কবিতা – গোপন আর্তনাদ
#জয়নাল_আবেদীন
মনে পড়ে কাজল চোখে মুগ্ধ করে
রাখতে আমায়।
কখনো নির্মল হাসিতে ভরিয়ে দিতে চারপাশ।
ভুলে গেছো সেদিন ঘাটের পাশে নূপুর পায়ে
নৃত্যের তালে এসেছিলে।
লাল শাড়িটা এলোমেলো জড়িয়ে,
মুখটা কেমন গম্ভীর ও করুণ দেখেছিলাম।
বারবার আকাশে মেঘের গর্জন, বৃষ্টির ছাট,
পাখির কিচিরমিচির সবি শুনেছি।
তবুও তোমার গোপন আর্তনাদ চেপে গেলে আমার অজান্তে।
ভালো থেকো বন্ধু ওপারে।
তুমি একা নও যেনে রেখো।
আমিও আসব তোমার না ফেরার দেশে।
উজার করে দিবে তোমার অব্যক্ত বাসনা।
নীল আকাশে যেন ফুটে উঠবে দুটি বিষাদের তাঁরা।
ভালো লিখেছেন। তবে আরো একটু বড় হতে পারতো। কবিতা হিসেবে বেশ ছোট মনে হলো আমার কাছে। যাকগে এটা কোনো বিষয় নয়। প্রতিযোগিতার জন্য অনেক শুভকামনা রইল।