আমি মদিনা যাব
প্রকাশিত: অগাস্ট ২২, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,812 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা : মোঃ জাহিদ হাসান

জীবনে ঐদিন একবার আসবে
যেদিন আমি মদিনায় যাবো ৷
দুই জাহানের মালিক,
উম্মতের দরদী, গুণাগারে বন্ধু,
প্রিয় নবীজীর রওজার জিয়ারতে;
আমি মদিনায় যাবো ৷
শাহে মদিনা রহমত ওয়ালা
তিনি সকল নবীদের সর্দার ৷
আশায় আছি কখন নবীজী
দেখাবে আমায় তার নূরানী দরবার ৷
আমি তো প্রস্তুত হয়ে আছি;
আমি মদিনায় যাবো ৷
আমার দৃঢ় বিশ্বাস আছে,
কামনীওয়ালা নবীজীর উপর ৷
তিনি তো সব জানেন,
আমার অবুঝ মনের খবর ৷
বলে আমার মনের হৃদর্ধ্বনি;
আমি মদিনায় যাবো ৷
জীবনে দেখিনি এখনো,
প্রিয় নবীজীর সোনালী দরবার ৷
যখন দেখবো, তখন কী হবে ?
প্রেম প্রিয়াসী অবুঝ মনের হাল ৷
মরার আগে একবার হলেও;
আমি মদিনায় যাবো ৷
কী দুঃখ, কী বিরহ ব্যথা,
কী বা দূরুত্বের পাহাড় ৷
সব স্বপ্নগুলো সত্যি হবে,
যাবো আমি মদিনা শহর ৷
যেদিন প্রিয় নবীজী চাইবে;
আমি মদিনায় যাবো ৷
.
লেখনীর শেষ প্রান্তে
~~~ মুহাম্মদ জাহিদ হাসান (ছদ্মবেশী লেখক)

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৭ Comments

  1. Nahid Islam Rony

    মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না, নবীজি আমাদের মনের খবর জানেন এই ধারণা ঠিক না।
    বেশ কিছু বানানে সমস্যা আছে। যেমন ঃ
    গুনাহগারে=গুনাহগারের
    রওজার জিয়ারতে=রওজা জিয়ারতে
    কামনীওয়ালা=কামলীওয়ালা
    হৃদর্ধ্বনি=হৃদ-ধ্বনি
    দূরত্ব বানান ভুল আছে।
    আরো ভালো করুন এই কামনা করি।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    খুব সুন্দর একটি কবিতা। আমাদের প্রত্যেকেরই মনে এটাই কামনা আমরা একবার হলেও নবীজীর রওযামুবারক দেখব। আল্লাহ আমাদের সকলকেই যেন এই তাওফিক দান করেন। কত গুনাহ করেছি, তার এই পবিত্র স্থানে একবার গেলেও মন পবিত্র হয়ে যাবে। ছন্দমিল আর শব্দচয়ন আরেকটু সুন্দর হলে ভালো লাগত। বানানে কোন ভুল নেই।
    হৃদর্ধ্বনি- হৃদধ্বনি।

    Reply
  3. Mahbub Alom

    বাহ্,চমৎকার বড় ভাই।
    আমাদের প্রত্যেক ধনী গরিব মুসলিমদের এই একটি স্বপ্ন থাকা আবশ্যক।আমাদের যেই প্রিয় নবী ও রাসূল আমাদের জন্য এতো কিছু করলেন,যার জন্যই এই পৃথিবী সৃষ্টি তার কবর জিয়ারত না করে,তার ভূমি না দেখে আল্লাহ আমাদের কাউকেই মরণ দিয়েন না।

    কবিতায় কবির মদিনায় যাবার,নবীজির কবর জিয়ারতের আকুল বিনয় প্রাকাশ পেয়েছে।

    ধন্যবাদ

    Reply
  4. Halima tus sadia

    প্রতিটি মানুষেরই প্রবল ইচ্ছা থাকে পবিত্র মদিনায় গিয়ে হজ্জ পালন করা।
    মনের মধ্যে দৃঢ় শক্তি ও মনোবল থাকতে হয়।
    আমি মদিনায় গিয়ে হজ্জ করবো।
    নিশ্চয় আল্লাহ পূর্ণ করাবে।
    তবে স্বপ্ন সবার পূরণ হয় না।
    ভালো লাগলো। সুন্দর কবিতা।
    মদিনা যাওয়ার ইচ্ছা পোষণ হয়েছে কবিতায়।
    বানানে কোন ভুল চোখে পড়েনি।
    শুভ কামনা রইলো।

    Reply
  5. Rahim Miah

    কী-কি(কি হ্যাঁ আর না ক্ষেত্রে ব্যবহার হয় আর কী ব্যাখার করার ক্ষেতে। যেমন :তুমি কি ভাত খেয়েছ?
    তুমি ভাত কী কী দিয়ে খেয়েছ?)
    তবে আপনে যে কী অনেক লাইনে ব্যবহার করেছেন তা সঠিক কিনা বুঝতে হিমশিম খাচ্ছি। তবে কবিতাটা ভালো ছিল। শুভ কামনা।

    Reply
  6. Rahim Miah

    কী-কি(কি হ্যাঁ আর না ক্ষেত্রে ব্যবহার হয় আর কী ব্যাখার করার ক্ষেত্রে। যেমন :তুমি কি ভাত খেয়েছ?
    তুমি ভাত কী কী দিয়ে খেয়েছ?)
    তবে আপনে যে কী অনেক লাইনে ব্যবহার করেছেন তা সঠিক কিনা বুঝতে হিমশিম খাচ্ছি। তবে কবিতাটা ভালো ছিল। শুভ কামনা।

    Reply
  7. Sajjad alam

    বিতর্কিত দুটো লাইন,
    (১) ‘ তিনি তো সব জানেন, আমার অবুঝ মনের খবর ৷’
    (২) ‘যেদিন প্রিয় নবীজী চাইবে; আমি মদিনায় যাবো ৷’
    .
    এ দুটো লাইনে স্পষ্ট শির্ক আছে। প্রথম বাক্যে বলেছেন, রাসূল (সাঃ) জানেন আমার মনে খবর। তিনি কেমনে জানেন? তিনি তো মৃত। তাছাড়া কোনো মানুষের পক্ষে কারো মনের কথা জানার কথা নয়। মনের খবর জানেন শুধুই অাল্লাহ তায়ালা।
    দ্বিতীয় বাক্যে বলেছেন নবীজী চাইলে আপনি মদিনায় যাবেন। কেমনে সম্ভব? প্রথম বাক্যের ব্যাখ্যার মতো এটিও সেম।
    .
    এ ছাড়াও রহমতওয়ালা বা কামনীওয়ালা (কামলীওয়ালা) শব্দগুলোও বিতর্কিত।
    .
    নামকরণটা যথার্থ।
    কনসেপ্টটা ভালো। তবে রস কম ছিলো।
    সবমিলে ভালো লেগেছে।

    Reply

Leave a Reply to Rahim Miah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *