উল্টাপিঠে গন্তব্য
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,237 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163
_ইবরার আমিন
রাতের বর্ণ কে মুঠোবন্দি করে ঘুম উড়াতে গেলে;
আমাকে চেপে ধরে একাকীত্ব,
মৃত্যু রোগে আমি ডুবতে থাকি,
আমার ভেতরে হাঁটতে থাকে দুশ্চিন্তা;
বালিশের বুকে ঠাঁই খুঁজি আরেকটা ভোর চোখে ভাসার,
শেষরাতের সড়কে থেমে যায় চোখের পাতা,
ক্লান্তি তে অবসর নামে সে বেলায়,
ঘুমের দরজা খুলতেই চেপে ধরে হতাশা,
হাতের আঙ্গুল গুনে নিজের ভাগ্যে ব্যস্ত হই,
তারপর হাসিমুখের মিথ্যে অভিনয়ে দিন কেটে যায়,
মায়ের চোখের পাতায় তাকিয়ে দেখি;
আমি ভালো নেই,
বাবার ব্যবহারে খুঁজে পাই-
আমার ভেতরে সুখের কোনো জানালা নির্মাণ হয়নি,
বোনের পড়ার টেবিলে চোখ পড়লেই বুঝি;
সংসারের জটিল সমীকরণের না কষা অংক!
বেঁচে থাকি;
হেঁটে চলি আরেকটা দিন কে বলতে;
গতকাল আমার সুখে অভাব দেখা যায়নি,
অথচ;
আজ আমি বেঁচে আছি অসুখের ট্রেন মাথায় নিয়ে!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. আখলাকুর রহমান

    ক্লান্তি তে – ক্লান্তিতে

    সুন্দর উপস্থাপনা।
    ছন্দপতন হয়েছে লেখার মাঝে।
    সেদিকে সজাগ দৃষ্টি রাখা উচিৎ ছিল।
    শুভ কামনা রইল।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    জীবন বড়ই জটিল। এর কঠিন সমীকরণ মিলাতে গেলে হিমশিম খেতে হয় প্রতি মুহূর্তেই। তবুও চলতে হয় এই জীবন নামক কঠিন পথে।
    খুব সুন্দর লিখেছেন। প্রতিটি চরণে বর্ণনাভঙ্গি সুন্দর। ছন্দপতন হয়েছে কিছু জায়গায়। বানানে কোন ভুল আমার নজরে পরে নি।

    Reply
  3. আরাফাত তন্ময়

    শক্ত ভাষার একটি কবিতা। পড়া শেষে রেশ রয়ে যাবে অনেকক্ষণ। এটাই লেখকের স্বার্থকতা। শুভ কামনা রইলো।

    Reply
  4. ইবরার আমিন

    সবাই কে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা,
    কবিতাটি কোনো ছন্দে লেখা হয়নি, ভালোবাসা নিবেন আপনারা ❤

    Reply
  5. Halima tus sadia

    জীবনের সমীকরণ নিয়ে অসাধারণ কবিতা।
    পড়ে ভালো লাগলো।
    চমৎকার লেখনি।
    বাস্তবতা বড় কঠিন।জীবনে চলার পথে হতাশা আসবেই।
    তবে সেই হতাশা কাটতে হবে।জীবন তার গতিতে চলবে।
    আমাদেরকে হতাশা কাটিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে।
    বানানে কোনো ভুল নেই।
    শুভ কামনা রইলো।

    Reply
  6. মাহফুজা সালওয়া

    ভালো লাগলো।
    চর্চা চালিয়ে যাবেন।
    শুভকামনা ।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *