ভোরবেলা
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,306 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

কবির নাম:নিশ্চুপ (হাফসা)
কবিতা :ভোরবেলা

হেমন্তের ভোরবেলা ফজরের আজান হচ্ছে
অতিশান্ত আঁধার ক্লান্ত পরিবেশ !
শয়নীয় ঘুম ত্যাগে আজান শুনছি
মুয়াজ্জিন নামাযে নিমন্ত্রণ জানাচ্ছেন
পাপাচারী হয়তো বাধা দিবে ।

শয়নীয় ছেড়ে নেমে পড়ি
উদ্দেশ্য নামায !
ওযূ সলিল হিম
শীতের কিছুটা আমেজ
ফজর নামায পড়লে মনটা প্রফুল্ল থাকে
দূর হয় সারাদিনের পেরেশানি ।

নতুন দিনে পাপাচারীর সাথে
ইমাম যুদ্ধে প্রথম বিজয় !

শয়নীয় ঘুম ত্যাগে উঠে
পরে যেন ফজর নামায সবে,
আল্লাহ তায়ালার নিকট
পাপাচারী থেকে দূরে থাকার এ ফরিয়াদ রবে!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৯ Comments

  1. সাইয়িদ রফিকুল হক

    ভালো। কিন্তু ছন্দ বুঝতে পারিনি।

    Reply
  2. mahabab alam

    ভালো লাগল ।ফজরের নামাযের সময়ের কথা ।সত্যিই ফজরের নামায আমরা আলসেমিতে পরি না ,শয়তান বাধা দেয় ।বানানে কোনো ভুল নেই ।শয়তান বলতে পাপাচারীক বুঝিয়েছেন ।যা কবিতাকে করেছে আকর্ষণীয় ।

    Reply
  3. Halima tus sadia

    চমৎকার কবিতা। পড়ে ভালো লাগলো।
    মনোমুগ্ধকর লেখা।
    ফজরের আযানকে নিয়ে।
    ফযরের নামাজ বেশির ভাগ সময়ই পড়ি না।ঘুমের মধ্যে থাকি।আমাদের উচিৎ ফযর নামাজ পড়া।
    আযান শোনার সাথে সাথেই নামাজের জন্য তৈরি হওয়া।
    শুভ কামনা রইলো।

    Reply
  4. সুস্মিতা শশী

    কনসেপ্টটা ভাল ছিল। আরেকটু গুছিয়ে লিখলে আরো ভাল হতো।

    Reply
  5. Nafis Intehab Nazmul

    ফজরের নামাজ তো এমনিতেই অনেকে পড়ে না। তার ওপরে আবার হেমন্তের সকালের শীত শীত ভাবে আলসেমিতে জাপ্টে ধরে। আসলেই আমাদের উচিৎ, আলসেমি কাটিয়ে নিয়মিত নামাজ পড়া।

    Reply
  6. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতার ভাবার্থটা ভালো লাগলেও লেখনী তেমন একটা মন ছুঁতে পারেনি। ছন্দেও অমিল রয়েছে। তাছাড়া কিছু শব্দ প্রয়োগের ফলে কবিতায় কিছুটা জটিলতা এসেছে। আগামীতে আশা করি আরো ভালো কিছু আমাদের উপহার দিতে পারবেন। আগামীর জন্য অনেক অনেক শুভ কামনা।

    Reply
  7. Md Rahim Miah

    নামাযে-নামাযের
    ওযূ-ওযু
    পরে-পড়ে (যেহেতু নামাজ পড়বে তাই পড়ে হবে)
    শেষের দিকে কয়েকটা লাইনের ছন্দের অনেক মিল ছিল। তবে প্রথম দিকে আর মাঝখানে তেমন ছন্দের মিল ছিল না। যাইহোক একটা ভালো ভাবনা নিয়ে লেখা নামাজ। কিছুটা ভালো লেগেছে, শুভ কামনা রইল।

    Reply
    • হাফসা আরা

      ওযূ আরবি শব্দ!এই শব্দটা ঠিক আছে !পড়ে শব্দটা ভুল হয়েছে!ধন্যবাদ আপনাকে !!!

      Reply
  8. Tanjina Tania

    ফজরের আজান নিয়ে লিখেছেন বলেই বেশি ভালো লাগলো।
    শুভকামনা

    Reply

Leave a Reply to Halima tus sadia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *