স্বপ্নসিঁড়ি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,051 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

——————ইয়াসরিব খান
—————————————-
শেষ বিকেলের ক্লান্ত রোদে
স্বপ্নেরা সব দিচ্ছে ডাক ৷
তন্দ্রামোহের বিভোর কেটে
স্বপ্নগুলোই ইচ্ছে থাক ৷
বাতায়নের পুবাল হাওয়ায়
ইচ্ছেগুলোর হাতছানি ৷
চিরকুটের এক ছোট্ট পাতা
স্বপ্নরেখা দেয় টানি ৷
নিদ্রাঘোরে স্বপ্ন দেখো
সেইটা আসল স্বপ্ন নয় ৷
সেটাই আসল স্বপ্ন হবে
যেইটা তোমার নিদ্রা নয় ৷
স্বপ্নেরা সব ঘুম কেঁড়ে নেয়
নিদ্রালস চোঁখ দুটি ৷
স্বপ্নপূরণ করার আশায়
ইচ্ছেরা সব হয় জুটি ৷
স্বপ্ন ভাঙ্গার দুঃখ বোঝে
সেই অভাগা অবুঝ লোক
স্বপ্ন যাদের হয়নি পূরণ
স্বপ্ন গড়ার ইচ্ছে হোক ৷
স্বপ্নগুলো সামনে রেখে
সমুখপানে বাড়াও পা ৷
স্বপ্নগুলো জয় করে নাও
ইচ্ছে নদে ভাসাও গা ৷
———————————
————-1/9/2018

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৯ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    বাহ! খুব সুন্দর একটি প্রেরণামূলক কবিতা। ছন্দে ছন্দে পড়ছিলাম বেশ ভালো লাগল। চরণগুলোও সুন্দর ছিল। স্বপ্নগুলো শুধু স্বপ্নই নয়, বাস্তবেও সত্যি করা উচিৎ। তাহলেই তো সফল হবে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে বাস্তবে তা সত্যি করার প্রচেষ্টা থাকা উচিৎ।
    বেশ ভালো লিখেছেন। বানানে তেমন ভুল নেই।
    চোঁখ- চোখ।

    Reply
  2. Zinifa Efat

    পড়ে ভালো লাগলো. …..

    Reply
  3. আখলাকুর রহমান

    চোঁখ – চোখ

    অনবদ্য লেখনী। কবিতায় শিক্ষার ছাপ বিদ্যমান।
    ছন্দপতন হয়নি বলা যায়।

    “স্বপ্ন সেটা নয়, যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটা, যেটা তোমাকে ঘুমাতে দেয় না।”

    শুভ কামনা রইল লেখকের জন্য।

    Reply
  4. Fatema Kauser

    ছন্দবদ্ধ কবিতাটি খুবই ভাল লেগেছে

    Reply
  5. Tasfiya Sharmin

    অনেক ভালো লাগলো কবিতা।ছন্দে ছন্দে সুন্দর মিল ছিল।নেক্সট আরো ভালো লিখবেন আশা করি।
    চোঁখ না চোখ হবে।

    Reply
  6. মাহমুদুল্লাহ

    অসম্ভব সুন্দর একটি কবিতা।

    Reply
  7. মাহফুজা সালওয়া

    কবিতাটা পড়ছিলাম, আর মনে একটা শব্দই আসছিলো। ”ছন্দের যাদুকর”!
    অপুর্ব ছন্দের মিল,কবিতার শিক্ষা, কবির চিন্তাশক্তি!
    শুভকামনা ????

    Reply
    • Yeasrib khan

      ধন্যবাদ হে প্রিয় ৷

      Reply
  8. Halima tus sadia

    চমৎকার লেখনী।
    পড়ে ভালো লাগলো।ছন্দের ধারাবাহিকতায় লিখেছেন।
    প্রতিটি চরণ অনুপ্রেরণা জোগাবে।
    সত্যিই স্বপ্ন সেটা নয়,যেটা ঘুমে দেখি।
    স্বপ্নতো সেটাই যেটা ঘুমাতে দেয় না।
    স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়।তবেই না স্বপ্ন সত্যি হয়।সফলতা আসে জীবনে।
    বানানে কোন ভুল নেই।
    চোঁখ–চোখ

    শুভ কামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *