ভালোবাসা আস্তাকুঁড়ে
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,211 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

—-সৈয়দ ইমাম

ভালবাসা আস্তাকুঁড়ে।

এক চিলতে ধুসর কিনেছিলাম
তোমায় ভালোবেসে
কখনো সবুজ হাসেনি কখনো বৃষ্টি ছোঁয়নি তাকে।
পরিত্যক্ত কাগজে যে কটা পংক্তি লেখার যায়গা ছিলো
সেখানেও লিখেছি তোমায়!

তুমি পড়েই এক ছটা বিরক্তিতে ময়লার স্তুপে ছুঁড়ে দিতে।
কাগজের অনুভব গুলো স্পর্শ করোনি কখনো!
বাঁধেনি এ পরিত্যক্ত আবেগ তোমার চিত্তে।

এক পশলা অশ্রুর খোঁজে আমি হেঁটেছি কত মহাকাল
ভেঙেছি আর গড়েছি নিজেরে,কতো ভুল!কতো হেরেছি বারেবার।
অবিচ্ছেদ্য কিছু কষ্টের রঙ কখনোই তুলিতে আঁকেনি
আঁকড়ে রেখেছিনু শুধু কিছু শ্লেষাত্মক শেওলার আস্তরণ
আমার বক্ষের আরশে।
এক ফোঁটা অশ্রু কেউ দিলোনা!কেউ এলোনা হারিয়ে যাবার প্রাতে!

এ ধুসর শুস্ক হৃদয় হোক তবে ক্ষয়
তৃষ্ণা নামুক প্রাণে
খোলস গুলো থাকুক ভালো আঁধার কালো
মন ভাঙানোর ছলে।

তুমি রোজ এক মুঠো রোদ ছুঁয়ে বলতে
দেখো কতো আলো!
এ বুকে সূর্য পুষি তুমি টেরই পেলেনা!
তুমি রোজ স্রষ্টার শ্রেষ্ঠ সুখের অপেক্ষা করতে
আমিতো সমুখেই ছিলাম!বুঝতেই পারলেনা?

চিরকাল এহেন নিরুদ্দেশ ভালোবাসার হাহুতাশ
মহাকাল দেবে স্বাক্ষী
অভিনব জীবনের ব্যবচ্ছেদ হবে
এ মোহের শেষ জানে বিধাত্রী।

কত স্মৃতি ভস্ম হবে কত স্মৃতি নষ্ট
ভালবাসা আস্তাকুঁড়ে মাটি চাপা কষ্ট।।

———

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. Naeemul Islam Gulzar

    “কত স্মৃতি ভস্ম হবে কত স্মৃতি নষ্ট
    ভালোবাসা আস্তাকুঁড়ে মাটি চাপা কষ্ট।” অসাধারণ লেগেছে।
    শুভকামনা নিরন্তর

    Reply
  2. Halima tus sadia

    “ভালোবাসা আস্তাকুড়ে মাটি চাপা কষ্ট”
    এ লাইনটা ভালো লেগেছে।
    চমৎকার লিখা।শব্দ চয়নও ভালো।
    শুভ কামনা রইলো।

    Reply
  3. Md Rahim Miah

    যায়গা-জায়গা
    কতো-কত
    আমিতো -আমি তো (তো শুধু হয়তো, নয়তো শব্দের সাথে ব্যবহার হয় আর তো দিলে আলেদা দিতে হয়)
    পারলেনা-পারলে না (না সব সময় আলেদা বসে)
    কবিতা পড়ে ভালোই লেগেছে। কেউকে ভালোবেসে অনেক কথা, কিন্তু সে বুঝে না। ভুলগুলো দেখে নিবেন শুভ কামনা রইল।

    Reply
  4. সুস্মিতা শশী

    কটা – ক’টা
    কখনো – কখনও
    দিলোনা – দিলো না
    এলোনা – এলো না
    পেলেনা – পেলে না
    না সবসময় আলাদা বসে

    অসাধারণ একটি কবিতা পড়লাম।

    Reply
  5. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতা প্রসঙ্গে কিছু কথা :
    কবিতায় চিহ্ন ব্যবহারে বেশ সমস্যা রয়েছে বলে মনে হলো। তাছাড়াও যে ভুলগুলো রয়েছে তা একটু তুলে ধরার চেষ্টা করলাম।
    যায়গা- জায়গা
    না সবসময় আলাদা বসে। যেমন –
    দিলোনা- দিলো না
    পেলেনা- পেলে না
    এলোনা – এলো না
    পারলেনা – পারলে না
    অন্যান্য ভুলগুলো :
    শুস্ক – শুষ্ক
    খোলস গুলো – খোলসগুলো (গুলো শব্দের সাথে যুক্ত হয়ে বসে)
    আমিতো – আমি তো

    আচ্ছা বিধাত্রী বলতে কী বোঝায়? বিধাতার কি স্ত্রী লিঙ্গ হয়? সত্যি এটা আমার জানা নেই।
    ভালো লেখার চেষ্টা করেছেন। চেষ্টাটা চালিয়ে যান আগামীতে আশা করি আরো ভালো হবে। অনেক অনেক শুভ কামনা।

    Reply
  6. Tanjina Tania

    আমি তো, এখানে স্পেস হবে। জায়গা বানান জ দিয়ে হবে। আমার কাছে কবিতাটা দারুণ লেগেছে। বুদ্ধিদীপ্ত মগজের প্রতিফলন।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *