প্রথম বসন্তের আগমনী স্মৃতিকথা
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০
লেখকঃ Mohasina Begum

 2,440 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ Mohasina Begum

আফিয়া সিদ্দিকা রাঈসা

ক্যালেন্ডারের পাতা ঘুরে ঘুরে,
আবার দিনগুলো এলো,
মনে করিয়ে দেয়,
আমার অনভিজ্ঞতার গল্প,
বসন্তের মনমাতানো সমীরণের গল্প।

অদ্ভুত সে গল্প,
কৃষ্ণচূড়া-মাধবীলতার গায়ে
দখিনা হাওয়া বইলে যেমন
নৃত্যে মত্ত হয় গাছের পাতা আর ফুলগুলো
জীবনও হয়তো এমন।
মনে হতো, গানে গানে সুরে সুরে
কেটে যাবে জীবন।
ভারী রঙিন লাগতো সময়টা
আহা! সে কী উত্তেজনা!
বড্ড কল্পনাবিলাসী ছিল মনটা!
চোখে মুখে আলোর ছটা!
অন্ধ আবেগ, না মানতো কোন যুক্তি,
না মানতো কোন বাঁধা।
কে জানতো, জীবনটা মস্ত এক রঙ্গমঞ্চ,
ক্ষণে ক্ষণে রঙ বদলায় গিরগিটির মতো।
ছেলেমানুষির ছলে ভাবতাম,
বিশ্বজয় করার যোগ্যতা আছে আমার
ভালোবাসার মহিমায়।
অনেক চাওয়া-পাওয়া যে হিসেব-নিকেষের
বাইরেই রয়ে যায় অজানাই ছিল।
ছোট্ট মেয়েটাকে কোনদিনই যেখানে
কোন অপূর্ণতা স্পর্শ করেনি,
যে দেখেনি বাইরের পৃথিবী
সে কীভাবে জানবে বলো
এসব জটিল সমীকরণ আর ধাঁধার সমাধান।
আচ্ছা সেদিন পাশবিক আনন্দ প্রাপ্তির নেশায়
মেতেছিলে বুঝি,একটা অবুঝ,স্বপ্নে বেঘোর
মেয়েকে ক্ষতবিক্ষত করে,
তার হৃদপিণ্ডে প্রচণ্ডভাবে রক্তক্ষরণ হচ্ছিল,
অসহ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে
একসময় নিস্তেজ হয়ে গেলো,
আদৌ তুমি দেখেছিলে কিছু?
নাকি মিথ্যা আনন্দের মোহে অন্ধ ছিলে?
জানি না উত্তর,জানতে চাইও না আর,
একটা সময় খুব জানতে চাইতাম,
আকাশ ছোঁয়া মায়ার তাড়নায়।
আজকাল অবশ্য মনে হলে,
হাসিই পায় বেশ।
বেশ বোকা ছিলাম!
তুমি কি খুব হাসতে আমার বালখিল্যপনায়?
বোকা ছিলাম বলেই ভালোবেসেছিলাম নিঃশর্তে।
এরপর অনেকটা পথ পাড়ি দিলাম,
ভালোই বুদ্ধি গজালো মাথায়,
আর তখনই তালা দিলাম অনুভূতির দুয়ারে।

এভাবে বছরের পর বছর যাবে,
কখনো মনে পড়বে ভীষণভাবে,
আবার কখনো না,
যুগ কেটে যাবে, ধুলো জমে যাবে
জীবনের নিত্যনতুন ব্যস্ততায়।
তবুও তারুণ্যের প্রথম উন্মাদনার
ভালোলাগার স্মৃতিতে,
একটা মৃদু হাসির রেখা খেলবে ঠোঁটে,
আবার পরক্ষণেই চোখে কোণে জমতে চাইবে জল।
এ দুইয়ের সম্মিলনেই প্রশমিত হয়ে যাবে সব।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *