সঙ্গিহীন এক দেহান্ত জীবন
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,354 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

সাকি সোহাগ

নিজের আড়ালে নীরবে নিজের কান্না আঁকরে ধরে বয়েই চলছে যেনো জীবনটা।
হৃদয়ের আলিঙ্গনে যাকে একটু ঠাঁই দিলাম তাকেও ছেড়ে আসতে হলো।
একই সূর্যের কিরণে আলোকিত আজ আমরা।
হলে কি হবে ?
সঙ্গিহীন হয়ে আছি।
সে কোথায় আর আমি কোথায়?
শুধু হৃদয়ের গহীনে দু’টি পাজরে শিকলে বেধে রেখেছি তারে।
অর্থহীন জীবনের চেয়েও সঙ্গিহীন জীবন বহু গনিত কষ্টকর।
কেমন জানি নিজেকে একা মনে হয় এই বিশাল নিখিলে।
আমার অবসান কি তাহলে এখানেই ঘটবে ?
আমি ও কি হারিয়ে যাবো সেই দূর অজানা অচেনা কোন এক পরীর দেশে!
আমি যে একা, শুধু একা।
আর কাউকে যেনো দেখতে পাইনা আমার মনের সেই নরম জায়গায় কেবল তাকে ছাড়া।
সঙ্গিহীন জীবন দেহান্ত। কেননা যার কোন সঙ্গী নাই তার জীবন মৃত্য |তাহলে আমি কি?
আমার যে থেকেও আজ পাশে নেই।
আমি জীবন্ত দেহান্তা। মরেও যেনো প্রাণের সেই করুন ডাকে সারা দিতে হচ্ছে আমাকে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. আখলাকুর রহমান

    আঁকরে – আঁকড়ে

    হলে কি হবে – কী হবে?

    বেধে – বেঁধে

    গনিত – গণিত

    আমি কি – কী?

    করুন – করুণ

    সারা – সাড়া

    বেশি করে কবিতা পড়বেন।
    ছন্দপতন হয়েছে।
    বানানের দিকে খেয়াল রাখবেন।
    শুভ কামনা রইলো।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    কবিতাটা সুন্দর হয়েছে। যাকে সঙ্গী হিসেবে সারাজীবন আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছা করে, সে পাশে না থাকলে জীবনের প্রতি আর কোন আগ্রহই থাকে না। দেহান্তা শব্দটি কি সেটা বুঝলাম না। সম্ভবত সেটি দেহাত্মা হবে।
    বানানে কিছু ভুল আছে।
    আঁকরে- আঁকড়ে।
    পাজরে- পাঁজরে।
    বেধে- বেঁধে।
    মৃত্য- মৃত/ মৃত্যু।
    সারা- সাড়া।
    করুন- করুণ।
    অনেক শুভ কামনা রইল।

    Reply
  3. আরাফাত তন্ময়

    যে যাবার তাকে যেতে দেয়াই শ্রেয়। ভালো লিখেছেন। ক্ষুব্ধ প্রতিবাদ লক্ষণীয়।
    শুভ কামনা রইলো।

    Reply
  4. Halima tus sadia

    অনেক সুন্দর কবিতা। পড়ে ভালো লাগলো।

    প্রতিটি মানুষই চলার পথে সঙ্গ খুঁজে।
    তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়।
    তবে নিঃসঙ্গ জীবনটা কষ্টের।মৃতের মতো লাগে।জীবনে কেউ না থাকলে।

    বানানে ভুল আছে
    আকরে–আঁকড়ে
    পাজরে-পাঁজরে
    মৃত্য–মৃত্যু
    সারা–সাড়া
    করুন–করুণ
    বেধে–বেঁধে
    শুভ কামনা রইলো।

    Reply
  5. মাহফুজা সালওয়া

    মূলভাব ভালো ছিলো,কিন্তু কবি তার অনুভূতির পূর্ণ প্রকাশ ঘটাতে পারেননি।
    শব্দচয়নের ক্ষেত্রে আরও শিহরণ জাগানো শব্দ নির্বাচন করা উচিত ছিলো।
    কবির হাতে পক্বতা আনার অবশ্য শর্ত বেশী বেশী চর্চা করা।পরামর্শ রইল বানানের প্রতি আরও সতর্ক থাকবেন।
    শুভকামনা ।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *