Writer: Sidratul Rafsana
তুমি মানুষ, জানো জীবন কি?
জীবন, সে এক ক্ষণস্থায়ী,সুদীর্ঘ বক্রপথ। যার শুরু হয় কজন নিখাদ ভালোবাসার মানুষের হাত ধরে।
জীবন নদীর মধ্যপথে কিছু নকল বৈঠাধারী মাঝির দর্শনে তোমার বোধগম্য হবে সে তোমায় পাড় করতে আসেনি,
এসেছে তার নিজ স্বার্থ-উদ্ধার করতে। মাঝি তোমায় মাঝ নদীতে রেখেই চলে যাবে। পরক্ষণে তুমি টের পাবে তোমার ভেতরের বিশ্বাস নামক বস্তুটা অর্ধ-শূন্য। পরবর্তিতে কোন মাঝির দিকেই তোমার ভ্রুক্ষেপ করার স্বাদ জাগবে না আর। হোক সে আাসল বৈঠাধারী বা নকল। তোমার বিশ্বাসের যে কেবল অর্ধাংশই বাকি।
এখন তোমার নিজ দায়িত্বে বৈঠা হাতে তোলে নেয়ার সময়।
বিশ্বাসটুকু নাহয় থাকুক তোলা, নিস্বার্থভাবে ভালোবেসে যাওয়া সেই বোকা মানুষগুলোকে বিশ্বাস এবং ভালোবাসায় আগলে রাখার জন্য। নাহয় থাকুক তোলা আল্লাহ্ প্রদত্ত তোমার জন্য নির্ধারিত সেই মাঝির জন্য।
হয়তো বা বিশ্বাস নামক অর্ধ-শূন্য বস্তুটা পূনরায় পূর্ণ হবে নইতো শূণ্য।
বিশ্বাস যখন শূণ্য হয়,বাকি পথ একাই চলতে হয়।
০ Comments