একলা চলো
প্রকাশিত: জানুয়ারী ১৬, ২০১৮
লেখকঃ vickycherry05

 2,390 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

Writer: Sidratul Rafsana

তুমি মানুষ, জানো জীবন কি?
জীবন, সে এক ক্ষণস্থায়ী,সুদীর্ঘ বক্রপথ। যার শুরু হয় কজন নিখাদ ভালোবাসার মানুষের হাত ধরে।
জীবন নদীর মধ্যপথে কিছু নকল বৈঠাধারী মাঝির দর্শনে তোমার বোধগম্য হবে সে তোমায় পাড় করতে আসেনি,
এসেছে তার নিজ স্বার্থ-উদ্ধার করতে। মাঝি তোমায় মাঝ নদীতে রেখেই চলে যাবে। পরক্ষণে তুমি টের পাবে তোমার ভেতরের বিশ্বাস নামক বস্তুটা অর্ধ-শূন্য। পরবর্তিতে কোন মাঝির দিকেই তোমার ভ্রুক্ষেপ করার স্বাদ জাগবে না আর। হোক সে আাসল বৈঠাধারী বা নকল। তোমার বিশ্বাসের যে কেবল অর্ধাংশই বাকি।
এখন তোমার নিজ দায়িত্বে বৈঠা হাতে তোলে নেয়ার সময়।
বিশ্বাসটুকু নাহয় থাকুক তোলা, নিস্বার্থভাবে ভালোবেসে যাওয়া সেই বোকা মানুষগুলোকে বিশ্বাস এবং ভালোবাসায় আগলে রাখার জন্য। নাহয় থাকুক তোলা আল্লাহ্ প্রদত্ত তোমার জন্য নির্ধারিত সেই মাঝির জন্য।
হয়তো বা বিশ্বাস নামক অর্ধ-শূন্য বস্তুটা পূনরায় পূর্ণ হবে নইতো শূণ্য।
বিশ্বাস যখন শূণ্য হয়,বাকি পথ একাই চলতে হয়।

সম্পর্কিত পোস্ট

ঈদের ঈদ

ঈদের ঈদ

লেখক: রাসেল আহমদ রস (জুন - ২০১৮) ............ মেয়ে: আব্বু এই নতুন জামা আমার জন্য? বাবা: হ্যাঁ মা, এইটা তোমার জন্য! সুন্দর না? মেয়ে: তোমারটা আর আম্মুরটা কই? বাবা:...

আপনাকে কি “বাবা” ডাকতে পারি?

আপনাকে কি “বাবা” ডাকতে পারি?

লেখকঃ Shopno Balika (এপ্রিল - ২০১৮) ............... অনেকদিন হলো রিকশা চালাই। নানা রকম প্যাসেঞ্জার ওঠে। মাঝে মাঝে খুব অদ্ভুত প্যাসেঞ্জার পাই। এই যেমন গত বছরের ঘটনা। সীটে বসেই কেমন অস্থির হয়ে গেলো মানুষটা। মনে হচ্ছিলো কিছু একটা নিয়ে খুব পেরেশানিতে আছে বেচারা। প্রায়...

স্বপ্নার স্বপ্ন

স্বপ্নার স্বপ্ন

গল্প লেখকঃ Md Si Rana (এপ্রিল - ২০১৮) ............... বিলাশপুর গ্রামের এক দরিদ্র ভ্যানচালকের মেয়ে স্বপ্না। প্রচণ্ড বুদ্ধিমত্তার অধিকারী স্বপ্না। ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ডাক্তার হওয়া। এত গরিব ঘরের মেয়ে হয়েও এই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার জন্যই মূলত ওর ডাকনাম স্বপ্না।...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *