লেখক:- শেখ আলী (এমদাদ)
ধবল শাড়ির আঁচলে লুকিয়ে রাখা
এক গুচ্ছ গোলাপ!
কপালে জড়ানো কালো টিপ,
কাজল লেপটানো দুটি চোখ,
আর হাতে পরা কাচের চুড়ি!
শুধু তোমার জন্যে।
যদিও অভ্যাস নেই তাতে,
তবুও প্রিয়তার প্রিয় রঙে নিজেকে সাজাই
একটুখানি সুখের আশায়।
সুখ! সে তো পাড়ি দিয়েছে, অনেক দূরে।
কষ্ট কে সাথি করে নিয়েছি,
নিস্তব্ধ রাতের চক্ষু জলে।
দক্ষিণের খোলা জানালার প্রান্তরে,
বহুক্ষণ ধরে, চেয়ে থাকি দিগন্তের দিকে।
হয়তো সে আসবে!
দু’হাত ভর্তি বকুলের মালা নিয়ে,
দু’চোখ ভর্তি আক্ষেপ নিয়ে বলবে…
নির্ঝরা, শুধু তোমার জন্যে!
নয়তো আমার অপেক্ষাই অর্থহীন
চাওয়াটা অসাধ্য, আর কল্পনাটা ভিত্তিহীন!
তবুও আমি অপেক্ষার প্রহর গুনব,
অনিশ্চয়তা নিয়ে, তুমি আসবে বলে।
০ Comments