আপুনি তুই আসবি কবে
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,888 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

এস এম সায়েম

আমি স্বপ্ন মাঝে বাঁধন খুলে তোমায় খুঁজে পেয়েছি
আমি মনের মাঝে রং মিশিয়ে তোমার জন্য কলম ধরেছি
শত বাঁধা বিপদে আমি ঐ সুমধুর সম্পর্ক দেখেছি
যার ছায়ায় আমি তোমার প্রতিফলিত দিকটি হাতরে নিয়েছি।
তোমার সাথে আমি হাসবো
তোমার সাথে আমি খেলবো
ক্ষনিক সময়ে আমরা মধুময় জীবন গড়বো
তোমার প্রতিটি অঙ্গভঙ্গি আমি ইতিহাসের পাতায় তুলে ধরবো
স্বর্ণাক্ষরে তা অন্তরের মাঝে লিখে রাখবো।
তুমি আজও আছো বহুদূরে
কতদিন থাকবো এমন প্রতীক্ষার প্রহরে
আমি তোমায় নিয়ে উড়বো দুর্নিবারে
তুমি হাত বুলিয়ে দিবে আলতো করে
আমি প্রতিদিন নিদ্রায় যাবো তোমার গানের সুরে।
আপু!!!তুমি কবে আসবে?
কবে আমায় নতুন করে ডাকবে?
ততদিন আমার প্রতীক্ষা জীবিত রবে
যতদিন আমার চেতনা থাকবে।।।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    খুবই সুন্দর হৃদয় স্পর্শ করা একটি কবিতা।অনেকটা কাজলা দিদির মতই। কবিতায় বোনকে হারানোর বেদনা,তার প্রতি ভালোবাসা,তার পাওয়া স্নেহ, তার প্রতিটি স্মৃতি সবকিছুই কবিতার চরণে সুন্দরভাবে ফুটে উঠেছে।
    বানানে খুব বেশি ভুল নেই।তবে কবিতায় বিরামচিহ্নের ঘাটতি রয়েছে। কিছু চরণে কমা ব্যবহার করলে শোভা পেত।
    বাঁধা- বাধা।
    ক্ষনিক- ক্ষণিক।

    Reply
  2. আখলাকুর রহমান

    হাতরে – হাতড়ে

    ক্ষনিক – ক্ষণিক

    সুন্দর লিখেছেন। তবে বিরামচিহ্নের চিহ্নের প্রতি খেয়াল রাখবেন।
    শুভ কামনা ।

    Reply
  3. আরাফাত তন্ময়

    বোনকে নিয়ে কতটা স্বপ্ন দেখলে এমন কবিতা লেখা যায়! বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা। ভালো লাগার মতো একটি লেখা।
    শুভ কামনা রইলো।

    Reply
  4. Halima tus sadia

    ভালোলাগার মতো একটি কবিতা।
    পড়ে মুগ্ধ হলাম।
    বোনকে নিয়ে কবিতা।বোনের প্রতি কতোটা আদর, ভালোবাসা আছে কবিতা পড়লেই বুঝা যায়।
    তার জন্য অপেক্ষার প্রহর গুনা।
    তার সাথে কাটানো স্মৃতিগুলো বিচরণ করা।
    বেঁচে থাকুক বোনের প্রতি এমন ভালোবাসা।
    শুভ কামনা রইলো।

    বানানেও তেমন ভুল নেই
    ক্ষনিক–ক্ষণিক

    Reply
  5. মাহফুজা সালওয়া

    বোনের প্রতি ভালবাসার অপূর্ব এক প্রতীক,এই কবিতাটা।
    কবিতার ক্ষেত্রে পক্বতা আনয়নের জন্য প্রয়োজন প্রচুর চর্চা এবং শব্দ সমৃদ্ধতা।
    শব্দ চয়নে আরও দক্ষ হওয়া প্রয়োজন।
    শুভকামনা রইলো।

    Reply

Leave a Reply to আফরোজা আক্তার ইতি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *