নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...
ক্লান্তি তে – ক্লান্তিতে
সুন্দর উপস্থাপনা।
ছন্দপতন হয়েছে লেখার মাঝে।
সেদিকে সজাগ দৃষ্টি রাখা উচিৎ ছিল।
শুভ কামনা রইল।
জীবন বড়ই জটিল। এর কঠিন সমীকরণ মিলাতে গেলে হিমশিম খেতে হয় প্রতি মুহূর্তেই। তবুও চলতে হয় এই জীবন নামক কঠিন পথে।
খুব সুন্দর লিখেছেন। প্রতিটি চরণে বর্ণনাভঙ্গি সুন্দর। ছন্দপতন হয়েছে কিছু জায়গায়। বানানে কোন ভুল আমার নজরে পরে নি।
শক্ত ভাষার একটি কবিতা। পড়া শেষে রেশ রয়ে যাবে অনেকক্ষণ। এটাই লেখকের স্বার্থকতা। শুভ কামনা রইলো।
সবাই কে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা,
কবিতাটি কোনো ছন্দে লেখা হয়নি, ভালোবাসা নিবেন আপনারা ❤
জীবনের সমীকরণ নিয়ে অসাধারণ কবিতা।
পড়ে ভালো লাগলো।
চমৎকার লেখনি।
বাস্তবতা বড় কঠিন।জীবনে চলার পথে হতাশা আসবেই।
তবে সেই হতাশা কাটতে হবে।জীবন তার গতিতে চলবে।
আমাদেরকে হতাশা কাটিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে।
বানানে কোনো ভুল নেই।
শুভ কামনা রইলো।
ভালো লাগলো।
চর্চা চালিয়ে যাবেন।
শুভকামনা ।