ভালোবাসার মতো পাপ আর হয়ে থাকেনা কোনো
অরণি ইসলাম
কথাতো অনেকেই দেয়,
আমিও দিয়েছিলাম।
পাশে থাকবো,
হাতে হাত রাখবো,
আরো অনেক কথা।
আমি তখন বেঁচে ছিলাম, আকাশ।
কথারাও বেঁচে ছিলো।
মৃত্যুর পর কি আর পৃথিবীতে কারো জবাবদিহি করতে আছে?
নাকি কোনো সুযোগ রেখেছেন সৃষ্টিকর্তা?
তুমি চাইলে একটা আবদার করলে করতেও পারো বিধাতার কাছে,
একবার মুখোমুখি দাঁড় করিয়ে দেবার।
তখন নাহয় প্রশ্ন করো,
যা যা প্রশ্ন আছে করার।
আমি উত্তর দিয়েই দেবো।
আবারো মিথ্যে বলবো,
“ভালোবাসিনি কোনোদিন তোমায়”।
“আমি ছলনাময়ী”।
সৃষ্টিকর্তা আমাকে আবারো নরকে নিক্ষেপ করবেন।
তুমি এভাবে যতবার মুখোমুখি এসে দাঁড়াবে,
আমি একটা করে মিথ্যে কথা আওড়ে যাবো।
আমার নরক জীবন দীর্ঘ থেকে দীর্ঘতর করে দেবেন পরমেশ্বর।
ভালো যে কতটা বাসি,তা আর কোনোদিন মুখে আওড়াবো না ভুল করেও।
ভালোবাসার মতো পাপ আর হয়ে থাকেনা কোনো।
না ইহলোকে,
না পরলোকে।
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
লেখার ভাবে তৃপ্ত আছে
ধন্যবাদ,আপু
আসলেই ভালোবাসার জন্য অনেকেই অনেক ওয়াদা করে থাকে। কিন্তু ওয়াদা পূরণ করতে পারে কয়জন? সেই ওয়াদা পূরণ করার তৌফিক হয়ত সবার হয় না,তার আগেই কেউ চলে যায় অনেক অনেক দূরে, না ফেরার দেশে। তাই তার দোষ না থাকলেও যন্ত্রণা তাকে কুঁড়ে কুঁড়ে খায়। তবুও ভালোবাসা পবিত্র।
সুন্দর লিখেছেন। শুভ কামনা রইল। বানানে তেমন ভুল নেই।
নাহয়- না হয়।
ভালোবাসিনি- ভালোবাসি নি।
কবিতায় ভালোবাসার সাথে প্রেমিকের প্রতি চাপা অভিমান ফুটে উঠেছে। কবি তার অভিমান, প্রেম অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। শুভকামনা।
বরাবরেরত মতই দারুণ।
বরাবরের মতই দারুণ।
অভিমানী ভাব স্পষ্ট প্রকাশ পেয়েছে।
কখনো ভালোবেসেও বলতে হয়, “ভালোবাসি না”
হয়তো কোনো কারণ লুকায়িত থাকে এর আড়ালে।
যেটা কবি জানেন, অথবা জানেন না।
তৃপ্তি পেলাম কবিতা পড়ে।
শুভ কামনা রইল।
শুধু মুখে ভালবাসি বললেই ভালবাসা হয় না।ভালবাসা মনের, ভাষায়, চোখের ইশারায় ও বুঝা যায়।অনেক সুন্দর
অনেক ভালো লাগলো,কবিতাটা।
অনুভূতির মূর্ত প্রকাশ!
কবিতায় ভালোবাসার পাপের কথা ফুটে উঠেছে।
জীবনে যখন প্রেম আসে তখন কতো রকমের প্রতিশ্রুতি করি।কিন্তু এক সময় আমরা সব ভুলে যাই।সেই ভালোবাসার মানুষটাকে,কাটানো মুহূর্তগুলো।
তখন ভালোবাসার মানুষটি ঘৃণায় পরিনত হয়।
আর ভালোবাসাকে পাপ মনে হয়।
ভালোবাসার মাঝে যন্ত্রণা থাকবেই।
তবুও ভালোবাসা পবিত্র।
অনেক সুন্দর কবিতা।পড়ে ভালো লাগলো।
শুভ কামনা রইলো।