আমি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,809 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163
লেখাঃ রাজ রাজিব
.
আজ আমি অন্ধ,
যখন অমানুষেরা পশুর মত করে আক্রমণ
লাঞ্ছিত হয় মা আমার, ধর্ষিতা হয় বোন
নির্বাক হয়ে সবই দেখি করতে পারি না বন্ধ।
.
কেন আমি বোবা,
যখন প্রকাশ্যে আমার ভাইকে কুপিয়ে মারে
মিথ্যা মামলা দিয়ে আমারই ঘাড়ে
আইন যখন টাকার জোরে লাল ফিতাতে বাঁধা।
.
তখন আমি কেন বধির,
যখন বোনকে দেখে হাসি-ঠাট্টা, দেয় যে তারা শিষ
কতজনে মুখ বুজে সয়, কেউ বা খাঁয় বিষ
তাদের মৃত্যু কেন আমায় করে না অস্থির?
.
আমার কি নেই হাত,
টাকার জোরে চাকরি করে, মেধাবী আজ বেকার
কোটার কাছে হার মেনে যায়, প্রতিভাবানদের হাহাকার
চোখের সামনে রঙিন পৃথিবী ঘোলাটে আঁধার রাত।
.
আমারও আছে সকল অঙ্গ,
ধরেছে পচন দেহেতে আমার, হারিয়েছে মূল্যবোধ
ভেতরে ভেতরে লজ্জিত আমি, পুষে রাখি যত ক্রোধ
মানুষ না হইয়া যদি হইতাম আমি পতঙ্গ!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. তাহসিন আহমেদ

    “আমারও আছে সকল অঙ্গ,
    ধরেছে পচন দেহেতে আমার, হারিয়েছে মূল্যবোধ
    ভেতরে ভেতরে লজ্জিত আমি, পুষে রাখি যত ক্রোধ”

    অনেক সুন্দর ছিলো কবিতাটি। নামটা একটু পরিবর্তন করে দিলে ভালো হতো। তাছাড়া বিরামচিহ্ন ব্যবহারের আরেকটু সতর্ক হতে হবে। আপনার জন্য শুভকামনা রইলো ব্রো। এভাবে গল্প কবিতা সব মাধ্যমের দ্বারাই আমাদের প্রতিবাদ করতে হবে। রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে।

    Reply
    • Rajib Molla

      #তাহসিন_আহমেদ
      ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য। ভুল না করলে কখনই সঠিকটাকে বুঝতে পারা যায় না। লেখালেখিতে একেবারে কাঁচা হাত, ভুল-ত্রুটি হবে এটাই স্বাভাবিক। তবে আপনারা আমাকে আপনাদের গঠনমূলক সমালোচনার দ্বারা সংশোধনের সুযোগ দিবেন এটাই প্রত্যাশা করি। দোয়া রাখবেন আমার জন্য।

      Reply
  2. আফরোজা আক্তার ইতি

    দারুণ প্রতিবাদী একটা কবিতা পড়লাম। বিদ্রোহের ঝংকার শেষের চরণ গুলোতে তীব্রভাবে ফুটে উঠেছে। প্রথম চরণে প্রকাশ পেয়েছে নিজেদের স্থবিরতার প্রতি চাপা গ্লানিবোধ ও দুঃখ। সব মিলিয়ে এক কথায় অসাধারণ লিখেছেন। মন ছুঁয়ে গেল।
    বানানে দুইটা ভুল আছে।
    বুজে- বুঁজে।
    খাঁয়গ খায়।
    লেখার হাত অনেক ভালো। শুভ কামনা রইল।

    Reply
  3. Rajib Molla

    আফরোজা_আক্তার_ইতি
    আপনার অনুপ্রেরণা ও সমালোচলামুলক মন্তব্যের জন্য ধন্যবাদ। ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। কবিতাটা আরো বড় করার ইচ্ছে ছিল কিন্তু মহাসিনা আপু প্রথমদিকে রুলসে ২০ লাইনের কথা বলেছিলেন। এজন্য আর কবিতাটা বড় করতে পারিনি। পরে অবশ্য আপু আমার কথার উপর ভিত্তি করে রুলস চেঞ্জ করেছিলেন।
    আপনার প্রতি রইল অশেষ ভালবাসা।

    Reply
  4. Naeemul Islam Gulzar

    বুকের ভেতর পোষে রাখা ক্রোধের বারুদ কবি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।সত্যি আমাদের জাগতে হবে।ফিরিয়ে আনতে হবে সোনালী দিন।এই কবিতা আমার মনে দাগ কেটেছে।শুভকামনা♥

    Reply
  5. Rifat

    প্রতিবাদী মনোভাবের কবিতা।
    খুব অসাধারণভাবে কবি তার মনের ভাব প্রকাশ করেছেন।
    কবিতাটা পড়ার সময় হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠেছিল।
    শুভ কামনা।

    Reply

Leave a Reply to Naeemul Islam Gulzar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *