ভাবুক হৃদয়ের অব্যক্ত কথা
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,055 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

ভাবুক হৃদয়ের অব্যক্ত কথা
মোঃ তুহিন আহমেদ

নিস্তব্ধ নিঝুম রাতে
চোখের কোণে জল ,
কার জন্য কাদিস্ রে তুই
একটু আমায় বল ।

যার জন্যে তোর চোখে পানি
হাতে ঝরালি তাজা রক্ত ,
সে কি তোকে বাসতো ভালো
একটু আমায় বলতো ।

যার কথা ভেবে তুই
প্রতি রাতে যাস্ ঘুমাতে ,
সে কি তোর ভালোবাসার ডাকে
সায় দিয়েছিল তাতে ?

সেকেন্ড এর পর সেকেন্ড ঘন্টার পর ঘন্টা –
দিন মাস যাচ্ছে চলে ,
আহ্নিক গতির পরিক্রমায়
নিয়মমতো সন্ধ্যায় সূর্যটাও যায় ঢলে।

কেন কাদিস্ রে তুই
কার জন্যে পিছুটান ?
কার জন্যে এত মায়া
এত মনের টান ?

কি বলবো রে চোখের জল
তোর এত অভিযোগ ,
আমি ভাই অংকে কাঁচা
পারিনা মিলাতে জীবনের যোগ -বিয়োগ।

ভালোবাসার অদ্ভুত মায়ায়
বাঁধা আমি রয়েছি পড়ে ,
এ মন এখনও বেড়াই খুঁজে
হৃদয় থেকে হারিয়ে ফেলেছি যারে ।

জল রে তুই পারবে বলতে
কখনও কি সে ফিরবে নীড়ে ?
নাকি বুকের শূন্য খাঁচা শূন্যই রবে
যাবে চলে জীবন থেকে বহুদূরে ??

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

২৩ Comments

  1. Niloy

    “আমি ভাই অংকে কাঁচা,পারিনা মিলাতে জীবনের যোগ বিয়োগ”
    হৃদয় ছুঁয়ে গেলো লাইনটা পড়ে। ভাল লাগল অনেক পড়ে। তবে শব্দের জাল আরেকটু গভীর হলে ভাল লাগত।
    শুভ কামনা

    Reply
    • Md Tuhin Ahmed

      আমার লেখা কবিতা আপনার হৃদয়ের গভীরে স্থান পেয়েছে এজন্য আমি আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি । আমি এই কবিতায় একটু সহজ শব্দ ব্যবহার করেছি যাতে সকল পাঠক কবিতার গভীরে পৌছাতে পারে । আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরো ভালো কবিতা আপনাদের উপহার দিতে পারি ।

      Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ধন্যবাদ আপনার মূল্যবান উপদেশ প্রদানের জন্য । এবং আমার কবিতা আপনার হৃদয় স্পর্শ করায় আমার অন্তরের অন্তস্থল থেকে আরো একবার ধন্যবাদ । কবিতাটি সহজ ভাষায় লেখার কারণ , সকল পাঠক যেন ভাবের গভীরে সহজেই ঢুকতে পারে ।

      Reply
    • মোঃ তুহিন আহমেদ

      আমার কবিতা আপনার হৃদয় স্পর্শ করেছে এজন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি । সহজ ভাষায় লেখার প্রধান উদ্দেশ্য হচ্ছে সকল পাঠক যেন কবিতার ভাবের গভীরে সহজেই পৌছাতে পারে । দোয়া করবেন সামনে যেন পাঠকদের ভালো ভালো কবিতা উপহার দিতে পারি ।

      Reply
    • 01736095040

      আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি । আমি অত্যন্ত খুশি হয়েছি আমার কবিতা আপনার হৃদয় স্পর্শ করেছে বলে । কবিতাটি সহজ ভাষায় লেখার প্রধান কারণ হচ্ছে সকল পাঠক যেন কবিতার ভাবের গভীরে সহজেই পৌছাতে পারে । দোয়া করবেন সামনে যেন আরো ভালো কবিতা পাঠকদের উপহার দিতে পারি ।

      Reply
  2. Nafis Intehab Nazmul

    প্রিয়তমার ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যে সোজা ব্যাপার নয়, সেটাই উঠে এসেছে কবিতায়। ছেড়ে যাওয়ার পরেও অপেক্ষা করায় কষ্ট আরো বাড়ছে, সেটাও উঠে এসেছে।
    ভালোবাসার মায়া অদ্ভূ, এটা থেকে বেরিয়েযাওয়া মুশকিল।
    প্রিয়দের স্থান হৃদয়ে, যতদুরেই যাক, ভূলে থাকা অসম্ভব। মনে পড়বেই, যন্ত্রণা বাড়বেই। এটাই বাস্তবতা।
    আধুনিক কবিতায় ছন্দের ব্যবহার কম। তারপরেও ছন্দ আকারে লিখলে ছোট শব্দের ব্যবহার প্রয়োজন। ছন্দ মিলানোর ক্ষেত্রে সুবিধা হয়। আমার রেটিং অনুযায়ী -7 পাবেন।

    Reply
    • Md Tuhin Ahmed

      ধন্যবাদ আপনাকে । এদেশে এখনও অনেক প্রকৃত প্রেমিক আছে যারা মন প্রাণ দিয়েই প্রিয়তম ব্যক্তিকে ভালোবাসে কিন্তু সময় আর পরিস্থিতির কারণে তা বেশির ভাগ ক্ষেত্রে টিকে না । ফলে হৃদয় মাঝে ঐ প্রিয় ব্যক্তির স্থানটা সারা জীবন শূন্যই রয়ে যায় । যা তাকে শুধু যন্ত্রণায় দেয় জীবনভর । আমি শুধু সেই সব প্রকৃত প্রেমিকের মনের অভিব্যক্তি কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । সহজ শব্দ ও ছন্দ ব্যবহার করেছি যাতে সকল পাঠক কবিতার ভাবের গভীরে পৌঁছাতে পারে । দোয়া করবেন আগামিতে আমি যেন পাঠকের জন্য আরো নতুন কবিতা উপহার দিতে পারি ।

      Reply
    • 01736095040

      হৃদয়ের অন্তস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি । সকল পাঠক যেন কবিতার ভাবের গভীরে সহজেই পৌছাতে পারে তাই সহজ ভাবে সকল প্রকৃত প্রেমিকের মনের অভিব্যক্তি কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । দোয়া করবেন যাতে সামনে আরো ভালো কবিতা পাঠকদের উপহার দিতে পারি ।

      Reply
  3. Naeemul Islam Gulzar

    ভালো লেগেছে ভাবুক হৃদয়ের অব্যক্ত কথামালা।
    লেখায় সরলতা বিদ্যমান।যা লেখাকে অসাধারণ করেছে।
    শুভকামনা নিরন্তর

    Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ধন্যবাদ ভাই… দোয়া করবেন যেন সামনে পাঠকদের আরো ভালো কবিতা উপহার দিতে পারি । এবং পাঠকের মনে কবিতার ভাব ফুটিয়ে তুলতে পারি ।

      Reply
  4. Halima tus sadia

    অসাধারণ একটি কবিতা।পড়ে ভালো লাগলো।
    ছন্দেরও মিল রয়েছে।
    ভালোবাসায় এক অদ্ভুত মায়া।এ মায়া কখনো ভুলা যায় না।
    আর প্রিয় জন যদি ভুলে যায়,তাহলে আর কি করা।নিজেকেও কনট্রোল করে নিতে হয়।
    হয়তো স্মৃতিগুলো মনে পড়বে।এটাই স্বাভাবিক।
    শুভ কামনা রইলো।

    Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ধন্যবাদ আপু । কবিতাটি আমার প্রেমের কাহিনী নিয়ে লেখা । আমি আমার বেস্ট ফ্রেন্ড কে ভালোবেসে ছিলাম । দুজন দুজনের আত্বা ছিলাম । তবে ও আমায় কখনও ভালোবাসেনি । ওকে কত বুঝিয়েছি কিন্তু ও ওল্টা আমায় বুঝিয়েছে । এই সমাজ ও অনেক কথা রটিয়েছে আমাদের নিয়ে । তাই বাধ্য হয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট হয় আর আমার ভালোবাসা অসমাপ্ত রয়ে যায় । এখনও ওকে ভালোবাসি এবং ওর জন্য অপেক্ষা করি । আমার মতো অনেক প্রকৃত প্রেমিক আছে এই দেশে যা সমাজ আর পরিস্থিতি এবং কিছু বেইমান ব্যক্তির জন্য তাদের ভালোবাসা পূর্ণতা পায়না । আমি শুধু সেই সব প্রেমিকের পক্ষ হইতে তাদের মনের অভিব্যক্তি আমার কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো ভালো কবিতা পাঠকদের উপহার দিতে পারি ।

      Reply
  5. সুস্মিতা শশী

    ভালো ছিল।

    Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ধন্যবাদ আপনাকে । দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কবিতা পাঠকদের উপহার দিতে পারি

      Reply
  6. শুভ্র

    অসাধারণ লিখেছেন । কবিতার সাথে বাস্তব জীবনের পরিপূর্ণ সমন্বয় ঘটেছে । যা কবিতাটিকে আকর্শনীয় করে তুলেছে । কবিতায় ছন্দের তাল গুলো অনেক ভালো লেগেছে । শুভকামনা রইল আপনার জন্য ।

    Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ধন্যবাদ আপনাকে । দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কবিতা উপহার দিতে পারি পাঠকদের ।

      Reply
  7. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতাটা মোটামুটি ভালো লেগেছে। কিছু কিছু ভুলও রয়েছে। তা নিচে তুলে ধরার চেষ্টা করলাম :
    পারিনা – পারি না (না সবসময় আলাদা বসে।)
    নিয়মমতো – নিয়ম মতো
    জল রে তুই পারবে বলতে – জল রে তুই পারবি বলতে ( যেহেতু তুই করে সম্বোধন করা হয়েছে)
    এ মন এখনও বেড়াই খুঁজে – এ মন এখনো বেড়ায় খুঁজে

    চিহ্ন ব্যবহারেও কিছুটা ভুল আছে বলে মনে হলো।
    যাইহোক চেষ্টা করেছেন ভালো কিছু উপহার দেওয়ার জন্য এটাই অনেক। আগামীতে আশা করি আরো ভালো হবে। শুভ কামনা।

    Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ধন্যবাদ । ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য । পারিনা টাইপে ভুল হয়েছে । পারবে ? এটা আঞ্চলিক ভাষায় তুই বলেই সম্বধন ধরা হয় । যেহেতু আমি নিজে খুঁজি তাই বেড়াই …
      ( ভুল হতেই পারে । পরবর্তিতে সংশোধন করে নেব )

      Reply
    • মোঃ তুহিন আহমেদ

      পারিনা মনে হয় ঠিক আছে । বেড়াই ( নিজে ) পারবে ? এটাও তুই সম্বধন ( আঞ্চলিক শব্দ )
      নিয়ম মতো ….

      Reply
  8. Md Rahim Miah

    বাসতো-বাসত
    বলতো -বল তো (তো হয়তো, নয়তো শব্দের সাথে ব্যবহার হয়)
    নিয়মমতো -নিয়ম মত
    পারিনা-পারি না (না অলেদা বসে সব সময়)
    প্রিয়জন মানুষটার জন্য হাতে রক্ত জড়ানো বোকামি। যে আপনাকে ভালোবাসে না, তাঁর জন্য কেন জীবনটা শেষ করবেন। বরং নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যাতে একদিন সে আপসোস করে। কবিতা মাঝে অনেককিছু ফুটে উঠেছে প্রিয়জন না পাবার কষ্ট নিয়ে। কিছু বানান ভুল ছিল, তবে মোটামোটি ভালোই লেগেছে , শুভ কামনা।

    Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ধন্যবাদ আপনাকে । অনেক সময় টাইপে ভুল হয় । ভুলগুলো পরবর্তিতে সংশোধন করে নিব । পারিনা , বাসতো ,
      নিয়ম মতো …. বলতো এমনই হবে মনে হয় । দোয়া করবেন যেন সামনে আরো ভালো কবিতা পাঠকদের উপহার দিতে পারি

      Reply
  9. Tanjina Tania

    আপনার কবিতার ভাবার্থ সুন্দর। তবে আপনি মনে হয় লেখালেখিতে নতুন। আপনার জন্য দোয়া রইলো। ভবিষ্যতে আরও ভালো লিখুন

    Reply
    • মোঃ তুহিন আহমেদ

      ধন্যবাদ আপনাকে । দোয়া করবেন সামনে যেন আরো ভালো কবিতা পাঠকদের উপহার দিতে পারি

      Reply

Leave a Reply to Md Tuhin Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *