আজো রক্তের গন্ধ পাই
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,274 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

হাফেজ আহমেদ রাশেদ

আজো রক্তের গন্ধ পাই ভোর বিহানের মৃদু সু-ভাস থেকে-
শান্ত শীতল বিকেলের বিমোহিত দখিনা স্নিগ্ধ মাধুরী হাওয়ায়।
কোথা থেকে আসে,সেই গন্ধ আবার কোথায় চলে যায়!
কত অমাবস্যা পূর্ণিমারাত কাটে আমার সেই পাহারায়…
সে যেন বাবার সামনে নব কিশোরীর ধর্ষণের কালো রক্তজল!
না কি বোনের সম্ভ্রম বাঁচাতে জীবন বলি দেওয়া ভায়ের নয়নে ঝরা রক্তজল…
একান্ত আমাকে ভাবায়।
নাকি নষ্ট মায়ের আড়ষ্টে জন্মানো সেই নবজাতকের নর্দমায় বিগলিত রক্তের দূর্গন্ধ,
ভাবতেই গভীর নিশিতে গা শিহরে উঠে ভাবনা গুলো কাদায়।
সে কি রাজপথের অনল দূষণে আবালবৃদ্ধবনিতার দগ্ধ লাশের গন্ধ,
নাকি পরিবহন ত্রাসে ক্ষণিকেই হয়ে যাওয়া ক্ষত-বিক্ষত দেহ হতে বয়ে আসা সে রক্তের গন্ধ,
জানার আগ্রহে আছি আজো অপেক্ষায়…
বার বার আমি সুগন্ধি মেখে, পাইনা রেহাই সে গন্ধ হতে,
নাকি আর পাবোনা মুক্তি কখনো রক্তস্নাত থেকে
এভাবে ভেসে যাবে কি বাংলা অনন্ত কাল রক্ত বন্যায়
নাকি রক্ত বন্যা উপহার পেলাম স্বাধীনতায়।।।।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১ Comment

  1. Naeemul Islam Gulzar

    “আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই/আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি”-রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ’র মতো আপনার কবিতায়ও জাগরণী কথামালা বিদ্যমান।অসাধারণ লেখনি।শুভকামনা

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *