেন।
    বানানে কোনো ভুল পাই নি তবে কমা এর পরের শব্দের মাঝে স্পেস দিবেন।
    শুভ কামনা।

    Reply
  3. সাহিত্য পাঠক

    ভালো কবিতা ।অনেক ভালো লাগল ।শুভ কামনা রইলো !

    Reply
  4. বইপোকা

    কিছু বলার নাই সর্ম্পূণ সমাজের বাস্তবতা ।বানান ভুল নাই কোন ,কমা ব্যবহার করা দরকার ছিল না অনেক জায়গায় । শুভ কামনা অজানা কবি

    Reply
  5. Rifat

    বিদ্রোহী ভাব খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অনবদ্য একটি কবিতা।
    ভীষণ ভালো লেগেছে।
    শুভ কামনা।

    Reply
  6. khushina khatun

    কবিতার আপাদমস্তক জুড়ে এক বিদ্রোহীস্বত্তা বিরাজমান,যার প্রতি আশা রাখা যায় একটি প্রকৃত সমাজ, প্রকৃত উন্নয়নের।

    হে বিদ্রোহী!
    তোমার বিদ্রোহ সফল হউক।

    Reply
  7. Naeemul Islam Gulzar

    নিশ্চুপ কবি কিভাবে এতো কথা বলে ফেললেন!????
    অনেক জ্বালাময়ী কবিতা।ভালো লাগলো।
    শুভকামনা নিরন্তর

    Reply
  8. Arafat

    সত্যিই অসাধারন একটি কবিতা। টপ ফাইভের একটি অনন্য কবিতা বলে আমি মনেকরি….। লেখকের প্রতি অনেক অনেক শুভকামনা রইল……

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *