আমি তোমার হিরণ্যক বলছি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,735 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

বুনোহাঁস ।

ভালোবাসা মানে তোমার কাছে ছুটে আসি
ভালোবাসা মানে তোমার একটু পাগলামি,
জীবন বারান্দার করিডোরে দাঁড়িয়ে
বেদনার্ত অতীত পেছনে ছাড়িয়ে
এসো, দুজনে মিলে চাঁদ দেখি।
রাতের নিস্তব্ধতা কাটিয়ে
নিরব পরিবেশে জোনাকি পোকাগুলো উড়ে বেড়ায়
অবাক হয়ে দেখি
আর ভালো লাগার এ মুহূর্ত থেকে
সামান্য কিছু শিখি।

আমি তোমার হিরণ্যক বলছি,

খোলা আকাশের নিচে
নীল ডায়রি হাতে দাঁড়িয়ে
দূর অজানায় পলকে চেয়ে
অপেক্ষার প্রহর গুনছি আমি,
দেখছি আমি মুক্তমনা পাখির উড়ে চলা
ফুলে ফুলে গুনগুনিয়ে বেড়ানো ভ্রমরের গান আমি শুনছি।
প্রজাপতিগুলো বাড়তি নজর বারংবার কাড়ছে মুগ্ধ হয়ে আমি দেখছি,
কাশফুল সৌরভ ছড়াচ্ছে
আমি একমনে শুঁকছি।
বেপরোয়া মন তবুও পড়ে আছে তোমাতে
আকুল হয়ে গুনছে অপেক্ষার প্রহর
ওগো প্রিয়তমা, আমি তোমার হিরণ্যক বলছি।
নিরব নদীতে আমি বৈঠা হাতে
থাকবো তোমার অপেক্ষায় খেয়াতে
একটিবার তুমি এসো!
তোমার প্রিয় বাসন্তী রঙের ফতুয়া গায়ে
আমি দাঁড়িয়ে রইবো চৌরাস্তার মাথায়
ও হ্যাঁ, তোমার জন্যে মুড়ির নাড়ুও থাকবে
কথা দাও একটিবার তুমি আসবে।
রোজ পূর্ণিমার চাঁদ দেখবে তুমি
বিছিয়ে দিবো কাঁধ আমি
মাথা রেখে তুমি গান গেয়ে যাবে,
তবে তোমায় নীল শাড়ি পড়ে আসতে হবে।
রাতের শেষ প্রহরে যখন হালকা হিম পড়বে
আমি চিঠি লিখবো তোমায়,
আমার শখের পায়রা উড়িয়ে নিয়ে যাবে
সাথে এক ডজন টিপ দিবো।
একটিবার শুধু তুমি এসো,
আমার বুক পকেটে নূপুর থাকবে
তোমার দুটো পা আমি আলতায় রাঙিয়ে দিবো
খালি পায়ে হাঁটবে তুমি
বাজবে নুপূরধ্বনি
শুনে আমার মোহ রবে,
তব একটিবার পান খেয়ে ঠোঁট লাল করে এসো
আমি তোমার হিরণ্যক বলছি।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. তাহসিন আহমেদ

    চমৎকার কবিতা। প্রেমিকার অপেক্ষায় তৃষ্ণার্থ কোন যুবক অপেক্ষায় আছে এইটাই সম্ভবত কবিতার মূলকথা। আমি আসলে কবিতা তেমন বুঝি না তবে এটা খুবই সহজ কবিতা ছিলো। খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো বুঁনোহাস। অনেককে রিকু পাঠিয়েছিলাম। কেউ একসেপ্ট করেছে, কেউ করেনি। যারা করেনি তাদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছে,
    ‘আমি তাহসিন বস বলছি,
    তোমরা কেন একসেপ্ট করোনি,
    এত অহংকার কেন বন্ধু তোমার?
    আমি কি যোগ্য নই, নই কোন অবতার?
    আমি তাহসিন বস বলছি।’

    Reply
    • বুনোহাঁস

      অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয়। আপনাকে স্বাগতম আমার ভার্চুয়াল লাইফে! আমি সত্যিই অভিভূত।

      Reply
  2. আফরোজা আক্তার ইতি

    আসলেই লুমান্তিক কবিতা লিখেছেন দেখছি। বেশ অসাধারণ হয়েছে। শব্দচয়ন উপমায় মুগ্ধ হয়েছি বারবার। আসলেই প্রিয়জনকে পাশে পাওয়ার প্রতীক্ষা যেমন বেশ দীর্ঘ হয় তেমনি হয় সীমাহীন।
    বানানে কয়েকটা ভুল আছে।
    নিরব- নীরব।
    দুটো- দু’টো।
    শুভ কামনা।

    Reply
    • বুনোহাঁস

      অনুপ্রাণিত হলাম প্রিয়। ধন্যবাদ

      Reply
  3. Rifat

    অনবদ্য একটি কবিতা। শব্দচয়নের তো কোনো জুড়ি নেই।
    খুব গোছালোভাবে নিজের মনের ভাব প্রকাশ করেছেন।
    শুভ কামনা।

    Reply
  4. Naeemul Islam Gulzar

    প্রেমিকার হিরণ্যক প্রেমিকাকে তার কাছে আসার আহবান করছেন।চমৎকার লেগেছে।উপমাগুলো অসাধার। শুভকামনা

    Reply

Leave a Reply to Naeemul Islam Gulzar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *