আড়ালের বিভীষিকা
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০
লেখকঃ Mohasina Begum

 2,689 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ Mohasina Begum

কবিতা-আড়ালের বিভীষিকা
লেখা-আরিয়া আঁখি

এ-শহরের অলিতে-গলিতে জমা বিক্ষোভ,
শেওলা জমা প্রাচীর গুলো যেন অন্যায়ের একএকটা স্বাক্ষী।
অপরাধীর লাগেনা মুখোশ ছুঁড়তে মিথ্যা বচন,
আইন তাদের বন্দী পকেটে হয়েছে দেহরক্ষী।
রাতের অন্ধকারে দেয়াল ফুঁড়ে বেড়িয়ে আসে যেন ধর্ষকের লালসার হাত,
এগারো মাসের শিশু থেকে একশো বছরের বৃদ্ধাও পায়না নিস্তার।
দূর দূর করে তাড়াচ্ছে মহাজন পরিচিত এলাকার কোনো পাগলি,
মাথা উঁচু করে দেখো পাগলির কোল,
আড়াই বছরের শিশুটি যেন তারই প্রতিচ্ছবি।
গডফাদাররা আছে তার,খুন এখন কেবলই উৎসব;
গরীবের বুকে লাথি মেরে গডফাদাররাই তো শুরু করেছিল এসব তান্ডব।
প্রতিবাদ আমাদের শুধুই নোটবুকের পাতা জুড়ে,
ভুলে গিয়ে অতীত কাল কিংবা পরশু ঠিকই সবই ফেলি ছুঁড়ে।
শহর তুমি এভাবেই চলো অন্যায় প্রশ্রয় দিয়ে,
এখন যে কেবল ভীতু মায়ের সন্তান আমরা;
লাশ – ধর্ষিতার উপাধি চাইনা একা যুদ্ধে নেমে।
আবার কোনো বঙ্গবন্ধু যদি জন্ম নেয় এই দেশে,
স্লোগান হানে ” জাগো বাঙালি জাগো,অবিচারের রোধে নামো ”
এমন ভোরে জাগিয়ে দিও মা,
আমরাই সেদিন জীবনের মায়া কাটিয়ে নামবো রাজপথে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *