আমার দেশ হৃদয়ে আঁকা
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,787 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

writer হিমান্দ্রি মেঘ AKRAMUL islam
::
::
আমার বাংলা জাগে নিত্য ভোরে
এত তার রূপ
কত অপরূপ
দেখার যেন নাই শেষ , তব নজরে ।।
বেশ সুন্দর
রূপে মনোমুগ্ধকর
বাংলার ছবি
তুলনা যে নাই , তারি ছায়ায় জুড়ায় অন্তর ।।
মন ভরে দেখি
আমার এ দেশ
সবুজ গালিছায় আঁকা
জেগে থাক হৃদয়ে , আমার এ বাংলাদেশ ।।
নদী বয়ে যায়
দুচোখ জুড়ায়
তীর ঘেঁষে ছুট গ্রাম জাগে
মেঠূ বন পথ আঁকা বাঁকা মাঠের কিনারায় ।।
সবুজ কাননে
দুলে ফুল ফসলে
ছায়া ঢাকা মনোরম চিত্র ভাসে
কত মমতা জাগে আমারও এ দেশের কুলে ।।
….সমাপ্ত….

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১২ Comments

  1. Halima tus sadia

    সত্যিই আমাদের দেশটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি।
    যতো দেখি ততো মুগ্ধ হই।প্রাণ জুড়ানো জায়গা।
    কতো সুন্দর মনোরম দৃশ্য।
    এক পাশে নদী,এক পাশে চিরসবুজে ঘেরা ফসলাদি।
    এ যেনো প্রাকৃতিক দৃশ্যকে আরও সুন্দর করে তোলে।

    চমৎকার লিখেছেন।তবে ছন্দের তেমন মিল নেই।
    কিছু বানান ভুল আছে, ধরিয়ে দেই
    নাই–নেই
    দুচোখ–দু’চোখ
    ছুট–ছোট
    মেঠূ–মেঠো
    শুভ কামনা রইলো।

    Reply
    • AKRAMUL islam

      মিস্টেক হয়েছে….

      Reply
  2. আফরোজা আক্তার ইতি

    বেশ ভালো লিখেছেন। তবে আমি কেন যেন কবিতাটি পড়ে কবিতার স্বাদ পেলাম না। ছড়ার মত লাগল। সহজ সাবলীল ভাষায় গ্রাম বাংলার সৌন্দর্য ব্যাখ্যা করতে চেয়েছেন।
    বানানে কিছু ভুল আছে।
    গালিছায়- গালিচায়।
    দুচোখ- দু’চোখ।
    ছুট গ্রাম- ছোট গ্রাম।
    মেঠূ- মেঠো।
    শুভ কামনা রইল।

    Reply
    • AKRAMUL islam

      কেমন করে যে ২ টা বানান ভুল হল বুঝি নাই। ধন্যবান আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য

      Reply
  3. TONMOY Talukder

    বেশ ভালো লিখেছেন অনেক সুন্দর হয়েছে। প্রতিযোগিতায় এটায় প্রথম হবে ইনশাল্লা

    Reply
    • akramul islam

      ধন্যবাদ হে প্রিয় ♥♥♥♥

      Reply
  4. Tazinur Prodan Tonni

    সত্যিই আমাদের দেশটা প্রাকৃতিক
    সৌন্দর্যের লীলাভুমি।
    যতো দেখি ততো মুগ্ধ হই।প্রাণ
    জুড়ানো জায়গা।
    কতো সুন্দর মনোরম দৃশ্য।
    এক পাশে নদী,এক পাশে চিরসবুজে
    ঘেরা ফসলাদি।
    এ যেনো প্রাকৃতিক দৃশ্যকে আরও
    সুন্দর করে তোলে। বেশ ভালো লিখেছেন।
    আমি আপনার অনেক বড় ফ্যান আপনার লেখা অনেক গল্প ও পড়েছি। ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনি এগিয়ে যান ♥♥♥

    Reply
    • AKRAMUL islam

      ধন্যবাদ হে প্রিয়….

      Reply
  5. Naeemul Islam Gulzar

    সত্যিই বাংলার ছবি এতো সুন্দর যে যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়।কবি তার কবিতায় তা সুন্দর ভাবে ফুঁটিয়ে তুলেছেন।শুভকামনা♥

    Reply
    • AKRAMUL islam

      ধন্যবাদ হে প্রিয়,,,,,

      Reply
  6. Rifat

    সুজলা-সুফলা শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ।
    এই দেশের সৌন্দর্য নিয়ে লিখতে গেলে কখনও শেষ হবে না।
    কবিতাটি অনেক সুন্দ হয়েছে। বানান ভুল আছে। আগেই ধরিয়ে দিয়েছে। তাই আমি আর ধরিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। একটু এ ব্যাপারে সতর্ক হবেন।

    Reply
    • AKRAMUL

      ধন্যবাদ

      Reply

Leave a Reply to Tazinur Prodan Tonni Cancel reply

Your email address will not be published. Required fields are marked *