তুমি কেমন আছো?
প্রকাশিত: জানুয়ারী ৯, ২০১৯
লেখকঃ augustmault0163

 2,163 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা:শেষ বিকালের মেয়ে (অদৃশ্য ধ্রুবতারা)

লোকালয় ছেড়ে মরুভূমি নয়।
শহর ছেড়ে অদূর কোনো গ্রাম নয়।
আছি পৃথিবীর কোনো এক প্রান্তে।
তবু তুমি আছো মনেরই অজান্তে।
সবসময় ব্যস্ততা রাখছে আমায় ঘিরে।
তবু তুমি আছো এই মনটা জুড়ে।
জানি না কোথায় আছো তুমি এখন।
তবু হাজার লোকের ভীড়ে তোমায় খোঁজে এই মন।
হাজার লোকের ভীড়েও আজ আমি একা।
জানি না কবে পাবো তোমার দেখা।
কান্না এখন নিত্যসাথি, আলোর মাঝে আঁধার।
তবু তোমার আশায় দিন কেটে যায় আমার।
জানি না কী করছো,
আমাকে কি ভাবছো?
জানতে ইচ্ছে করে আজও,
তুমি কেমন আছো?

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. সুস্মিতা শশী

    আর একটু ছন্দময় হলে আরো ভালো লাগতো।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    প্রিয়জনের জন্য প্রতীক্ষা আসলেই বড় কষ্টদায়ক। সময়ের পর সময় কেটে যায়, তবুও প্রিয়জনের দেখা না পেলে সময় যেনো অসীম হয়ে যায়। স্বল্পভাষায় কি দারুণভাবেই না মনের কথা ব্যক্ত করলেন। ভালো লেগেছে বেশ। কোনো ভুল পেলাম না লেখায়। প্রিয়জন অতিসত্বর ফিরে আসুক এই কামনা। সাথে কবির প্রতি অনেক অনেক শুভ কামনা।

    Reply
  3. Halima tus Sadia

    অনেক ভালো লিখেছেন।

    ছন্দেরও মিল রয়েছে।
    পড়ে ভালো লাগলো।

    প্রিয়জনের প্রতিক্ষায় থাকা বড় কষ্টের।
    সেই সময়গুলো কাটতে চায় না।কান্
    অপেক্ষার প্রহরগুলো যেনো কাটে না।

    প্রিয়জন চলে গেলে কান্না ছাড়া কোনো উপায় থাকে কি..
    কান্নাই নিত্য সাথী হয়ে যায়।

    শুভ কামনা রইলো।

    Reply
  4. Md Rahim Miah

    তবু-তবুও(তবুও দিলে ছন্দ আরো সুন্দরময় হয়)
    ভীড়ে-ভিড়ে
    বাহ্ বেশ ভালো লিখেছেন। পড়েও অনেক অনেক ভালো লেগেছে। তবে আরো ভালো লাগতো শেষের দিকেও অন্ত্যমিল আর ছন্দ মিল রাখতেন। যদিও কবিতার মাঝে এইসব না দিলেও চলে। কিন্তু দিলে কবিতা সুন্দর দেখায় আর পড়ে মজা পাওয়া যায়। কবিতার মাঝে কারোর অপেক্ষার বেদনা ফুটে উঠেছে আর অদৃশ্য রাজপুত্রের ভাবনা। যাইহোক অনেক অনেক শুভ কামনা রইল।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *