লেখক→চাঁদনী নূর লামিয়া
আহারে সুখ! হায়রে সুখ মরীচিকা তুই সুখ,
তোর তরেতে ডুবে থাকতে
আশায় থাকে কত মুখ!
শত যতনে হাজার বারনে তোকে ছোঁয়ার নেশায়,
মানুষে নিজেরে অঙ্গারে পুরে স্বপ্নের ভেলাতে ভাসাই।
আহারে সুখ,হায়রে সুখ,আলেয়া তুই সুখ,
তোকে নিজের করে পেতে কে ধনী আর কে গরীব,সকলেই করে লোভ!
সাদা আর কালো কিবা রঙিন আলো
তোকে জয় করতে মানুষে ভুলে যায়,
কিসে ক্ষতি আর কিসে ভালো”
আহারে সুখ,হায়রে সুখ,সোনার হরিণ তুই সুখ,
তোর মাঝেতে নিজেকে হারাতে
কত দুঃখী ভরসায় বাধে বুক।
কোন রুপেতে ভুলিস তুই,থাকিস কোন দেশে?
তোর তরেতে মজিতে মানুষ নিজেকে সাজাই নানান বেশে।
আহারে সুখ,হাইরে সুখ,কোহিনূর তুই সুখ,
তোর পিছনে ছুটে নিঃস্ব হয়েছে কতো প্রাণের কতো লোক!
কে যুবা আর কে শোভা সকলেই তোরে খুঁজে,
নিশি দিবা ঘুমে নিদ্রাতে শুধু তোর স্বপ্নেই থাকে মজে।
আহারে সুখ,হাইরে সুখ,ছলনাময়ী তুই সুখ!
ক্ষণিকের তরে দেখা দিয়ে তুই লুকিয়ে থাকিস কতো যুগ?
আজ এপারে তো কাল ওপারে তুই, থাকিস মাটিতে নাকি জলে ভরা সাগরে?
কান্নাতে ভুলিস নাকি রঙধনু ছড়াস হাসিতে আর আদরে!
নিরাশায় বসত করে তুই আশাতে বুনিস তোর শিকারি ফাঁদ,
দুঃখীদের কাছে তুই যে সব,তুই যে মাধবীর চাঁদ!
সুখ সে তো সোনার হরিণ, তবে কঠোর পরিশ্রম ও সাধনা করলে সুখ এমনিতেই ধরা দিবে। বিল গেটস বলেছেন, If u born in poor its not your bad luck, but u died in poor its your bad luck..
ভাল হয়েছে।শুভ কামনা
ভাল হয়েছে।শুভ কামনা।
সুখের জন্যই তো মানুষের এতো কিছু।একটু সুখের জন্য মানুষ কতো পরিশ্রমই না করে।তবুও সে সুখ সবার কপালে জুটে না।
তবে দুঃখের পরেই সুখ আসে।
সুখ যদিও সোনার হরিণ তবে একদিন পরিশ্রমের ফর পাওয়া যায়।
বারনে–বারণে
শুভ কামনা।
ভালো লেগেছে।
কবিতাটি খুবই সুন্দর হয়েছে। সুখের মত দুর্লভ বস্তু পেতে সবাই ব্যাকুল, মরিয়া। সবাই সুখে হারিয়ে যেতে চায়, এজন্য কোন পাপকাজ করতেও দ্বিধাবোধ করে না। সুখ যে কোথায় গেলে পাওয়া যাবে সেটা সবার মনেই প্রশ্ন। সুন্দর একটি কবিতা। তবে বানানে কিছু ভুল আছে।
বারনে- বারণে।
ভেলাতে ভাসাই- ভেলাতে ভাসায়।
কিবা- কি’বা/কিংবা।
বাধে- বাঁধে।
সাজাই- সাজায়।
রঙধনু- রংধনু।
আহারে দুখ, সুখ আসলে পাওয়া অনেক কঠিন। যাইহোক বানান দেখলাম সব ধরে দিয়েছে তাই আর ধরছি না। তবে কবিতাটা অসাধারণ ছিল। ভালো লেগেছে, শুভ কামনা
ভালো হয়েছে, শুভকামনা
সুখ সুখ করে দুনিয়ার ঘুম নষ্ট করি আমরা।সুখ পেতে ভালো কি মন্দ সব করি।কিন্তু সুখের দেখা কই?
তাইতো কবিকুল বলে গেছেন,
অন্যের তরে নিজের সবটুকু উৎসর্গের মাঝেই রয়েছে সুখ।শুধু সুখ সুখ করে কেঁদে লাভ নেই।
এই সত্যটুকু মেনেই আমরা সুখের আশা করবো,আগে নয়।
অনেক সুন্দর হয়েছে।বানানে কিছু ভুল আছে।
ধন্যবাদ
কয়েকটি ভুল,
বারন___ বারণ
কতো___ কত
হাইরে___ হায়রে
রুপ___ রূপ
.
নামকরণটা যথার্থ।
কনসেপ্টটা ভালো ছিলো।
লেখনীও বেশ ভালো।
.
বারবার সুখ শব্দটা শুনতে কেমন যেন বিরক্তিকর লেগেছে। বিরাম চিহ্নের পর স্পেসের পর শব্দ শুরু হবে। আপনি অনেক জায়গায় এটি দেননি।
.
সুখের অাশায় মানুষ কতকিছুই না করে। সুখের জন্য একজন অারেকজনের সুখ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। সুখের আশায় আমরাও চেয়ে থাকি।
.
সবমিলে ভালোই।
শুভ কামনা রইলো।