নির্ঝরা
প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০১৯
লেখকঃ augustmault0163

 2,968 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখক:- শেখ আলী (এমদাদ)

ধবল শাড়ির আঁচলে লুকিয়ে রাখা
এক গুচ্ছ গোলাপ!
কপালে জড়ানো কালো টিপ,
কাজল লেপটানো দুটি চোখ,
আর হাতে পরা কাচের চুড়ি!
শুধু তোমার জন্যে।
যদিও অভ্যাস নেই তাতে,
তবুও প্রিয়তার প্রিয় রঙে নিজেকে সাজাই
একটুখানি সুখের আশায়।
সুখ! সে তো পাড়ি দিয়েছে, অনেক দূরে।
কষ্ট কে সাথি করে নিয়েছি,
নিস্তব্ধ রাতের চক্ষু জলে।
দক্ষিণের খোলা জানালার প্রান্তরে,
বহুক্ষণ ধরে, চেয়ে থাকি দিগন্তের দিকে।
হয়তো সে আসবে!
দু’হাত ভর্তি বকুলের মালা নিয়ে,
দু’চোখ ভর্তি আক্ষেপ নিয়ে বলবে…
নির্ঝরা, শুধু তোমার জন্যে!
নয়তো আমার অপেক্ষাই অর্থহীন
চাওয়াটা অসাধ্য, আর কল্পনাটা ভিত্তিহীন!
তবুও আমি অপেক্ষার প্রহর গুনব,
অনিশ্চয়তা নিয়ে, তুমি আসবে বলে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *