আমজনতা
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,433 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

————সৈয়দ ইমাম

শুধু একটি যুদ্ধ ছিলো বাকি
কোনো বীর অথবা নটরাজের ভূমিকায়
তুমি বুলেটের দামামা ভালবাসো
বারুদে ঝলসে যাওয়া বক্ষের চির দেখো নাই।
গহীনে অস্ফুট বানী
সমুখে ঝাঁঝালো তরবার
তুমি বিদ্ধস্ত তব ক্ষমতার দারস্তে
তোমার বিনয়ী দিন দরবার!
এহেন নতজানু মস্তিষ্ক
তারা ধ্বংসের মুখে আগুয়ান
কারা আর সত্যে অধিষ্ঠিত!
মিথ্যুকেরা গায় সাম্যের গান।
শ্রদ্ধার মসনদে আজ
শিষ্টের কারুকাজ
পিষ্ট হবো পাছে তবু
রুখে দেবো প্রতিবাদ।
আমার শিরায় শিরায় বিষের লালন
আমি ভুলেছি নিজের ব্যক্ত সাধন
আমি চিৎকার করি মুখে লাগাম ঠেকি
আমার গতরে সুশীলের আচ্ছাদন।
বিবেক কেবল লেখার পাতায়
চামড়া নুয়ে বয়স গড়ায়
দিন শেষে মন হিসেব মেলায়
সাধিকার সে তো সোনার হরিণ
আমার সীমা আম জনতায়।
বিদ্বেষ হিংসায় তুৃমি আমি চৌচির
অতলে রাজ্য বাঁধে সুযোগের পেয়াদা
ভাঙে মসজিদ ভাঙে মন্দির।
ভাবি…
আর নয় করজোড়ে মস্তক উপহার
আর নই সাধারণ,নই কারো চাটুকার!
তবে হোক আবার রক্তের গর্জন
হোক এক বিস্ময় বিসর্জন
মানবীয় কোন তিতুমির আর আসবেনা
এবার নিজেরেই করি সমর্পণ ।
অতঃপর ;
বেলা শেষে কেউ শোনেনি কথা
আবার ঘরে ফিরে যাই
কেউ শোনেনি কথা!
আমি যে কেবল আমজনতাই।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. রেজাউল করিম

    অসাধারন শব্দের খেলা। শুভ কামনা রইল।
    পিষ্ট–>পৃষ্ট

    Reply
  2. Syed Imam

    ধন্যবাদ ভাইয়া ❤

    Reply
  3. Naeemul Islam Gulzar

    বিনম্র প্রতিবাদ কবিতার ভাষায়।অসাধারণ কবিতা।শুভকামনা

    Reply
    • Syed Imam

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

      Reply
  4. Rifat

    বিদ্রোহী কবিতা। কবির কবিতায় আমি তৃপ্ত হলাম।।
    শুভ কামনা।

    Reply

Leave a Reply to Rifat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *