লেখিকাঃজিনিফা ইফাত
তোমার জন্য একটি কবিতা লেখেছি শুনবে প্রিয় তুমি,
গানের ছন্দময় সুরের মাধুরী দিয়ে
আমি তোমাকেই পেতে চাই,
তোমাকে পেলে আমারি এ জীবন
ধন্য প্রিয়।
তুমি বলতে পারবে তোমার
রুপো মাধুরী দ্বারা সামনে
এসে আমাকে ” আমি
তোমাকে ভালোবাসার স্পর্শ
করতে চাই প্রিয়।”
এই অমর ভালোবাসার কথা
সকলের সামনে আসে একদিন,
আবার হাত ছানি দিয়ে কিভাবে
চলেও যায় সময়ের ঘোরে তা
বোঝাতে পারি নি প্রিয়।
ও প্রিয় তোমার কমল পরশে
তোমার পবিত্রপ্রেমের ছোঁয়া
দিতে পারবে, তাহলেই তো
ভালোবাসার নামটি সার্থক
প্রিয়।
খুব ভালো লিখেছেন, তবে শেষটা আরো কিছু লাইনে করতে হতো।
ধন্যবাদ,
ভালোবাসার থিসিস,
অনেক সুন্দর, আর আবেগপূর্ন
বেশি বেশি শুভকামনা
baba kobi kobi vab…★ great
বড় লিখলে পাঠকরা পড়তে তেমন আগ্রহ জমায় না,
ধন্যবাদ
একটি লাইনের অর্ধেক থেকে কোটেশন শুরু করে তিনটি পরে শেষ না করে পুরোটা এই লাইনে দিতে হতো মে বি।
কিছু জায়গায় সামান্য ছন্দের মিলন থাকলে ভাল লাগতো। মাঝের জায়গাটা পরে কবিতা কবিতা লাগছিল না ।
শুভ কামনা 🙂
ভালো ছিল
ভালোবাসার কবিতা।
ভালোবাসা মনের গহীন থেকে এমনেই চলে আসে।আবার সেই ভালোবাসা সময়ের বিবর্তনে চলে যায়।
মানুষের মন পরিবর্তন হয়ে যায়।
ভালোবাসার অনুভূতি যদি সবসময় একরকম থাকে তাহলেই বালোবাসা স্বার্থক।
লেখেছি–লিখেছি
রুপো–রুপে
শুভ কামনা লেখিকার জন্য।
কবিতাটি সুন্দর হয়েছে। তবে আরেকটু যত্ন নিয়ে লিখলে ভালো হত। ভালোবাসার কবিতা সর্বদাই সুন্দর। যারা সরাসরি সামনে এসে বলতে পারে, আমি তোমাকে ভালোবাসি, তারাই প্রকৃত প্রেমিক। বানানে ভুল হয়েছে অনেক।
লেখেছি- লিখেছি।
আমারি- আমারই।
রুপো মাধুরী- রূপ ও মাধুরী।
হাত ছানি – হাতছানি।
বোঝাতে- বুঝাতে।
ভালোবাসার জন্য মানুষ কি না করে, আপনেও তাই করলেন তাকে নিয়ে কবিতা লেখা। কিছু জিনিস এইভাবে লিখলে ভালো হতো যেমন :
লেখেছি-লিখেছি
আমারি-আমারই
রুপো-রূপে
ঘোরে-ঘুরে
তবে কবিতাটা পড়ে বেশ ভালোই লেগেছে
কবিতাটা ঠিক হয়ে উঠলো না।ভালো হয়েছে,তবে আরেকটু ভালো হতে পারতো।
সবার জীবনে একজন প্রিয় থাকে,আসবে।তাকে নিয়েই যত স্বপ্ন।সৃষ্টিকর্তা আমাদের এমনি এক বন্ধনে বেধে দিয়েছেন।
আমাদের জীবনটাই ভালোবাসায় পরিপূর্ণ। তবে সেটায় পূর্ণ উপলদ্ধি চাই।
বানানে কিছু ভুল আছে।
কিছু ভুল বানান,
হাত ছানি___ হাতছানি
পারি নি___ পারিনি
কিভাবে___ কীভাবে
পবিত্রপ্রেমের___ পবিত্র প্রেমের
.
নামকরণটা যথার্থ।
কনসেপ্টটা ভালো লেগেছে।
বেশ সাবলীল লেখা মনে হলো।
.
মনের ভিতর সুপ্ত ভালোবাসাটুকু দিয়ে তাকেই কাছে টানতে চাই যাকে খুব ভালো লাগে। সেরকম স্মৃতিচারণমূলক কবিতাটা বেশ ভালো লাগলো।
শুভ কামনা রইলো।