তুলসী বনের বাঘ
–আল-মুনতাসির।
চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ !
ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ।
ইচ্ছে করে কামড় খেলে,
ভরলে হৃদয় বিষের নীলে
কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ?
চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ !
চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে,
জগত দেখার শক্তিটুকু গেলো এবার থেমে।
তাইতো প্রিয় মরার মতো
ঝিমাও শুধু অবিরত,
নেই যে তোমার হৃদয় মাঝে আপন জাতের রাগ।
চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ !
ছদ্মবেশে জীবনভরে কাটলো তোমার জাত,
তা জেনেও তুললে নাকো প্রতিবাদের হাত।
তোমার হেলায় ঘরে এসে
কামড় দিলো তোমায় শেষে
তোমার আপন বন্ধুরূপী তীব্র বিষের নাগ।
চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ !
মর্মে তোমার করতে দিলে ছদ্মবেশীর বাস,
করেছিলো তোমার জাতীর আপন ঘরের নাশ।
তবুও চোখ রইলে বুজে,
চক্ষু মেলে নাওনি খুঁজে
কেমন করে কেটেছিলো তোমার জাতের বাগ।
চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ !
*গেলো-> গেল।
ভালো লিখেছেন। তবে আরো একটু গুছানো হতে পারতো। শুভকামনা রইল।