কবিতা: ভালোবাসি প্রিয়
লেখা:আনতারা হুমাইরা
তোমাকে আপনার করে না পাওয়ার যন্ত্রণায় একদিন আমি শূণ্যে মিলিয়ে যাবো দেখো!
সেদিন বাতাসেরা মিথ্যে প্রেমের দায়মুক্তির গল্প শোনাতে ব্যস্ত রবে,
আমার ঠিক মাথার বা পাশটাতে মা বসে করুণ গলায় আর্তনাদ করবে,
আত্নীয়দের আহাজারিতে চারপাশ মুখরিত হবে;
প্রতিবেশীরা আমার সমাধিতে ব্যস্ত হবে!
আচ্ছা তুমি কি সেদিন আমার জীবন বিয়োগে কাঁদবে?
নাকি প্রশান্তিময় দীর্ঘশ্বাস ফেলবে?
আমার না খুব জানতে ইচ্ছে হয় জানো!
হয়তো কাঁদবে নয়তো হাসবে;কিংবা বলবে বেশ হয়েছে এতোদিনে আপদটা বিদেয় হলো!
তবুও শেষ বেলায় আমার সমাধিস্থলে একটুখানি এসো,
মিথ্যে করে হলেও একটিবার বলো-ভালেবাসি প্রিয়!
প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই ‘কী’ শব্দটি ব্যবহীত হয় প্রিয় কবি। আপনি ‘কি’ শব্দটি ব্যবহার করেছেন।
কবিতা হিসেবে ছোট মনে হলো। লাইনগুলো আরো বড় বা শব্দগুলো আরি বথশি হতে পারতো। সমস্যা নেই, তবুও বলবো বেশ ভালো লিখেছেন। আশা করি আপনার থেকে আরো ভালো কিছু পাবো। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।