[খুশিনা খাতুন]
শুভ্র মেঘের হাল্কা পায়চারি
কাশফুলেতে প্রেম প্রেম গন্ধ,
আমার কেমন উদাস উদাস লাগে
আমি বোধহয় তোর প্রেমেতেই অন্ধ।
আমার ছাদে ফুলের বাড়াবাড়ি
অনাবশ্যক আমার দেখাদেখি,
তোর ছাদ আলোয় সাজাস তুই
অনিবার্য একটু চোখাচোখি।
পাঞ্জাবিতে নতুন নতুন লাগে
তার উপরে রংটা জলপাই,
আমার মনে আগুন আগুন জ্বলে
হৃৎপিন্ডটা পুড়ে পুড়ে ছাই।
আমার চোখ ছুটছে তোর দিকে
আজকে নাহয় তোর চোখেতেই থাক,
মন্ডপেতে পূজার আয়োজন
আমার বুকে বাজছে শরৎ-ঢাক।


শরৎ এর বিশাল আয়োজন। ভালো লাগলো। লেখকের জন্য শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে।
আয়োজনটা শুধুমাত্র শরৎ -এর নয়। শারদোৎসব অর্থাৎ দূর্গাপূজার জন্য।
শরৎ।যার কাশফুলের সৌন্দর্যে হারিয়ে যায় আমার মন।আমি মুগ্ধ । শুভকামনা❤