আবেগের ধ্বনি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,155 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

নাঈমুল ইসলাম গুলজার

আবেগের ধ্বনি হয়ে আসে তার নামটা আমার মুখে
আদরে মায়ায় তারে রাখি আমি যতনে আমার বুকে।
মানুষের সুখে ছিলো মশগুল, সেই সুখে সুখ পেতো
দুখেতেও ছিলো খুব পেরেশান, সান্ত্বনা দিতে যেতো।
মন্দকে কভু বাসেনি যে ভালো, যায়নি তো ধারে কাছে
আঁধারে ভাসাতো আলোর ফোঁয়ারা, সুনিপুণ শত ধাঁচে।
মুছে গিয়েছিলো পাপের কালিমা ধরা থেকে তার দ্বারা
সারাটা জাহান সেই মনীষীর নামে দ্যাখো মাতোয়ারা।
দুনিয়ার মোহে ছিলো না সে তাই আখেরাত ছিলো আগে
ভালো কাজে তাই সকল মানুষ তারই প্রেরণায় জাগে।
ভালো যার ছিলো খুব যে আপন, ভালোতেই লোভ ছিলো
ভাবনাতে ছিলো সব ভালো তার,শুদ্ধ যে ছিলো দিলও।
যার পরিচয় শুনতে গেলে যে পাই প্রেরণার স্বাদ
সে আমার নাবী, প্রিয় নাবী, প্রিয় নাবীজী মুহাম্মাদ (সা.)।নাঈমুল ইসলাম গুলজার
আবেগের ধ্বনি হয়ে আসে তার নামটা আমার মুখে
আদরে মায়ায় তারে রাখি আমি যতনে আমার বুকে।
মানুষের সুখে ছিলো মশগুল, সেই সুখে সুখ পেতো
দুখেতেও ছিলো খুব পেরেশান, সান্ত্বনা দিতে যেতো।
মন্দকে কভু বাসেনি যে ভালো, যায়নি তো ধারে কাছে
আঁধারে ভাসাতো আলোর ফোঁয়ারা, সুনিপুণ শত ধাঁচে।
মুছে গিয়েছিলো পাপের কালিমা ধরা থেকে তার দ্বারা
সারাটা জাহান সেই মনীষীর নামে দ্যাখো মাতোয়ারা।
দুনিয়ার মোহে ছিলো না সে তাই আখেরাত ছিলো আগে
ভালো কাজে তাই সকল মানুষ তারই প্রেরণায় জাগে।
ভালো যার ছিলো খুব যে আপন, ভালোতেই লোভ ছিলো
ভাবনাতে ছিলো সব ভালো তার,শুদ্ধ যে ছিলো দিলও।
যার পরিচয় শুনতে গেলে যে পাই প্রেরণার স্বাদ
সে আমার নাবী, প্রিয় নাবী, প্রিয় নাবীজী মুহাম্মাদ (সা.)।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৮ Comments

  1. মাহফুজা সালওয়া

    মনকাড়া!
    অপূর্ব!
    কবিতাটা সেরা তালিকায় যাবে ইনশাআল্লাহ!
    খুব সুন্দর একটা বিষয়, অত্যন্ত সাবলীলভাবে কবিতায় বিষয়টা ফুটিয়ে তুলেছেন।
    শুভকামনা রইলো।।

    Reply
    • Naeemul Islam Gulzar

      ভালোবাসা♥

      Reply
  2. Halima tus sadia

    অনেক সুন্দর একটি কবিতা।
    অত্যন্ত সাবলীলভাবে কবিতায় নবীজিকে ফুটিয়ে তুলেছেন।
    এরকম কবিতা পড়ে পাঠিকা মুগ্ধ।
    সত্যিই হযরত মোহাম্মদ (স) সবসময় মানুষের সুখে,দুঃখে পাশে থাকতেন।
    কখনো দুনিয়ার কথা ভাবতেন না।আখিরাতের কথা চিন্তা করতেন।
    কিন্তু আমরা দুনিয়ায় মোহে পড়ে আছি।
    বানানেও ভুল চোখে পড়েনি।
    তবে শেষের দিকে আবার একই লেখা লিখলেন??
    শুভ কামনা রইলো।

    Reply
    • Naeemul Islam Gulzar

      বিষয়ের গভীরতা বোঝাতে লেখা হয়েছে।ভালোবাসা♥

      Reply
  3. আফরোজা আক্তার ইতি

    অসাধারণ। এই কবিতার নিঃসন্দেহে তার যোগ্য স্থান পাবে এবং কবি অবশ্যই প্রশংসার দাবিদার বটে। খুব সুন্দরভাবে শব্দের গাঁথুনি দিয়ে মনোমুগ্ধকর এক কবিতার মালা সাজিয়েছেন। যেখানে প্রশংসিত হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ। আমাদের প্রত্যেকেরই উচিৎ তার দেখানো পথে চলা, তার আদর্শ বুকে ধারণ করা।
    অত্যন্ত সুন্দর। লেখায় কোন ভুলও পেলাম না। খুবই যত্নের সাথে লেখা।

    Reply
    • Naeemul Islam Gulzar

      ভালোবাসা♥

      Reply
  4. Rifat

    মানবজাতির জন্য শ্রেষ্ঠ চরিত্র হলেন মহানবি (সাঃ)।
    আমাদের উচিৎ তার আচার-আচরণ থেকে শিক্ষা নেওয়া।
    খুব সুন্দর হয়েছে কবিতাটি।

    Reply
  5. shahrulislamsayem@gmail.com

    এরকম সুন্দর ও আবেগময় কবিতা খুব কমই পড়েছি, এই কবিতাটা পড়ার পরে মনটা খুবই ভালো হয়ে গিয়েছে, এক কোথায় অসাধারন শব্দের মিল আর বুনন, ভালো লেগেছে অনেক

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *