বেদনাসক্ত
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,215 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

বেদনাসক্ত
বাসু দেব নাথ

ইচ্ছে করে, নদীর কূলে,

বালির চরে, হাটু পানিতে।

ঝাপিঁয়ে পড়ি নীল দরিয়ায়,

মানসিকতায় চাপা পড়ে।

ইচ্ছে করে, পর্বতশৃঙ্গ আহরিয়া,

বাতাসের সাথে তাল মিলিয়া।

আকাশের দিকে চাহিয়া,

ক্লান্ত দেহ নিথর করিয়া যায়।

ইচ্ছে করে, ঘরের কোঁনে বসিয়া,

বেদনার রাগ বাজাইয়া।

কলুষিত দেহ খানির মায়া ছাড়িয়া,

পরপারের পথ ধরিয়া হাটিয়া যায়।

ইচ্ছে করে, ইচ্ছে নদে ডুবিয়া,

ইচ্ছে পূরন করিয়া।

শেষ ইচ্ছা লুপিয়া,

ইচ্ছের ইতি ঘটায়।

প্রানহীন এই জড় শরীর এ নেই যে কোন ব্যাথা,

বেদনায় আসক্ত কেবল চাপা এ মানসিকতা।

এই যে আমি, আমি নয়,

ভেসেঁ ওঠা মৃতপ্রায় তনু।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. Rifat

    ভেসেঁ — ভেসে
    নিজের ইচ্ছেগুলোকে একটি কবিতায় প্রকাশ করে ফেলেছেন! অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন কবিতার মাধ্যমে।
    শুভ কামনা।

    Reply
  2. Naeemul Islam Gulzar

    কবিতার থিম অসাধারণ ছিলো।কিন্তু কবি তার কবিতাটি সাধু ভাষায় রচনা করেছেন।যেটা আধুনিক যুগের সাথে বেমানান।তবুও আমার পড়তে একটুও খারাপ লাগেনি।শুভকামনা

    Reply
  3. আফরোজা আক্তার ইতি

    খুবই সুন্দর লিখেছেন। মনের সুপ্ত ইচ্ছাগুলো, চাপা পড়া বেদনাগুলো কলমের মাঝে তুলে ধরেছেন। তবে কবিতায় একটু গুরুচণ্ডালী দোষ ঘটেছে বলে আমার মনে হচ্ছে।
    কবিতায় বানানে প্রচুর ভুল আছে, দয়া করে বানানের প্রতি যত্নশীল হবেন। কারণ, ভুল বানানের জন্য ভালো লেখাগুলোর মান নষ্ট হয়ে যায়।
    হাটু- হাঁটু।
    ঝাপিঁয়ে- ঝাঁপিয়ে।
    কোঁনে- কোণে।
    হাটিয়া- হাঁটিয়া।
    ভেঁসে- ভেসে।
    পূরন- পূরণ।
    শুভ কামনা।

    Reply

Leave a Reply to Rifat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *