প্রত্যাশিত প্রত্যাশা
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০
লেখকঃ Mohasina Begum

 2,180 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ Mohasina Begum

কবিতাঃ প্রত্যাশিত প্রত্যাশা
লেখকঃ সাইফ তালহা

খুব বেশিকিছুর প্রত্যাশা নেই,
শুধুমাত্র স্নিগ্ধময় ভালোবাসার ঘ্রাণেই সন্তুষ্ট,
যারা দানব হয়ে দাঁড়াবে পক্ষাঘাতগ্রস্ত হৃদয়ের।
যাদের কণ্ঠের মহাসমারোহ হতভম্ব করবে সমুদ্রের উদ্দাম নৃত্যকে।
সাক্ষরিত মৃত্যু দলিলকে করবে নিছক কাগজ মাত্র।

তোমার জোস্ননা মাখা কোমল হাসি…
দিকচিহ্নহীন ঝড়োমেঘ হয়ে বর্ষিত হবে,
অভিক্ষেপের নিচের সুপ্ত শুষ্ক মরুতে।
অচিরেই সুরোভিত হবে মায়াময় নন্দনকাননে
অসমাপ্ত পঙ্গতিগুলো পাওয়া যাবে সন্তপর্ণে।

খুব বেশিকিছুর প্রত্যাশা নেই,
বিদায়ী ফাগুনের অবিনাশী অভ্যর্থনাই যথেষ্ট।
যার দুফোঁটা অশ্রু প্রতিনিধিত্ব করবে বিক্ষুব্ধ সমুদ্রের।
যেই অশ্রু মূহুর্তেই আড়াল করে উত্তপ্ত গগনকে।
যার স্পর্শে তৈরী হবে ব্রক্ষ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ কাব্যের কালি।

বিমূর্ত অভিনয়ের শহর ধূলিসাৎ করে,
মফস্বলি বিস্মিত সন্ধ্যায় হারিয়ে যাবে দুটি সত্বা,
রাতের কালো ক্যানভাসে অঙ্কিত হবে দুটি স্বপ্ন।
ঘুম চোখের ভোরের অহর্নিশ মায়াময় গন্ধে…
নতুনত্বে আলোরিত হবে শরতের সবটুকু সুর।

স্থানান্তরিত অপরাহ্নের অদ্ভুত ভালোবাসাটুকু জমিয়ে রেখ,
তার রহস্যময় ছন্দে যেন উত্তাল হয়ে ওঠে…
বিলুপ্ত সভ্যতার গোধূলির ইতস্তত দাম্ভিক মেঘপুঞ্জ।
আর কিছু নয় শুধু,
নক্ষত্রের অববাহিকায় উড্ডীন রেখ স্বর্গীয় প্রত্যাশার দেবদারু

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *