আমি গোনাহগার
প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,657 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

মোঃ শোয়াইব

ইচ্ছা অনিচ্ছায় করেছি কত গুনাহ
আছে জানা কিংবা অজানা,
পাহাড়সম করেছি গুনাহ
ওহে প্রভু রাব্বানা।
ক্ষমা করে দাও গো, ওহে রহমান
গুনাহ প্রকাশ কর না তুমি, হব অপমান।
কত গুনাহ করছি মোরা
মাফ করার নাই তো কেউ তুমি ছাড়া।
তুমি যদি দাও ফিরিয়ে
কার কাছে চাইব হাত বাড়িয়ে?
তৌফিক দাও খোদা, করতে নেক আমল
গুনাহ মাফ চেয়ে যেন, চোখ জলে টলমল।
ফিরিয়ে দিওনা প্রভু, এই অধমকে
আদর করে বানিয়েছো মাটির আদমকে।
আমি গুনাহগার, তুমি তো রহমান!
তুমি তো আদমকে দিয়েছিলে সম্মান।
আমি গুনাহগার, কান্নার তৌফিক দিও
পাপ সব মুছে ফেলে আপন করে নিও,
অন্তর ভরে দিও গুনাহর শোকতাপ
গুনাহগার বান্দা আমি, যেনো থাকে অনুতাপ।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    এটা শুধু একটা কবিতা না, আমাদের মতো হাজারো পাপী-তাপী মুসলমানদের মহান আল্লাহ তায়ালার কাছে একটাই চাওয়া। কবিতাটি পড়ে গা শিহরিত হয়ে গেল,চোখে পানি চলে এলো। আসলেই জেনে,না জেনে কত গুনাহই না করেছি। আল্লাহ যদি ক্ষমা না করেন তবে আর কেউ নেই যে অধমের দিকে মুখ তুলে তাকাবে।
    কবিতাটি খুবই সুন্দর ছিল। বানানে কোন ভুল পাই নি। শব্দশৈলী ভালো ছিল।
    শুভ কামনা।

    Reply
  2. MD Soaibe

    ধন্যবাদ। দোয়া রাখিবেন যেন ভাল কিছু করতে পারি।

    Reply
  3. আহমেদ জনি

    অনেক সুন্দর কবিতা। আমাদের জীবনের সাথে মিল রয়েছে।

    Reply
  4. Rifat

    আল্লাহ তায়ালা অতি ক্ষমাশীল। আর আমরা সবসময়ই গুনাহ করি।
    আমাদের উচিৎ আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাওয়।
    খুব অসাধাণভাবে কবিতাটি ফুটিয়ে তোলা হয়েছে।

    Reply
  5. Naeemul Islam Gulzar

    সত্যিই ইচ্ছা বা অনিচ্ছায় আমরা অনেক পাপ করে থাকি।তবে দয়াময় রবের কাছে চাইলে তিনি সব পাপকে মাফ করে দেন।শুভকামনা

    Reply
  6. shahrulislamsayem@gmail.com

    মহান আল্লাহ তায়ালা পরম ক্ষমাশীল। তাঁর গুনের শেষ নেই। মহান আল্লাহ তায়ালা সকল গুনের অধিকারী। তাঁর কোন শরিক নেই।
    কত পাপই না করি। কিন্তু মহান আল্লাহ তায়ালা সাথে সাথেই আমাদের শাস্তি দেন না।

    আর এই কবিতার মাধ্যমে এই বিষয়টিই সুন্দরভাবে ফুটে উঠেছে, চমৎকার কবিতা

    Reply

Leave a Reply to Naeemul Islam Gulzar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *