” আমার চাওয়া ”
ইসপিয়াক আহম্মেদ শিমুল
.
আমিও চাই ভোরের সূর্য হতে,
চাই স্নিগ্ধ বিকেলের সু-বাতাস হতে।
যেখানে প্রকৃতি হয়ে গেছে কাব্যিক,
চাই সেই কাব্যের ছন্দ হতে।
আমিও চাই রাত জাগা হিমু হতে,
চাই কারো বিশ্বাস হতে।
যেখানে রাত দিন হয়ে গেছে একাকার,
চাই সেই সময়ের পথিক হতে।
আমিও চাই কুয়াশা ভেজা সকাল হতে,
চাই শিশিরে ভেজা ঘাস হতে।
যেখানে সকলে মুগ্ধ হয়ে হাঁটে,
চাই তাদের পায়ের চাপ হতে।
আমিও চাই স্রোতস্বিনী নদী হতে,
চাই শান্ত নদীর ঢেউ হতে।
যেখানে জাল ফেলে জেলে ধরে মৎস,
যেখানে কিশোর -কিশোরি সাঁতরে বেড়ায় প্রাণে নিয়ে উচ্ছাস।
আমি তো চাই অনেক কিছুই হতে,
চাই সবার মনের গহীনে ঘুরে বেড়াতে,
সব কিছু আর হবে না পাওয়া ছোট্ট এই জীবনে,
আমার চাওয়া গুলো রেখে দিবে মনের গহীনে।
(সমাপ্ত)
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
কবিতায় মনের অনেক আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। অধিকাংশই প্রকৃতির সাথে যুক্ত। অবশেষে কিছু আশা অপূরণীয় থাকবে ভেবে হতাশাও প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে সুন্দর একটা কবিতা।
সত্যিই, আশাগুলো যদি সব পূরণ হত !
বানান ভূল,
চাপ~ ছাপ।
বাক্যের অমিল ৫ম লাইনে–
রাত জাগা হিমু হওয়ার সাথে বিশ্বাসী হওয়াটা বেমানান।
হিমু বিশ্বাসীদের মধ্যে নয়। হিমু নিজে থেকেই অবিশ্বাসী হতে চায়।
আমার রেটিং মতে –7
“আমি তো চাই অনেক কিছুই হতে,
চাই সবার মনের গহীনে ঘুরে বেড়াতে”। ভালো লেগেছে।
শুভকামনা
আসসালামু আলাইকুম। কবিতাটা ভালো ছিল। তবে খুব একটা মুগ্ধ করতে পারেনি। বানানের দিকে আরো বেশি সচেতন হতে হবে।
বানান ভুল-
চাপ-ছাপ
আগামীর জন্য অনেক অনেক শুভ কামনা। All the best
“আমার চাওয়াগুলো রেখে দিবে মনের গহীনে”
এ লাইনটা ভালো লেগেছে।
চমৎকার লিখেছেন।মনোমুগ্ধকর লেখা।
সবার মনের গহীনে ঘুরে বেড়ানো সম্ভব নয়।
শুভ কামনা রইলো।
যা চাই তাহা পাই না। প্রকৃতিপ্রেমী লেখকের জন্য শুভ কামনা।
কবিতাটা অনেক সুন্দর ছিল, কিন্তু শান্ত নদীতে আবার ঢেউ থাকে নাকি? যে নদী কিংবা সাগর যত বেশি অশান্ত থাকে তত বেশি ঢেউ। যেমন সাগরের তলদেশে ভূমিকম্প এর ফলে অনেক ঢেউ উঠে। বানান একটা ভুল চোখে পড়েছে
চাপ-ছাপ
আর জীবনে মানুষের অনেক কিছুই চাওয়ার থাকে, কিন্তু সবাই তা পায় না। কবিতা অনেক ভালো ছিল শুভ কামনা রইল।
আপনার লেখাটা ভালো। কবিতা সবাই লিখতে পারে না। কিন্তু প্রতিযোগিতার কবিতা আরও ধারালো হওয়া উচিৎ ছিল। শুভকামনা।