তোমার জন্য কবিতা প্রিয়
প্রকাশিত: অগাস্ট ৬, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,421 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখিকাঃজিনিফা ইফাত

তোমার জন্য একটি কবিতা লেখেছি শুনবে প্রিয় তুমি,
গানের ছন্দময় সুরের মাধুরী দিয়ে
আমি তোমাকেই পেতে চাই,
তোমাকে পেলে আমারি এ জীবন
ধন্য প্রিয়।
তুমি বলতে পারবে তোমার
রুপো মাধুরী দ্বারা সামনে
এসে আমাকে ” আমি
তোমাকে ভালোবাসার স্পর্শ
করতে চাই প্রিয়।”
এই অমর ভালোবাসার কথা
সকলের সামনে আসে একদিন,
আবার হাত ছানি দিয়ে কিভাবে
চলেও যায় সময়ের ঘোরে তা
বোঝাতে পারি নি প্রিয়।
ও প্রিয় তোমার কমল পরশে
তোমার পবিত্রপ্রেমের ছোঁয়া
দিতে পারবে, তাহলেই তো
ভালোবাসার নামটি সার্থক
প্রিয়।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১২ Comments

  1. Rabbi Hasan

    খুব ভালো লিখেছেন, তবে শেষটা আরো কিছু লাইনে করতে হতো।

    Reply
    • Zinifa Efat

      ধন্যবাদ,

      Reply
  2. Rupam

    ভালোবাসার থিসিস,
    অনেক সুন্দর, আর আবেগপূর্ন
    বেশি বেশি শুভকামনা

    Reply
  3. Sifat

    baba kobi kobi vab…★ great

    Reply
  4. Zinifa Efat

    বড় লিখলে পাঠকরা পড়তে তেমন আগ্রহ জমায় না,
    ধন্যবাদ

    Reply
  5. Anamika Rimjhim

    একটি লাইনের অর্ধেক থেকে কোটেশন শুরু করে তিনটি পরে শেষ না করে পুরোটা এই লাইনে দিতে হতো মে বি।
    কিছু জায়গায় সামান্য ছন্দের মিলন থাকলে ভাল লাগতো। মাঝের জায়গাটা পরে কবিতা কবিতা লাগছিল না ।
    শুভ কামনা 🙂

    Reply
  6. Reba

    ভালো ছিল

    Reply
  7. Halima tus sadia

    ভালোবাসার কবিতা।
    ভালোবাসা মনের গহীন থেকে এমনেই চলে আসে।আবার সেই ভালোবাসা সময়ের বিবর্তনে চলে যায়।
    মানুষের মন পরিবর্তন হয়ে যায়।
    ভালোবাসার অনুভূতি যদি সবসময় একরকম থাকে তাহলেই বালোবাসা স্বার্থক।

    লেখেছি–লিখেছি
    রুপো–রুপে
    শুভ কামনা লেখিকার জন্য।

    Reply
  8. আফরোজা আক্তার ইতি

    কবিতাটি সুন্দর হয়েছে। তবে আরেকটু যত্ন নিয়ে লিখলে ভালো হত। ভালোবাসার কবিতা সর্বদাই সুন্দর। যারা সরাসরি সামনে এসে বলতে পারে, আমি তোমাকে ভালোবাসি, তারাই প্রকৃত প্রেমিক। বানানে ভুল হয়েছে অনেক।
    লেখেছি- লিখেছি।
    আমারি- আমারই।
    রুপো মাধুরী- রূপ ও মাধুরী।
    হাত ছানি – হাতছানি।
    বোঝাতে- বুঝাতে।

    Reply
  9. Rahim Miah

    ভালোবাসার জন্য মানুষ কি না করে, আপনেও তাই করলেন তাকে নিয়ে কবিতা লেখা। কিছু জিনিস এইভাবে লিখলে ভালো হতো যেমন :
    লেখেছি-লিখেছি
    আমারি-আমারই
    রুপো-রূপে
    ঘোরে-ঘুরে
    তবে কবিতাটা পড়ে বেশ ভালোই লেগেছে

    Reply
  10. Mahbub Alom

    কবিতাটা ঠিক হয়ে উঠলো না।ভালো হয়েছে,তবে আরেকটু ভালো হতে পারতো।
    সবার জীবনে একজন প্রিয় থাকে,আসবে।তাকে নিয়েই যত স্বপ্ন।সৃষ্টিকর্তা আমাদের এমনি এক বন্ধনে বেধে দিয়েছেন।
    আমাদের জীবনটাই ভালোবাসায় পরিপূর্ণ। তবে সেটায় পূর্ণ উপলদ্ধি চাই।
    বানানে কিছু ভুল আছে।

    Reply
  11. Sajjad alam

    কিছু ভুল বানান,
    হাত ছানি___ হাতছানি
    পারি নি___ পারিনি
    কিভাবে___ কীভাবে
    পবিত্রপ্রেমের___ পবিত্র প্রেমের
    .
    নামকরণটা যথার্থ।
    কনসেপ্টটা ভালো লেগেছে।
    বেশ সাবলীল লেখা মনে হলো।
    .
    মনের ভিতর সুপ্ত ভালোবাসাটুকু দিয়ে তাকেই কাছে টানতে চাই যাকে খুব ভালো লাগে। সেরকম স্মৃতিচারণমূলক কবিতাটা বেশ ভালো লাগলো।
    শুভ কামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *