ভালোবাসি প্রিয়
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০
লেখকঃ Mohasina Begum

 2,611 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ Mohasina Begum

কবিতা: ভালোবাসি প্রিয়
লেখা:আনতারা হুমাইরা

তোমাকে আপনার করে না পাওয়ার যন্ত্রণায় একদিন আমি শূণ্যে মিলিয়ে যাবো দেখো!

সেদিন বাতাসেরা মিথ্যে প্রেমের দায়মুক্তির গল্প শোনাতে ব্যস্ত রবে,

আমার ঠিক মাথার বা পাশটাতে মা বসে করুণ গলায় আর্তনাদ করবে,

আত্নীয়দের আহাজারিতে চারপাশ মুখরিত হবে;
প্রতিবেশীরা আমার সমাধিতে ব্যস্ত হবে!

আচ্ছা তুমি কি সেদিন আমার জীবন বিয়োগে কাঁদবে?
নাকি প্রশান্তিময় দীর্ঘশ্বাস ফেলবে?
আমার না খুব জানতে ইচ্ছে হয় জানো!

হয়তো কাঁদবে নয়তো হাসবে;কিংবা বলবে বেশ হয়েছে এতোদিনে আপদটা বিদেয় হলো!

তবুও শেষ বেলায় আমার সমাধিস্থলে একটুখানি এসো,
মিথ্যে করে হলেও একটিবার বলো-ভালেবাসি প্রিয়!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১ Comment

  1. মেহেরুন্নেছা মিষ্টি।

    প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই ‘কী’ শব্দটি ব্যবহীত হয় প্রিয় কবি। আপনি ‘কি’ শব্দটি ব্যবহার করেছেন।
    কবিতা হিসেবে ছোট মনে হলো। লাইনগুলো আরো বড় বা শব্দগুলো আরি বথশি হতে পারতো। সমস্যা নেই, তবুও বলবো বেশ ভালো লিখেছেন। আশা করি আপনার থেকে আরো ভালো কিছু পাবো। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *