কবিতা-আড়ালের বিভীষিকা
লেখা-আরিয়া আঁখি
এ-শহরের অলিতে-গলিতে জমা বিক্ষোভ,
শেওলা জমা প্রাচীর গুলো যেন অন্যায়ের একএকটা স্বাক্ষী।
অপরাধীর লাগেনা মুখোশ ছুঁড়তে মিথ্যা বচন,
আইন তাদের বন্দী পকেটে হয়েছে দেহরক্ষী।
রাতের অন্ধকারে দেয়াল ফুঁড়ে বেড়িয়ে আসে যেন ধর্ষকের লালসার হাত,
এগারো মাসের শিশু থেকে একশো বছরের বৃদ্ধাও পায়না নিস্তার।
দূর দূর করে তাড়াচ্ছে মহাজন পরিচিত এলাকার কোনো পাগলি,
মাথা উঁচু করে দেখো পাগলির কোল,
আড়াই বছরের শিশুটি যেন তারই প্রতিচ্ছবি।
গডফাদাররা আছে তার,খুন এখন কেবলই উৎসব;
গরীবের বুকে লাথি মেরে গডফাদাররাই তো শুরু করেছিল এসব তান্ডব।
প্রতিবাদ আমাদের শুধুই নোটবুকের পাতা জুড়ে,
ভুলে গিয়ে অতীত কাল কিংবা পরশু ঠিকই সবই ফেলি ছুঁড়ে।
শহর তুমি এভাবেই চলো অন্যায় প্রশ্রয় দিয়ে,
এখন যে কেবল ভীতু মায়ের সন্তান আমরা;
লাশ – ধর্ষিতার উপাধি চাইনা একা যুদ্ধে নেমে।
আবার কোনো বঙ্গবন্ধু যদি জন্ম নেয় এই দেশে,
স্লোগান হানে ” জাগো বাঙালি জাগো,অবিচারের রোধে নামো ”
এমন ভোরে জাগিয়ে দিও মা,
আমরাই সেদিন জীবনের মায়া কাটিয়ে নামবো রাজপথে।
০ Comments